সবার প্রথমেই নিজের NID কার্ড ও SSC/HSC/ সব একাডেমিক সার্টিফিকেটে নিজের নাম, বাবা-মায়ের নাম ও অন্যান্য ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য চেক করতে হবে। কোনো জায়গায় তথ্যের হেরফের থাকলেই দ্রুততার সাথে সেটা সমাধানের ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে নামের বানান, টাইটেল বা মোঃ/মোছাঃ ইত্যাদি ছোট ডিটেইলস গুলো সব ঠিকঠাক আছে কিনা বা সব নথিপত্রে একই রকম আছে কিনা চেক করা।
Height, weight আর বুকের মাপ জেনে নেয়া। Height & chest measurement cm এ কনভার্ট করতে হবে, weight kg তে মাপতে হবে।
সাম্প্রতিক তোলা ফরমাল ফটোর softcopy থাকলে সেটা দিয়েই কাজ চালানো যেতে পারে, নাহলে নতুন করে ফটো তোলা উচিত। BPSC-র নির্ধারণ করা dimension & file size মাথায় রাখতে হবে।
সাদা কাগজে কালো কালিতে নিজের সিগনেচার করে ছবি তুলতে হবে। 300 x 80 dimension হতে হবে এবং file size 60 kb র উপর হওয়া যাবে না। সিগনেচারের ব্যাপারে একটু সাবধান হওয়া উচিত। সামনের নানা জায়গায় এই সিগনেচার মিলিয়ে দেখতে পারে।
আমাদের জন্য Honours এর রেজাল্টে appeared দিয়ে ফর্ম পূরণ করতে হবে। (৪৫ তম বিসিএস)
ক্যাডার চয়েস লিস্ট তৈরীতে একটু কেয়ারফুল থাকা দরকার। ভাইভাতে চয়েজ লিস্ট নিয়ে প্রশ্ন করবেই বলা যায়। এজন্য কোন ক্যাডার কোন ক্রমে রাখা হচ্ছে সেটার পেছনের যথাযথ ব্যাখ্যা রেডি করেই চয়েস লিস্ট তৈরী করা উচিত।
২০/২২ তারিখের মধ্যেই ফর্ম পূরণ করে ফেলা উচিত এবং ২৫ তারিখের মধ্যেই পেমেন্ট ক্লিয়ার করা উচিত। (৪৫ তম বিসিএস)
1. Prepare your Photo (BPSC guidelines)
Upload a recent photo taken with a digital camera or scanned from a good quality printed image. You are required to have a scanned (digital) signature as per the specifications.
Photo dimensions are 300 X 300 pixels (Width X Height). The file size cannot be more than 100 KB. By using a modern digital camera, or even a phone with built-in camera, it is easy to create a very large file. But large image files can take a long time to upload and use a lot of storage space, so we have limited the upload size to 100 KB. If your image is too big you can easily make it smaller with an image editor. A link is provided in the instruction form.
Make sure that the picture is in colour. Black & white, monochrome, gray scale, face too close to or too distance from the camera, too bright or too dark, obscured, uncropped pictures will not be accepted. The photograph must have a plain background.
While taking the photo, look straight at the camera with a relaxed face.
If the picture is taken on a sunny day, have the sun behind you, or place yourself in the shade, so that you are not squinting and there are no harsh shadows.
If you have to use flash, ensure there is no "red-eye".
If you wear glasses make sure that there are no reflections and your eyes can be clearly seen.
Hats and dark glasses are not acceptable. Religious head wear is allowed but it must not cover your face.
2. Prepare your Signature (BPSC guidelines)
The applicant has to sign on white paper with Black Ink pen.
The signature must be signed only by the applicant and not by any other person.
The signature on the 'admit' card will be matched against the signature in the attendance sheet whenever necessary.
Signature dimensions are 300 X 80 pixels (Width X Height). Ensure that the file size of the scanned image is not more than 60 KB.
