Visual Poems by
Tabaij
— Made in India —
"
পাছে আমার চেতনার বাইরে তোমার
কোনো রূপ থেকে যাবে
"
Step inside the world of wooden wonders
"
পাছে আমার চেতনার বাইরে তোমার
কোনো রূপ থেকে যাবে
"
...
দুটি কাঁচের চায়ের কাপ — লালচে লিকার ভর্তি — পাশাপাশি রাখা। প্রকৃতির গভীরে এক নিঃশব্দ মুহূর্ত, যেখানে দুই শীতল সম্পর্ক উষ্ণ হয়ে ওঠে..
তাবিজ ঠিক তেমনই — নীরবতা আর উষ্ণতার মাঝে এক মানবিক সংযোগ। আমাদের প্রতিটি গহনা যেন গাঢ় সবুজ অনুভবে তৈরি — মাটির মতো শান্ত, আত্মার মতো গভীর।..
একটি ধীরে ভেসে চলা নদী, চুলে হাওয়া লাগা এক মেয়ে, ঘুরতে থাকা এক হওয়াই চরকি, আর সেই দুটি হাত — যা ছুঁতে চেয়েও ছুঁতে পারে না..
“ইচ্ছা-শামুকের পথ” একধরনের কাব্যিক রেখা-অ্যানিমেশন, যেখানে সম্পর্ক, আকাঙ্ক্ষা আর না-পৌঁছানোর অনুভব ধীরে ধীরে ভেসে ওঠে। এই এনিমেশনটি সম্পূর্ণরূপে সাদা পেন লাইনে, সিলিউয়েট শৈলীতে আঁকা। ধীর লয়ের, ক্ষীণ চলনে এই কাজটি যেন এক মনস্তাত্ত্বিক প্রার্থনা।..
ছেঁড়া ঘুড়ি জানে ব্যথার রঙ নীল। তাই ওরা নীল রঙ মেখেই আসে একেবারে.. ছেঁড়া ঘুড়ি দেখলে যাদের কান্না পায় তাদের বিকেলে এক ঝুড়ি গল্প থাকে। মাথা থেকে ঝুড়ি নামিয়ে রেখে গল্পের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি নামে আর তারা লাইটপোষ্টের মত দাঁড়িয়ে থাকতে থাকতে দেখে ছাতাদের চলাচল.. ওরা ছাতাকে টোপর ভাবে আর বর্ষাকালকে দাম্পত্য।..
This image, born from the silent aesthetic of Tabaij, was recently honored at the 11th 35AWARDS — finding a quiet place among the Top 100 photographers of Kolkata and Top 400 in India
It carries not just a form, but a feeling — of a girl crowned with stillness, a cloud resting on a dry branch, and a clay bird that watches over
In this frame, the handcrafted spirit of Tabaij was seen, and gently acknowledged
🌿
Sometimes, a small recognition carries the echo of something much deeper — an affirmation that the silent path we walk has its own light
কিশোরীর নাভিতে চাঁদ, আস্তে আস্তে ষোলো কলায় পূর্ণ হয়। সে স্বপ্ন ভেঙে ছাদে ওঠে কৃষ্ণপক্ষে.. আত্মহননের কথা ওঠে লোকপ্রবাদে!
আসলে কিশোরী বেলার জমানো সব সুগন্ধী চিঠি, চিরকুট সে দিয়ে দেয় জোৎস্নাকে। ধুয়ে নেয় ঠান্ডা সাদা আলোয়। আলাপ করিয়ে দেয় তার চিঠির সব আলোর সাথে.. চিঠির আলো আর চাঁদের আলোর সঙ্গমে যে সাঁকো তৈরী হয়, সেখানে সে বসে থাকে অনেকক্ষণ.. চুপ করে।..
" আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো..."
একটি ছায়া, একক স্পর্শ, একখানি তাবিজ... এই গল্প এক নারীর, এক পুরুষের, অথবা শুধুই এক আত্মার যাত্রা — যেখানে গয়না হয়ে ওঠে অনুভবের প্রতীক।..
Explore the poetic world of Tabaij, where handcrafted wooden jewelry meets moving images. Each film is a visual meditation — capturing the soul of tribal rhythms, natural textures, and ancestral whispers. These jewelry videos are more than visuals — they are wearable poems, rooted in earth and spirit, crafted in India. Discover art that moves
— Brand Essence —