তোরা যে যা বলিস ভাই, 

আমার সোনার হরিণ চাই।

মনোহরণ চপলচরণ সোনার হরিণ চাই।।

রবি ঠাকুরের এই অনবদ্য গানটি  আমাদের আধুনিক জীবনের লুব্ধ চিত্তের স্বপ্ন-প্রত্যাশা-আকাঙ্ক্ষাগুলোকে সোনার হরিণ প্রতীক হিসেবে প্রকাশ করেছে।

আজ প্রায় আমাদের সকলের প্রত্যাশিত সোনার হরিণটি হচ্ছে শুধুই "একটি সরকারি চাকুরি!!!"

কিন্তু একটি মানানসই সোনার হরিণ হস্তগত করা কি আর চাট্টিখানি কথা? সেটির জন্য দরকার অসীম ধৈর্য্য, পরিকল্পনা মাফিক পরিশ্রম, সঠিক দিক নির্দেশনা আর সফল হওয়ার তীব্র বাসনা। দিন দিন আমাদের দেশের চাকুরির বাজার সংকুচিত হচ্ছে, সে সাথে হয়ে উঠছে প্রবল প্রতিযোগিতাপূর্ণ।

তবুও বর্তমানে সরকারি-বেসরকারি মিলিয়ে প্রতি বছর নিয়োগ হচ্ছে হাজার হাজার যোগ্য প্রার্থীর। কিন্তু বিশাল এই চাকরির বাজারে বিষয়ভিত্তিক দুর্বলতা এবং সঠিক নির্দেশনার অভাবে চাকরি বঞ্চিত হচ্ছে অসংখ্য প্রার্থী। তীব্র প্রতিযোগিতাপূর্ণ চাকরির বাজারে টিকে থাকার সম্ভাব্য সকল গাইডলাইন দিতেই  তোমাদের জন্য আমাদের ছোট্ট নিরলস প্রয়াস এই প্লাটফর্মটি।