http://bpsc.teletalk.com.bd/bcs45/home.php এই লিঙ্কে গেলেই নিচের ওয়েবপেজটি পাওয়া যাবে। Health Economic এর এখনো যেহেতু কোনো Technical/Professional cadre এর পদ সৃষ্টি হয়নি তাই শুধু "Application Form for General Cadre" অপশনে ক্লিক করে Apply বাটনে ক্লিক করলেই BPSC-1 Form টি পাওয়া যাবে। এরপর থেকেই মূল আবেদনপত্র পূরণের কাজ শুরু হবে।
Applicant's Name: এ ঘরে এস.এস.সি./সমমানের সার্টিফিকেট অনুযায়ী প্রার্থীকে তাঁর নিজের নাম Capital Letter - এ টাইপ করে পূরণ করতে হবে। এ ঘর কোনভাবেই ফাঁকা রাখা যাবে না।
এই অংশে প্রার্থীর নিজের নাম, মায়ের নাম, বাবার নাম ও জন্মতারিখ এসএসসি সনদে যেভাবে আছে সেভাবেই লিখতে হবে। এসএসসির সনদে না থাকলে মা-বাবার নামের আগে নতুন করে মৃত/ হাজি/ অন্য কোনো নতুন শব্দ লেখা যাবে না।
Father's Name: এ ঘরে Capital Letter এ এস.এস.সি./সমমানের সনদ অনুযায়ী সঠিকভাবে পিতার নাম টাইপ করে পূরণ করতে হবে। এ ঘর কোনভাবেই ফাঁকা রাখা যাবে না।
Mother's Name: এ ঘরে Capital Letter এ এস.এস.সি./সমমানের সনদ অনুযায়ী সঠিকভাবে মাতার নাম টাইপ করে পূরণ করতে হবে। এ ঘর কোনভাবেই ফাঁকা রাখা যাবে না।
Date of birth (বয়সসীমা: ১ নভেম্বর ২০২২ তারিখে বয়স) for 45th BCS:
প্রার্থীর বয়স:
ক. মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং বি.সি.এস. (স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থী ছাড়া অন্যান্য সকল ক্যাডারের প্রার্থীর জন্য বয়স ২১ হতে ৩০ বছর (জন্ম তারিখ: 02.11.2001 থেকে 02.11.1992 এর মধ্যে);
খ. মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং বি.সি.এস. (স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থীর জন্য বয়স ২১ হতে ৩২ বছর (জন্ম তারিখ: ০২.১১.২০০১ থেকে ০২.১১.১৯৯০ এর মধ্যে);
গ. বি.সি.এস. (সাধারণ শিক্ষা) ও বি.সি.এস. (কারিগরি শিক্ষা) ক্যাডারের জন্য শুধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীর বেলায় বয়স ২১ হতে ৩২ বছর (জন্ম তারিখ: ০২.১১.২০০১ থেকে ০২.১১.১৯৯০এর মধ্যে)।
Date of Birth-এর ঘরে Click করলে দিন-মাস-বছরের তালিকা দৃশ্যমান হবে। উক্ত তালিকা থেকে এস.এস.সি./সমমানের সনদ অনুযায়ী প্রার্থীর জন্মতারিখ Select করলে Database এ প্রার্থীর Date of Birth অন্তর্ভুক্ত হবে। জন্মতারিখ ভুল পূরণ করলে বিজ্ঞপ্তির শর্তানুযায়ী পরবর্তীতে সংশোধনের সুযোগ থাকবে না এবং এরূপ ত্রুটির কারণে প্রার্থিতা বাতিল হবে।
Gender:
Male
Female
Third Gender
Male, Female এবং Third Gender যে অপশনটি প্রার্থীর জন্য প্রযোজ্য সেটি Select করলে সংশ্লিষ্ট ক্যাটাগরির তথ্য ডাটাবেইজে অন্তর্ভুক্ত হবে।
Ethnic minority group:
Yes
No
প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হলে Yes এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী না হলে No এর বাটন Select করলে সংশ্লিষ্ট ক্যাটাগরির তথ্য ডাটাবেইজে অন্তর্ভুক্ত হবে।
Disability:
None
Visually Disabled
Physically Disabled
প্রার্থী প্রতিবন্ধী হলে যথাক্রমে Visually Disabled, Physically Disabled Button Select করলে ডাটাবেইজে অন্তর্ভুক্ত হবে। প্রার্থী প্রতিবন্ধী না হলে None Button Select করতে হবে। কেউ চশমা ব্যবহার করলে তাঁকে Visually Disabled হিসেবে গণ্য করা হবে না।
বি: দ্র: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা প্রতিবন্ধী প্রার্থী না হয়েও কোন প্রার্থী ১০০/- (একশত) টাকা ফি জমা দিয়ে ফরম পুরণ শেষে Admit Card গ্রহণ করলে লিখিত বা মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোন পর্যায়ে তা ধরা পড়লে বিজ্ঞপ্তির শর্তানুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।
Employment status এ ঘরের বাটন ক্লিক করলে নিম্নোক্ত ৯টি অপশন দৃশ্যমান হবে:
Not Employed.
Regular basis under Revenue budget.
Ad-hoc basis in non cadre post under revenue budget.
Temporary basis under revenue budget.
Work-charged basis under revenue budget.
Temporary basis under development project.
Work-charged basis under development project. 8-Autonomous/Semi autonomous organisation.
