"ভালোবাসার ৮ম ব্যাচ"
শুরুটা সেই প্রথম দিন থেকেই, চেষ্টা
করতাম প্রত্যেককে ভালো করে বুঝতে। তবে একটা কথা প্রথমেই বলে নেই...সবাইকেই ভালোবাসি আমি। ক্লাসের ফার্স্ট বয় এর সাথে আমার যেমন আন্তরিকতা ঠিক তেমনি ক্লাসের লাস্ট বয় এর সাথেও আমার একই রকম আন্তরিকতা।প্রথম দিনের অরিয়েন্টেশন। তারপর থেকে নিয়মিত ক্লাস। নতুন বন্ধুদের অনুপ্রেরণা আর নিজের ইচ্ছা থেকে হয়ে গেলাম ক্লাসের রি-প্রেজেনটেটিভ। সময়টা সত্যিই দারুণ ছিলো। অনেক ব্যস্ত সময় পার করতাম তখন, যদিও সেই ব্যস্ততা আমার কাছে ভালো লাগতো। এভাবেই সবার সাথে বন্ধুত্বের সম্পর্কটা গড়ে উঠতে থাকে। কিছু বন্ধুদের কথা না বললেই নয়...
শুরুতেই বলতে হয় রেদওয়ানের কথা...সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত যার সাপোর্ট আমি সব থেকে বেশি পেয়েছি তার নাম রেদওয়ান। ওর বাড়ি শেরপুর জেলায়। মানে আমার জেলার পাশের জেলাতেই। জেলা নিয়ে মধুর ঝগড়া কম হয় নাই ওর সাথে। ব্যাচের সব থেকে হেল্পফুল ছেলেটার নাম রেদওয়ান। কথাটা শুধু আমার ক্ষেত্রেই না, এটা সবার জন্যই। ও ডিপার্টমেন্ট এর যে কোনো কাছে স্ব-ইচ্ছাতেই এগিয়ে আসে কাজ করার জন্য। কেউ ওর কাছে হেল্প চেয়ে পায় নাই এমন খুব কম দেখছি,,যদি না সে মজা করে না করে। তার ভালো গুণ অনেক সেগুলো আজ আর নাই বা বললাম,, তার একটা খারাপ গুন হলো ও বদমেজাজি। এটা হয়তো ওর একমাত্র খারাপ গুন। যাই হোক, সবাইকে খুব সহজে আপন করে নেওয়ার ক্ষমতা সবার মধ্যে থাকে না, তোর মধ্যে এই মহান গুণটা উপস্থিত। কিছু বন্ধু বন্ধু না ভাই। ঠিক তেমনি রেদওয়ানের সাথে আমার সম্পর্ক। চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় ওকে। অনেক ভালোবাসি তরে..তোর মত বন্ধু থাকলে আর কিছু লাগে না। এভাবেই পাশে থাকিস সব সময়।
তারপর যাদের কথা বলতে হয়...
চেতনা- ক্লাসের সব থেকে স্বভাব-চঞ্চলা মেয়েটির নাম চেতনা। তার হাসি, কথা বলা, হাটাচলা আমার খুবই ভালো লাগে(ভাইরে এগুলা বলিস না, জেলাস করবে
😂)। ও সব কিছুকে নিজের মতো করে উপভোগ করার চেষ্টা করে এটা অনেক ভালো একটা গুণ। শাড়িতে জোশ লাগে তরে...
😍
বন্যা- বন্যা খুব সহজ সরল একটা মেয়ে। ওকে খুব আপন ভাবি আমি,,আর যাকে আপন ভাবি তার সাথে মিশতে ভালো লাগে আমার, তাই হয়তো ওর সাথে বেশি মিশি। ভালো করে পড়াশোনাটা কর,, তোর সব ইচ্ছা পূরণ হবে..ইনশাআল্লাহ।
পিয়াস- যাকে আমরা মুরগী পিয়াস হিসেবে জানি.
😜। নামকরণটা হয়তো এইজন্য হইছে,,তার বাসা মুরগীটোলাতে। তবে এসব ছোট খাটো ব্যাপারে পিয়াস মন খারাপ করে না, ও খুব উদার মনের মানুষ। এক কথায় পিয়াস খুব ভালো একটা ছেলে, পরোপকারীও বটে। ও ঝামেলা পছন্দ করে না, তাই সব রকম ঝামেলা থেকে নিজেকে দূরে রাখে। আমার ভালো বন্ধুদের মধ্যে অন্যতম।
কামরান- দি জেন্টলম্যান! কামরান খুব ভদ্র একটা পোলা। ভর্তি পরীক্ষার ফার্স্ট বয়। ওর সম্পর্কে তেমন কিছু বলার নাই.. শুধু বলবো ও সব দিক দিয়ে পার্ফেক্ট।
ওস্তাদ শাহিন- বলতে গেলে অলরাউন্ডার। ও একটা মাল.!!
