নিউজ ট্রেডিং

১। পেয়ার নির্বাচন করতে হবে যে পেয়ারে আপ ও ডাউন একটু বেশি হয় নিউজ এর ১ ঘন্টা আগে। সাথে সাথে নিউজ এর ফরকাস্ট দেখে নিউজ এর ফলাফল কোনদিকে যাবে ঠিক করা যেতে পারে। একটি মাত্র পেয়ারে ট্রেড নিতে হবে। 

২। লট নির্বাচন হবে-৫০০০ ডলারে ১.০০ সেন্ট। (ই.সি.এন) এভাবে ৫টি ট্রেড করা যাবে। ট্রেড বিপরীতে গেলে ৫টি রিকোভারি ট্রেড করে লস রিকোভারি করা। ৪ ঘন্টার টাইম ফ্রেম ব্যবহার করে প্রাইজ এ্যাকশন বুঝতে হবে। একটি মাত্র পেয়ার এর ট্রেড করতে হবে। 

৩। নিউজ এর ৫ মিনিট আগে ট্রেড নিতে হবে। অটো এস এল টিপি ব্যবহার করে। সাথে ট্রেডটির বিপরীতে ইএ ব্যবহার করে দিগুন লটে পেন্ডিং করতে হবে। 

৪। একটি মাত্র সঠিক ট্রেড হয়ে গেলে নতুন ট্রেড না নেওয়া। 

৫। পেন্ডিং অর্ডার করা যেতে পারে, অবশ্যয় স্টপ লস ব্যবহার করতে হবে। এ জন্য একটি ইএ ব্যবহার করা যেতে পারে। 

৬। একটি একাউন্ট খুলে অল্প ডিপোজিট করে বেশি লেভারেজ নিয়ে নিউজ ট্রেড করতে হবে তাহলে লস হলে ব্রোকারের লাভ হলে আমার। এস এল না দিয়ে শুধুমাত্র টেক প্রফিট দিয়ে। হাই নিউজ এর ক্ষেত্রে। 

৭। ৬.৩০ মিনিট এর নিউজ হিসাব মতে উপরে ছিল, পরবর্তীতে ৮.০০ নিউজ উপরে ওঠার কথা থাকলেও নীচে নামে। 

৮। ৬.৩০ মিনিট এর নিউজ হিসাব মতে নীচে নামার কথা থাকলেও উপরে ওঠে, পরবর্তীতে ৮.০০ নিউজ উপরে ওঠতে থাকে।

৯। ইউএসডি পেয়ার বাদে অন্য পেয়ারে নিউজ প্রকাশিত হওয়ার পরে ট্রেড করতে হবে। ভাল নিউজ আসলে দেখে তারপর ট্রেড নিতে হবে এবং অল্প প্রফিট নিয়ে ট্রেড শেষ করতে হবে। এখানে এসপিবি ব্যবহার করা উত্তম। 

১০। নিউজ এর ফলাফল দেখার পরে সেই দিকে কনটিনিউ ট্রেড করা। তাহলে প্রফিট হবে। এনএফপি ফল খারাপ আসায় সেটা রাত্র ১১.০০ পর্যন্ত যেতে থাকে। 

১১। নিউজ প্রকাশিত হওয়ার আগে অবশ্যয় সকল প্রকার ট্রেড ক্লোজ করতে হবে।