Private organisation.
ওপরের ৯টি অপশনের মধ্যে যে অপশনটি প্রার্থীর জন্য প্রযোজ্য সেটি Select করলে প্রযোজ্য অপশনটির তথ্য ডাটাবেইজে অন্তর্ভুক্ত হবে। এমপ্লয়মেন্ট স্ট্যাটাসে প্রার্থী বেকার হলে নট এমপ্লয়মেন্ট, রাজস্ব খাতের সরকারি চাকরিতে কর্মরত থাকলে রেগুলার বেসিস আন্ডার রেভিনিউ বাজেট, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত থাকলে অটোনোমাস বা সেমি–অটোনোমাস অর্গানাইজেশন, বেসরকারি হলে প্রাইভেট সিলেক্ট করতে হবে। এই অংশে প্রার্থী চাকরিজীবী হলে মৌখিক পরীক্ষার সময় বিভাগীয় ছাড়পত্র, পুলিশ ভেরিফিকেশন ফরমে কর্মরত প্রতিষ্ঠানের তথ্য পূরণসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
Freedom Fighter Status: এ ঘরের রেডিও বাটন ক্লিক করলে নিম্নোক্ত ৪টি অপশন দৃশ্যমান হবে:
Freedom Fighter
Child of Freedom Fighter
Grand Child of Freedom Fighter
Non Freedom Fighter
ওপরে প্রদর্শিত ০৪টি অপশনের মধ্যে প্রার্থীর জন্য প্রযোজ্য অপশন Select করলে Freedom Fighter Status এর ঘরে সংশ্লিষ্ট অপশনটি ডাটাবেইজে অন্তর্ভুক্ত হবে।
Marital status: প্রার্থী married হলে married অংশ select করে spouse এর নাম এ ঘরে নির্ভুলভাবে টাইপ করতে হবে। Married না হলে ‘single' অংশ select করতে হবে।
Nationality: ৪৫তম বি.সি.এস. পরীক্ষা-২০২২ এর বিজ্ঞপ্তির ৪.০ নম্বর অনুচ্ছেদের শর্তানুযায়ী চাকরির জন্য জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। সে ক্ষেত্রে Nationality এর ঘরে দৃশ্যমান Bangladeshi এর বাটন এ ক্লিক করলেই Bangladeshi শব্দটি ডাটাবেইজে অন্তর্ভুক্ত হবে। এটি Auto Selected থাকে।
National ID: প্রার্থী অনলাইন আবেদনপত্রের নির্ধারিত স্থানে জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর উল্লেখ করবেন এবং মৌখিক পরীক্ষার বোর্ডে NID এর সত্যায়িত কপি জমা দিবেন।
Height, Weight and Chest:
প্রার্থীকে অনলাইন ফরমের নির্ধারিত স্থানে উচ্চতা (Height) সেন্টিমিটারে, ওজন (Weight) কে.জি. তে এবং বুকের মাপ (Chest) সেন্টিমিটারে উল্লেখ করতে হবে। Height, Weight এবং Chest এর নির্দিষ্ট ঘরে প্রার্থীর উচ্চতা (Height), ওজন (Weight) এবং বুকের মাপ (Chest) Select করলে ডাটাবেইজে অন্তর্ভুক্ত হবে।
ওজন আনুমানিক হলেই হবে (দুই থেকে চার কেজি কমবেশি হতে পারে)। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার আগে প্রার্থীকে রেজিস্টার্ড চিকিৎসক থেকে ওজন ও উচ্চতার প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে। বিজ্ঞপ্তিতে কোনো ক্যাডারের ওজন ও উচ্চতার আবশ্যিক শর্তের সঙ্গে প্রার্থীর ওজন ও উচ্চতা না মিললে, সেই ক্যাডার পছন্দক্রমে রাখা ঠিক হবে না।
বি.সি.এস. (পুলিশ) এবং বি.সি.এস. (আনসার) ক্যাডারের জন্য
ন্যূনতম উচ্চতা
পুরুষ- 162.56 সে. মি.
মহিলা- 152.80 সে. মি.
ন্যূনতম ওজন
পুরুষ- 54.54 কে.জি.
মহিলা- 45.45 কে.জি.
অন্যান্য ক্যাডারের জন্য
ন্যূনতম উচ্চতা
পুরুষ- 152.40 সে. মি.
মহিলা- 147.32 সে. মি.
ন্যূনতম ওজন
পুরুষ- 45.00 কে.জি.
মহিলা- 40.00 কে.জি.
