পরীক্ষার মানবন্টন ও সিলেবাস
পরীক্ষার মোট নম্বর ১০০ ।
লিখিত পরীক্ষা (এমসিকিউ পদ্ধতি) ৮০ নম্বর এবং
মৌখিক পরীক্ষার ২০ নম্বর ।
**যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন শুধুমাত্র তারাই মৌখিক পরীক্ষার সুযোগ পাবেন ।
বিষয়ভিত্তিক মানবন্টন
For MCQ Exam:
বাংলা -২০
বাংলা সাহিত্য- ৩
বাংলা ব্যাকরণ -১৭
গনিত- ২০
পাটিগনিত- ৮/৯
বীজগনিত- ৫/৬
জ্যামিতি- ৫
সাধারণ জ্ঞান- ২০
বাংলাদেশ বিষয়াবলী- ৭/৮
আন্তর্জাতিক বিষয়াবলী- ৫/৬
সাম্প্রতিক বিষয়াবলী- ৫/৬
ইংরেজি – ২০
Grammar- 19
Literature- 1
মৌখিক পরীক্ষা -২০
পরীক্ষা পদ্ধতি
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা নেয়া হবে এমসিকিউ পদ্ধতিতে। বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞানের প্রতিটি বিষয় থেকে ২০টি করে মোট ৮০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। চারটি উত্তর ভুল হলেই কাটা যাবে ১ নম্বর।
বিষয়ভিত্তিক প্রস্তুতি
বাংলাঃ (২০ নম্বর)
5★ Topics
বাগধারা
বিপরীতার্থক শব্দ
সমার্থক শব্দ
এক কথায় প্রকাশ
বানান শুদ্ধি
সন্ধি বিচ্ছেদ
লিঙ্গান্তর
কারক
সমাস
প্রকৃতি ও প্রত্যয়
ধাতু
বিরাম চিহ্ন
উপসর্গ
কবিতার চরণের লেখক
কবিদের ছদ্মনাম
সাহিত্যকর্ম
4★ Topics
পারিভাষিক শব্দ
স্বরভঙ্গি
বাচ্য
সাধু ও চলিত রুপ
সারাংশ
ধবনি ও শব্দ
বিগত পরীক্ষায় যা এসেছেঃ
২০১৫ ও ২০১৮ নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র পর্যালোচনা করলে দেখা যায়, ব্যাকরণ থেকে ভাষা, বর্ণ, শব্দ, সন্ধি বিচ্ছেদ, কারক, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, ধাতু, সমাস, বানান শুদ্ধি, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এককথায় প্রকাশ থেকে প্রশ্ন এসেছে। সাহিত্য অংশে গল্প বা উপন্যাসের রচয়িতা, কবিতার পঙ্ক্তি উল্লেখ করে কবির নাম থেকে প্রশ্ন ছিল।
English: (20 Marks)
5★ Topics
Appropriate preposition
Right form of verbs
Tense
Parts of speech
Number
Gender
Article
Voice
Narration
Vocabulary
Spelling
Synonym
Antonym
Correction
4★ Topics
Idioms
Proverb
Transformation
Gerund, Participles, Infinitives
Degree
Connectors
Literature
বিগত পরীক্ষায় যা এসেছেঃ
বিগত দুই পর্যায়ের পরীক্ষায় ইংরেজি থেকে বাংলা অনুবাদ এসেছে।
গণিতঃ (২০ নম্বর)
5★ Topics
পরিমাপ ও একক
ঐকিক নিয়ম
অনুপাত
শতকরা
সুদকষা
লাভ-ক্ষতি
ভগ্নাংশ
সরল সমীকরণ
বীজগণিতের সূত্রাবলি
গড়
উৎপাদক
গ.সা.গু ও ল.সা.গু
পরিমিতি
কোণ
সময,দূরত্ব
4★ Topics
বর্গ
চতুর্ভূজ
বারের নাম নির্ণয়
সেট
তথ্য উপাত্ত
সাধারন জ্ঞানঃ (২০ নম্বর)
5★ Topics
মুক্তিযুদ্ধ
প্রাচীন জনপদ
বাংলাদেশের নদ-নদী
জাতিসংঘ ও অন্যান্য সংগঠন
প্রাচীন বাংলার ইতহাস
মানবদেহ
শব্দ
মূলত প্রশ্ন বেশি আসে
বাংলাদেশ অংশে
বাংলাদেশের শিক্ষা,
ইতিহাস,
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ,
ভূপ্রকৃতি ও জলবায়ু,
সভ্যতা ও সংস্কৃতি,
বিখ্যাত স্থান,
বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা,
অর্থনীতি,
বিভিন্ন সম্পদ,
জাতীয় দিবস থেকে
আন্তর্জাতিক অংশে
বিভিন্ন সংস্থা,
দেশ,
মুদ্রা,
রাজধানী,
দিবস,
পুরস্কার ও সম্মাননা থেকে
খেলাধুলা থেকে
সাধারণ বিজ্ঞান থেকে
বিভিন্ন রোগব্যাধি,
খাদ্যগুণ,
পুষ্টি,
ভিটামিন থেকে প্রশ্ন আসতে পারে।
বিগত পরীক্ষায় যা এসেছেঃ
বিগত দুই ধাপের পরীক্ষায় অন্যান্য বিষয়ের সঙ্গে ভারতীয় উপমহাদেশের ইতিহাস, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি থেকে প্রশ্ন করা হয়।
To download the PDF file- click here
বিসিএসের প্রিলির জন্য কেনা বইগুলো দিয়েই প্রস্তুতি নেয়া সম্ভব আলাদাভাবে শুধু প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত বছরের প্রশ্নব্যাংক নেয়া যেতে পারে।
বিসিএসের প্রিলির বইয়ের তালিকা- click here
প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
বই, উত্তরপত্র, নোট, কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোনসহ ইলেকট্রিক ঘড়ি ও কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না।
উত্তরপত্র পূরণ করতে হবে সতর্কতার সঙ্গে। অসাবধানতাবশত ভুল হলে উত্তরপত্র বাতিল হতে পারে। কালো কালির বলপয়েন্ট কলম দিয়ে ওএমআর উত্তরপত্র পূরণ করা ভালো। প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য একটি বৃত্তাকার ঘর ভরাট করতে হবে। একই প্রশ্নের উত্তরে একাধিক উত্তরটি বাতিল হবে ও নম্বর কাটা যাবে। কোনো প্রশ্নের উত্তর ভুল হলে তা কেটে অন্য কোনো ঘর ভরাট করা যাবে না।
ওএমআর শিট ভাঁজ করা যাবে না, নির্ধারিত ঘর ছাড়া উত্তরপত্রের অন্য কোথাও দাগ দেয়া যাবে না।
রোল নম্বর, প্রশ্নপত্রের সেট কোড, জেলা কোড, উপজেলা/থানা কোড, সেক্স কোড নম্বর অবশ্যই পূরণ করতে হবে, নইলে উত্তরপত্র বাতিল হবে।
ওএমআর শিটে রোল নম্বরের ঘর পূরণ করার সময় রোল নম্বরের নিচের বৃত্তাকার ঘরগুলোতে সঠিক সংখ্যা কালো কালির বলপয়েন্ট কলম দ্বারা পুরো ভরাট করতে হবে।
হাজিরা শিটে খাতার ক্রমিক নম্বর ও প্রশ্নের সেট নম্বর লিখে নির্ধারিত ঘরে প্রার্থীকে স্বাক্ষর করতে হবে।