😂 ওরে নিয়ে কথা বলার মতো যোগ্যতা নাই আমার। শুধু বলতে চাই..তোরে ভালো লাগে খুব..ভালো লাগে তোর সব কিছু।
জয়-জয় ভেজা ভেড়াল কথা সত্য,,তথাপি সে খুব উদার প্রকৃতির নির্ভেজাল একটা ব্যক্তিত্ব, আশা করি সে একদিন অনেক বড় কোডার হবে.। ও আচ্ছা একটা কথা তো বললাম ই না, ও দেখতে মাশা-আল্লাহ কিন্তু মেয়েরা খুব একটা বেল দেয় না ওরে..
😂😂 ভালোবাসি দোস্ত তরে...😍
আফ্রাদ- প্রথমদিন ক্লাসে সব থেকে অসামাজিক মনে হইছে তোরে, কিন্তু তোর সাথে মেশার পর ধারনা টা ভুল প্রমাণিত হইছে। তুই খুব ভালো, তোর কথাগুলো শুনতে বেশি ভালো লাগে। তোর মধ্যে অনেক সম্ভাবনা আছে। অনেক কিছু করতে পারবি তুই। সবাইকে এভাবে ভালোবেসে যা...সবার জন্য কাজ কর। সবাই কে লীড দেওয়ার ক্ষমতা তোর আছে, সেটাকে কাজে লাগিয়ে ব্যাচটাকে প্রাণবন্ত করে রাখ সবসময়.। লাস্ট সাজেশন..হেলমেটা ছাড়া বাইক চালাইস না কোনোসময়..
😜ভাবীকে আমার সালাম দিস..😍
সুদীপ্ত- অনেক বড় হ...তোর প্রতীভার সর্বোচ্চ ব্যবহার কর, অনেক সম্ভাবনা আছে তোর মধ্যে। মাঝে মাঝে গান শুনাইস আমাদের..তোর কন্ঠটা কিন্তু বেশ। পাশে থাকিস সব সময়।
দাস- ও বরিশাইল্লা..এই কথাটাই ওর জন্য যথেষ্ট। তথাপি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি তরে।
সিফাত- ভাবীকে আমার সালাম দিস, বলিস লাল শাড়িতে তাকে দারূণ লাগে। তোর সম্পর্কে কি আর বলমু...তোর সাথে বসলে তোর কথা শুনতে শুনতেই আমি ক্লান্ত হয়ে যাই। মানুষ হিসেবে অনেক ভালো তুই।
চন্দন ভাই- আপনারে কিছুই বলার নাই। তাও একটা কথা বলতেই হয়...ভাবী খুব সুন্দরী..
😍 আর ভাই পা ধরি আপনার ফেইসবুকে আর পিক আপলোড দিয়েন না, আমার না হয় কিছু হয় না, কিন্তু আপনার তো আরো ছোট ভাই বড় ভাই আছে...ওদের কিন্তু জ্বলে..
😂😂
রাশেদ ভাই- মিয়া আপনারে কইলাম একটা মেয়ে দেন। বিশ্বাস - ই করলেন না আমারে। যাই হোক কিছু মনে করি নাই, তবুও ভালোবাসি আপনারে, আপনার সরলতাকে...
লিপন ভাই- দেখতে এতো ভদ্র কেন ভাই আপনে..!! আমারে টিপস দিয়েন তো..কিভাবে এতো ভদ্র ইনোসেন্ট লুক দেখানো যায়।
বাঁধন ভাই- বটবৃক্ষ যতই বড় হয় মাথার দিকটা ততই নুইয়ে পড়ে। আমার কাছে আপনিও ঠিক তেমন। অনেক বড় রাজনীতিবিদ হবেন আশা করি,,মানুষের ভালোবাসা আপনাকে অনেক দূর নিয়ে যাবে।
মাইশা- গুণবতী মেয়ে। তোকে দেখলে মনে হয় বেগম রোকেয়া কে দেখতেছি...দোয়া করি জীবনে অনেক বড় হ..।
আদিল- ফটোগ্রাফার মানেই খুব স্যাক্রিফাইজিং মাইন্ড হতে হয়। তুইও তেমনি। একটা ট্রীট পাস আমার কাছে, মনে করে নিয়ে নিস..
😎 তুই শুধু আমার না, ক্লাসের সবার কাছেই প্রিয় মানুষ। ভালোবাসা রইলো তোর জন্য...
আদর- তোর বাইরেরটা যতটা অসামাজিক, তোর ভেতরটা তার চাইতে অনেক বেশি মানবিক। আশা করি গর্ব করার মতো কিছু একটা করে দেখাবি একদিন। আরেকটা কথা..তুই খুব ভালো কপি করতে পারস..
😂
আগেই বলেছি সবাইকে ভালোবাসি আমি। যাদের কথা আজ লিখতে পারলাম না, অন্য এক সময় তাদেরকে নিয়ে লিখবো ইনশা-আল্লাহ। এখন আর তোদের সাথে ক্লাস করা হয় না, কিন্তু তাই বলে তোরা দূরে সরে যাবি এমন না। কাউকে ভালোবাসলে আমি রিটার্ন ভালোবাসা আশা করি না, কিন্তু তোদের কাছ থেকে রিটার্ন ভালোবাসা আশা করি, তোরা আমার বন্ধু, ভাই। তোদের কে নিয়ে তোদের ভালোবাসা নিয়ে সামনের পথ চলতে চাই।