Present এবং Permanent Address: বর্তমান ও স্থায়ী ঠিকানার (Present & Permanent Address) ঘরে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে প্রার্থী তার বর্তমান এবং স্থায়ী ঠিকানার (Present & Permanent Address) ঘরগুলো যথাযথভাবে পূরণ করবেন।
সব ঠিকানা ইংরেজিতে ইনপুট দিতে হবে।
Care of: না লিখলেও চলবে।
Village/Town/Road/House/Flat: এখানে বিস্তারিত তথ্য দেয়া উচিত। বাড়ির হোল্ডিং নং, রোড নং বা রোডের নাম, গ্রামের নাম, ওয়ার্ড নং বা নাম ইত্যাদি।
Permanent & Present Address একই দিলেও কোনো সমস্যা নেই। তবে অবশ্যই Permanent Address ভুল করা যাবে না। নিজের অভিভাবকের সাথে ভালোভাবে বুঝে শুনে সঠিক ঠিকানা দিতে হবে। পুলিশ ভেরিফিকেশনের জন্য ঠিকানা খুব গুরুত্বপূর্ণ।
বর্তমান আর স্থায়ী ঠিকানা সম্ভব হলে অভিন্ন দেওয়াই ভালো। তাহলে প্রার্থী সুপারিশপ্রাপ্ত হওয়ার পর তখন এক ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন হবে। মেয়েদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানায় বাবার ঠিকানা ব্যবহার করাই সবচেয়ে ভালো।
ঠিকানা ভুল করলে বিজ্ঞপ্তির শর্তানুযায়ী পরবর্তীতে সংশোধনের সুযোগ থাকবে না।
Home district: প্রার্থী যে জেলার স্থায়ী বাসিন্দা সে জেলাকে Select করলে কাঙ্ক্ষিত জেলার নাম ডাটাবেইজে অন্তর্ভুক্ত হবে।
Contact Mobile Number: প্রার্থী কর্তৃক অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমাদানের জন্য টেলিটক বাংলাদেশ লি. এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রদেয় পরীক্ষা সংক্রান্ত SMS, বিভিন্ন নির্দেশনা, Password, পরীক্ষাসূচি, ফলাফল ইত্যাদি প্রাপ্তির জন্য Contact Mobile Number এর ঘরে প্রার্থীকে তার মোবাইল নম্বরটি সতর্কতার সাথে টাইপ করতে হবে। কমিশন থেকে পরীক্ষা সংক্রান্ত তথ্য প্রাপ্তির জন্য এ নম্বরটি সব সময় সচল রাখতে হবে।
Examination Centre : Examination Centre-এর ঘরে ক্লিক করলে নিম্নোক্ত ৮টি পরীক্ষা কেন্দ্রের নাম দৃশ্যমান
হবে:
Dhaka
Barishal
Rajshahi
Sylhet
Chattogram
Rangpur
Khulna
Mymensingh
প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সে কেন্দ্রের নাম Select করতে হবে। পরবর্তীতে কোনভাবেই পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করা যাবে না।
পরীক্ষার কেন্দ্র হিসেবে যে স্থানের নাম নির্বাচন করা হবে, সে কেন্দ্রেই প্রার্থীকে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরবর্তী সময় কেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ নেই। তবে সব প্রার্থীর মৌখিক পরীক্ষা ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত সরকারি কর্ম কমিশন কার্যালয়ে হবে।
Question Version:
প্রিলিমিনারি টেস্টের প্রশ্নপত্র বাংলা ও ইংরেজি উভয় ভার্সনেই মুদ্রিত থাকবে। প্রিলিমিনারি টেস্টে প্রার্থী যে কোন ভার্সনে অংশগ্রহণ করতে পারবেন। প্রার্থী ইংরেজি ভার্সনে পরীক্ষা দিতে আগ্রহ প্রকাশ করে অনলাইন ফরমে ভার্সন পছন্দক্রমের বক্সে টিক চিহ্ন (√) দেবেন।
প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষা ইংরেজি ভার্সনে দিতে ইচ্ছুক হলে ইংরেজি অপশনে টিক চিহ্ন দিতে হবে। বাংলায় পরীক্ষা দিতে চাইলে এখানে টিক চিহ্ন দিতে হবে না। তবে লিখিত পরীক্ষা প্রার্থী ইচ্ছেমতো যেকোনো ভার্সনে দিতে পারবেন। এ ক্ষেত্রে এক বিষয়ের পুরো খাতা যেকোনো এক (বাংলা/ ইংরেজি) ভাষায় লিখতে হবে।
S.S.C. or Equivalent:
Examination: প্রার্থী Examination-এর ঘরে প্রযোজ্য পরীক্ষার নামের ঘর Select করলে সংশ্লিষ্ট পরীক্ষার নাম ডাটাবেইজে অন্তর্ভুক্ত হবে। উল্লেখ্য, Examination-এর ঘর কোনভাবেই ফাঁকা রাখা যাবে না।
S.S.C.
S.S.C. Equivalent
Dakhil
S.S.C. Vocational
O Level/Cambridge
Board: Board এর ঘরে ক্লিক করলে নিম্নোক্ত বিভিন্ন শিক্ষা বোর্ডের নামসমূহ দৃশ্যমান হবে। প্রার্থীর জন্য প্রযোজ্য বোর্ড Select করলে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নাম ডাটাবেইজে অন্তর্ভুক্ত হবে। তালিকায় কোন বোর্ড প্রযোজ্য না হলে Others ক্লিক করতে হবে।
Dhaka
Jashore
Cumilla
Chattogram
Sylhet
Dinajpur
Technical
Others
Cambridge International IGCE
Rajshahi
Barishal
Madrasha
Edexcel International
S.S.C. Roll: এ ঘরে প্রার্থী তার এস.এস.সি./সমমানের পরীক্ষার Roll Number নির্ভুলভাবে টাইপ করবেন।
Result: (S.S.C/Equivalent) Result-এর ঘরে ক্লিক করলে Division/GPA/CGPA-এর ৫টি অপশন দৃশ্যমান হবে। প্রার্থীর Result Division ভুক্ত হলে তিনি প্রাপ্ত Division Select করলে তা ডাটাবেইজে অন্তর্ভুক্ত হবে। প্রার্থীর Result GPA/CGPA ভুক্ত হলে GPA / CGPA 4/5-এর মধ্যে কত পয়েন্ট পেয়েছেন তা স্পষ্ট করে এ ঘরে টাইপ করতে হবে। উদাহরণস্বরূপ, কোন প্রার্থী GPA / CGPA 4-এর মধ্যে 3.5 পেলে তিনি লিখবেন GPA/CGPA 3.5
First Division
Second Division
Third Division
GPA/CGPA in Scale 4
GPA/CGPA in Scale 5
শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৩/২০১০ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী এস.এস.সি. ও সমমান পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা পাসের প্রচলিত জিপিএ এর সাথে সনাতন পদ্ধতির বিভাগ এর নিম্নরূপ সামঞ্জস্য বিধান কার্যকর হবে:
First Division - GPA 3.00 or above
Second Division - GPA 2.00 or above but below 3.00
Third Division - GPA 1.00 or above but below 2.00
Group: এ ঘরে Select করলে S.SC. or Equivalent পরীক্ষার নিম্নোক্ত ৪টি গ্রুপ দৃশ্যমান হবে। প্রার্থী যে গ্রুপ থেকে পাস করেছেন সেটির ওপর ক্লিক করলে কাঙ্ক্ষিত গ্রুপটি ডাটাবেইজে অন্তর্ভুক্ত হবে। দৃশ্যমান ৩টি গ্রুপের বাইরে হলে Others.
Select করতে হবে।
Science
Humanities
Commerce
Others
Passing Year: এ ঘরে Select করলে Passing Year এর তালিকা দৃশ্যমান হবে। প্রার্থী S.SC. সার্টিফিকেট অনুযায়ী পাসের বছর Select করলে সেটির তথ্য ডাটাবেইজে অন্তর্ভুক্ত হবে।
H.S.C. or Equivalent:
প্রার্থী S.SC. or Equivalent এর প্রতিটি ঘর যেভাবে পূরণ করেছেন অনুরূপ নির্দেশনা অনুসরণ করে H.S.C. or Equivalent এর ঘরসমূহ একইভাবে পূরণ করতে হবে।
Graduation
এই অংশটি উপরের ছবির অনুরূপ পূরণ করতে হবে।
Result option এ Appeared সিলেক্ট করলে ফাইনাল লিখিত পরীক্ষার শুরু এবং শেষের তারিখ পরীক্ষার রুটিন দেখে পূরণ করতে হবে। Appeared প্রার্থী হওয়ার ক্ষেত্রে Internship বিবেচ্য হবে না। শুধু লিখিত পরীক্ষার শেষ তারিখ যদি BCS এর আবেদনের শেষ তারিখের আগে শেষ হয় তবেই Appeared প্রার্থী হিসেবে বিবেচিত হবে।
Passing Year ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে বছর পাশ করে বের হয়ে যাওয়ার কথা সেটিই গণ্য হয়। সেশন জট বা অন্যান্য কারণে পাশ করতে দেরী হলেও যে বছর অনার্স শেষ হওয়ার কথা ছিলো সেটিই গণ্য করতে হবে।
Appeared প্রার্থী হিসেবে আবেদন করলে এই দুটো সেকশন Skip করতে হবে।
বিশেষ নির্দেশনাঃ
এই অংশে প্রার্থীর এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তরের (যদি থাকে) তথ্যগুলো প্রার্থীর সার্টিফিকেট দেখে দেখে লিখলে ভুল হওয়ার আশঙ্কা কম থাকে।
স্নাতকে পঠিত বিষয়/ ডিগ্রি অপশনে প্রার্থীর ডিগ্রি বা বিষয়ের নাম না থাকলে আদারস অপশনে সাবজেক্টের নাম লিখতে হবে।
প্রার্থীর স্নাতক বিষয়ের ওপর তাঁর জন্য প্রযোজ্য ক্যাডার ও নন-ক্যাডার তালিকা দৃশ্যমান হবে (তাই অপশনে উল্লেখিত বিষয়গুলো থেকে প্রার্থীর বিষয় নির্বাচন না করলে সংশ্লিষ্ট প্রফেশনাল ক্যাডার/ নন-ক্যাডার দৃশ্যমান না–ও হতে পারে)।
অ্যাপিয়ার্ড দিয়ে আবেদন করার ক্ষেত্রে পরীক্ষা শুরু ও শেষের তারিখ লিখতে হবে। তবে এ ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সময় বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র ভাইভা পরীক্ষার দিন বোর্ডে জমা দিতে হবে।
শুধু জেনালের ক্যাডারের জন্য আবেদন করলে সার্কুলারে উল্লেখিত জেনারেল ক্যাডারের অপশনগুলো আসবে।
এই অংশে ওপরে দৃশ্যমান ক্যাডার তালিকা থেকে প্রার্থীর পছন্দ অনুযায়ী নিচে পছন্দক্রম সাজাতে হবে।
এই অংশ পূরণের আগে অবশ্যই সব ক্যাডার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেবেন।
ক্যাডার তথ্য জানা না থাকায় এই অংশে বেশির ভাগ প্রার্থী ভুল করে পরে আফসোস করেন। সংবাদপত্র, ইন্টারনেট ও বাজারে প্রচলিত বিসিএস তথ্যভিত্তিক বই থেকে সব ক্যাডার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।
শূন্য পদের সংখ্যানুযায়ী নয়, আপনার পছন্দের চাকরির ধরন অনুযায়ী ক্যাডার পছন্দক্রম সাজাবেন। সব ক্যাডারেরই সমান মর্যাদা; কিন্তু কাজের ক্ষেত্র অনুযায়ী ভিন্ন ভিন্ন সুযোগ-সুবিধা।
এই অংশে আপনার পছন্দকৃত ক্যাডার ক্রমিকভাবে সাজাতে হবে।
বিজ্ঞাপিত শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ করলে এ ঘরে বিজ্ঞাপিত General Cadre এ আবেদনকারীদের জন্য শুধু General Cadre এর নামসমূহ দৃশ্যমান হবে।
শুধু Technical / Professional Cadre প্রার্থীগণ শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে General Cadre ব্যতীত Technical / Professional Cadre অপশন পাবেন এবং Both Cadre প্রার্থীগণের জন্য General ও Technical / Professional উভয় Cadre এর অপশনসমূহ দৃশ্যমান হবে।
Add Option Button ব্যবহার করে দৃশ্যমান ক্যাডার তালিকা থেকে পছন্দানুযায়ী ক্যাডার Select করলে কাঙ্ক্ষিত তালিকায় অন্তর্ভুক্ত হবে।
কাঙ্ক্ষিত ক্যাডারসমূহের ক্রম অবস্থান পরিবর্তন করতে চাইলে প্রার্থী Add Option বাটন ব্যবহার করে ক্যাডারের ক্রম অবস্থান ওপরে- নিচে করতে পারবেন অথবা Up arrow এবং Down arrow এর মাধ্যমে ক্যাডারসমূহের ক্রম অবস্থান পরিবর্তন করতে পারবেন।
কোন ক্যাডার অপশন বাতিল করতে চাইলে Remove Option এর বাটনের মাধ্যমে তা বাতিল করে পুনরায় Add Option বাটন ব্যবহার করে ক্যাডার নির্বাচন করতে পারবেন।
Both Cadre এর প্রার্থীরা বিজ্ঞপ্তিতে ক্যাডার পদ উল্লেখ থাকা সাপেক্ষে সর্বোচ্চ ২০টি ক্যাডার নির্বাচন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমাদান সম্পন্ন হলে আবেদনপত্রে প্রদত্ত ক্যাডার অপশন আর পরিবর্তন করা যাবে না এবং নতুন কোন ক্যাডার পদের নামও যোগ করা যাবে না।
লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও পদস্বল্পতার কারণে ৪৫তম বি.সি.এস. পরীক্ষা-২০২২ এর বিজ্ঞাপিত ক্যাডার পদে যে সকল প্রার্থী সুপারিশপ্রাপ্ত হবেন না সে সকল প্রার্থীকে সরকার কর্তৃক জারীকৃত নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০১০ এবং সংশোধিত বিধিমালা, ২০১৪ এর বিধানাবলি অনুসরণপূর্বক ৯ম থেকে ১২তম গ্রেডের প্রারম্ভিক পদে সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী ঐ সকল পদে নিয়োগের যোগ্যতা রয়েছে এমন প্রার্থীদের মেধার ভিত্তিতে বাছাইপূর্বক নিয়োগের লক্ষ্যে কমিশন কর্তৃক সুপারিশ প্রদানের কার্যক্রম গ্রহণ করা হবে।
এই অংশে ক্লিক করলে নিম্নোক্ত ৪টি অপশন দৃশ্যমান হবে:
Grade-9
Grade-10 to 12
Both
None
কোন প্রার্থী নন-ক্যাডার পদের জন্য আবেদন করতে ইচ্ছুক হলে তিনি উপরের প্রথম ৩টি অপশনের মধ্যে যেকোন একটিতে ক্লিক করে নন-ক্যাডার পদের জন্য আবেদন করতে পারবেন। যিনি নন-ক্যাডার পদের আবেদন করতে ইচ্ছুক নন তিনি ৪র্থ অপশনটি পূরণ করবেন।
উপরের প্রথম ৩টি অপশনের মধ্যে যে অপশনটি প্রার্থীর জন্য প্রযোজ্য সেটি Select করলে সংশ্লিষ্ট ক্যাটাগরির সাথে সামঞ্জস্যপূর্ণ পদসমূহ দৃশ্যমান হবে।
বিশেষ নির্দেশনাঃ
৪৫তম বিসিএসে প্রথমবারের মতো এই অংশ রয়েছে। প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী নন-ক্যাডার তালিকা তৈরি করতে হবে। ক্যাডারের মতো নন-ক্যাডার চয়েসের সময়ও নন-ক্যাডার চাকরিগুলোর বিস্তারিত জেনে এই অংশ পূরণ করুন।
সংবাদপত্র, ইন্টারনেট ও বাজারে প্রচলিত বিসিএস তথ্যভিত্তিক বই থেকে নন-ক্যাডার পদগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। একই গ্রেডের সব নন-ক্যাডারেরই সমান মর্যাদা; কিন্তু কাজের ক্ষেত্র অনুযায়ী ভিন্ন ভিন্ন সুযোগ-সুবিধা।
প্রার্থী তার জন্য প্রযোজ্য পদসমূহ Select করলে তথ্য ডাটাবেইজে অন্তর্ভুক্ত হবে।
Add Option Button ব্যবহার করে দৃশ্যমান নন-ক্যাডার তালিকা থেকে পছন্দানুযায়ী নন-ক্যাডার Select করলে কাঙ্ক্ষিত তালিকায় অন্তর্ভুক্ত হবে।
কাঙ্ক্ষিত নন-ক্যাডারসমূহের ক্রম অবস্থান পরিবর্তন করতে চাইলে প্রার্থী Add Option বাটন ব্যবহার করে নন-ক্যাডারের ক্রম অবস্থান ওপরে- নিচে করতে পারবেন অথবা Up arrow এবং Down arrow এর মাধ্যমে ক্যাডারসমূহের ক্রম অবস্থান পরিবর্তন করতে পারবেন।
কোন নন-ক্যাডার অপশন বাতিল করতে চাইলে Remove Option এর বাটনের মাধ্যমে তা বাতিল করে পুনরায় Add Option বাটন ব্যবহার করে নন-ক্যাডার নির্বাচন করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র জমাদান সম্পন্ন হলে আবেদনপত্রে প্রদত্ত নন-ক্যাডার অপশন আর পরিবর্তন করা যাবে না এবং নতুন কোন নন-ক্যাডার পদের নামও যোগ করা যাবে না।
প্রার্থী কর্তৃক BPSC Form-1 এর Part- 1, Part 2, এবং Part-3-তে যে সমস্ত তথ্য পূরণ করা হয়েছে Application Preview তে সেগুলো ক্রমানুসারে দেখা যাবে। Personal Information, Educational Qualification এবং Cadre Choice ঠিকভাবে পূরণ করা হয়েছে কিনা Preview দেখে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে কোন ভুল-ত্রুটি থাকলে Edit Option এর মাধ্যমে সংশোধন করা যাবে। পরীক্ষার ফি জমাদানের পর আবেদনপত্রে আর কোন সংশোধন করা যাবে না।
এই অংশে প্রার্থীর পূরণ করা সব তথ্য দৃশ্যমান হবে এবং কোনো ভুলত্রুটি থাকলে এডিট বাটনে ক্লিক করে সংশোধনও করতে পারবেন।
অ্যাপ্লিকেন্টস ইন্টারেস্ট ফর নন-ক্যাডার মেন্যুর ৯ম গ্রেড/ ১০ম গ্রেড/ দুটিই/ কোনোটিই নয় অপশন থেকে একটি নির্বাচন করবেন। আপনি বেকার হলে, দুটি অপশন নির্বাচন করাই বুদ্ধিমানের কাজ।
এর সঙ্গে প্রার্থীর ৩০০*৩০০ পিক্সেলের একটি পাসপোর্ট সাইজের ছবি (সর্বোচ্চ ১০০ কিলোবাইট) ও ৩০০*৮০ পিক্সেলের একটি স্বাক্ষর (সর্বোচ্চ ৬০ কিলোবাইট) নির্ধারিত বক্সে আপলোড করে আবেদন চূড়ান্তভাবে জমা দিতে হবে।
বিসিএসের সব প্রক্রিয়ায় প্রার্থীকে আবেদনের স্বাক্ষর ব্যবহার করতে হবে। যে স্বাক্ষরটি দিবেন সেটি মনে রাখতে হবে। পরবর্তীতে নানা ক্ষেত্রে স্বাক্ষরের ভেরিফিকেশন হতে পারে।
Validation Code:
বিজ্ঞপ্তিতে তথ্য চূড়ান্ত হওয়ার পর Validation Code টাইপ করে নির্ধারিত মাপের ছবি এবং স্বাক্ষর আপলোড করে Submit The Application Button এর মাধ্যমে ফরম Submit করতে হবে।
Application Form চূড়ান্তভাবে Submit হওয়ার পর স্বাক্ষর ও ছবিসহ BPSC Form-1 দেখা যাবে। উক্ত BPSC Form-1 এ প্রার্থীর প্রয়োজনীয় তথ্য থাকবে।
প্রার্থীকে অবশ্যই BPSC Form-1 ফাইলটি Print করে অথবা Save করে সযত্নে সংরক্ষণ করতে হবে। কারণ উক্ত ফরমে User ID নম্বর থাকবে যার দ্বারা Teletalk Pre-paid মোবাইলের মাধ্যমে SMS করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। যে সমস্ত প্রার্থী ফি প্রদান করার পর Confirmation পাবেন তারাই শুধু Admit Card প্রিন্ট করতে পারবেন এবং পরবর্তী সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
আবেদন চূড়ান্তভাবে সাবমিট করার পর ইউজার আইডি সংবলিত একটি অ্যাপ্লিকেন্টস (আবেদনকারী) কপি দৃশ্যমান হবে। অ্যাপ্লিকেন্টস কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
ইউজার আইডি ব্যবহার করে যথাযথ নির্দেশনা অনুসরণ করে টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। (৩ দিনের মধ্যে বা যে সময় নিরধ্ধারণ করা থাকবে সে সময়ের মাঝে) ফি জমাদান সম্পন্ন হলে টেলিটক থেকে একটি পাসওয়ার্ড দেওয়া হবে। ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থীর প্রবেশপত্র ডাউনলোড ও সংরক্ষণ করতে হবে।
বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যঃ
যদি পুরো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর চোখে পড়ে কোনো তথ্য ভুল প্রদান করা হয়েছে তখন অন্য আরেকবার প্রথম থেকে আবেদন করতে হবে। সফল ও নির্ভুলভাবে পুরো আবেদন প্রক্রিয়া শেষ করলে নতুন আরেকটি User ID পাওয়া যাবে। নতুন User ID ব্যবহার করে ফী প্রদান করতে হবে।
পূর্বের পূরণকৃত আবেদনের জন্য যে User ID পাওয়া গিয়েছে সেটি ব্যবহার না করে ফী প্রদান করলে ৩ দিন বা নির্ধারিত সময়ের পর সেটি অটোমেটিক কেন্সেল হয়ে যাবে।
তবে অবশ্যই ফী প্রদানের পূর্বেই সব তথ্য ভালোভাবে যাচাই করতে হবে। ফী প্রদানের পর কোনো তথ্য পরিবর্তনের সুযোগ নেই বা অন্য আরেকবার নতুনভাবে আবেদন করার সুযোগ থাকবে না।