মানি ম্যানেজমেন্ট

আমার মতে মানি ম্যানেজমেন্ট হল এর মুল মন্ত্র। আপনি যদি ১০০ ডলার দিয়ে ট্রেড করতে যান আর .৫০ লট ব্যবহার করেন তাহলে এটা আপনার জন্য অনেক ঝুকি। তাই আপনি যদি ৫০০ ডলার দিয়েও ট্রেড করে তবুও ০.০১ লট ব্যবহার করেন দেখবেন লস হলেও কম হবে। আপনি যদি একটি ট্রেড করেন তাহলে মার্কেট আপনার বিপরীতে গেলেও সেটা আবার ফিরে আসে তাই যদি কম লটে ট্রেড করেন তাহলে বেশি সময় একটি ট্রেড ধরে রাখা যাই ফলে লস হয় না। আর যদি বড় লট ব্যবহার করেন তাহলে কম সময়ে অনেক বেশি লস হয়। তাই এটা মেনে ট্রেড করে দেখুন কমপক্ষে ১ মাস এরপর ফলাফল আপনার চোখের সামনে।

ঘন ঘন ট্রেড না করা

আমরা একটি জিনিস বার বার ভুল করি আর সেটা হল ঘন ঘন ট্রেড করা। মার্কেট সম্পর্কে না জানা সত্বেও একাউন্টে যতক্ষন ফ্রি মার্জিন থাকবে ততক্ষন ট্রেড করতেই থাকি। আর যখন মার্জিন মাইনাসে যায় তখন একটি ভাল ট্রেড করতে চাইলেও করতে পারি না। তাই সব সময় কিছু মার্জিন ফ্রি রেখে ট্রেড করতে হবে। তাহলে যখন একটি লাভবান ট্রেড পাবেন তখন ট্রেড টি ধরতে পারবেন। তাই ঘন ঘন ট্রেড করা থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং যখনই একটি ভাল লাভবান ট্রেড পাবেন কেবলমাত্র তখনই ট্রেড ওপেন করবেন। তাহলে প্রতি ট্রেডে লাভ করা যাবে বলে আমি মনে করি।

টার্গেট ছাড়া ট্রেড

আমরা অনেকে ট্রেড করে থাকি মাসে ৫০০ কি ৭০০ ডলার আয় করতেই হবে সেটা যে কোন উপায়ে হোক না কেন। এ জন্য বার বার ট্রেড করতে থাকি তাই সেটা ভুল হোক বা সঠিক কারন লক্ষ্য একটি টার্গেট পূরন। কিন্তু কোন কোন মাসে হয়ত টার্গেট পূরন হলেও দেখা যাই প্রায় মাসে টার্গেট পূরনের জন্য বড় লটে এবং বেশি রিস্ক নিয়ে ট্রেড করার কারনে অনেক লসের সম্মুখিন হতে হয়। তাই আমার মতে টার্গেট পূরন নয় বরং নিজের এ্যানালিসিস অনুযায়ী মাসে যতটুকু আয় হবে সেটা নিয়েই সন্তুষ্ট থাকাটা ভাল। কারন একবার লস হলে সেটাকে কাটিয়ে তুলে তারপর প্রফিট অর্জন করাটা অনেক কষ্টের ব্যাপার হয়ে যাই। তাই অল্প লাভে সন্তুষ্ট থাকাটা শ্রেয়।

একটি ট্রেড শুরু করার আগে করোনীয়

একটি ট্রেড শুরু করার আগে কিছু এ্যানালিসিস করা অত্যান্ত জরুরী কারন এ্যানালিসিস ছাড়া ট্রেড করলে লসের ভাগ অনেক বেশি হয়ে থাকে সে ক্ষেত্রে আমি MACD, Stochastic Oscillator এবং Moving Average ব্যাবহার করে যখন মনে করি একটি ট্রেড করা যাবে ঠিক তখন ই ট্রেড শুরু করি। এটি অনুসরন করে আমি ভালই ট্রেড করতে পারছি। আপনারা ট্রেড শুরু করার আগে এই ইন্ডিকেটর সম্পর্কে ইউটিউব এ টিউটোরিয়াল গুলো দেখে ভাল করে শিখে একটি ডেমো একাউন্ট এ প্রয়োগ করে দেখতে পারেন। আমার মনে হয় ভাল ফল পাবেন।

অযৌক্তিক লাভের আশা করা

ফরেক্স মার্কেটে লসের অন্যতম কারন হল অযৌক্তিক লাভের আশা করা। ধরুন একটি ট্রেডে আপনি ২০ ডলার লাভের আশা করে বসে আছেন। কিন্তু মার্কেট ১০ ডলার পর্যন্ত প্রফিট এ এসে পুনরায় বিপরীতে চলতে শুরু করল ফলে আপনার লাভের ২০ ডলার নেওয়ার আগে মার্কেট আপনাকে উল্টা লসের দিকে নিয়ে গেল। তাই অযৌক্তিক লাভের আশা না করে মার্কেটের নিয়ম অনুযায়ী কিছুটা কম প্রফিট নিয়ে ট্রেড বন্ধ করে দিয়ে আবার নতুন ট্রেড শুরু করার জন্য প্রন্তুতি নেওয়া উচিত। তাহলে কখনও আপনি বড় আকারের লসের সম্মুখিন হবেন না।

নতুন ট্রেডার এবং অভিজ্ঞ ট্রেডার

নতুন ট্রেডার এবং অভিজ্ঞ ট্রেডার এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে যেমন নতুন ট্রেডার কম্পিউটারে বসলেই একটি ট্রেড করার জন্য ব্যস্ত হয়ে পড়ে এজন্য একটি পেয়ারে না হলে আরো কয়েকটি পেয়ার খুঁজতে থাকে কোন প্রিয়ারে ট্রেড করা যায় কিন্তু একজন অভিজ্ঞ ট্রেডার সারাদিন অপেক্ষা করতে থাকে একটি ট্রেড শুরু করার জন্য দীর্ঘ অপেক্ষার পর যখন একটি ট্রেড শুরু করার মত সময় চলে আসে শুধুমাত্র তখনই একটি ট্রেড শুরু করে এজন্য অভিজ্ঞ ট্রেডাররা লস এর সম্মুখীন কম হয় কিন্তু আমরা যারা নতুন ট্রেডার তারা নিজের খেয়াল-খুশিমতো ট্রেড করার কারণে বার বারি লস করতে থাকি এজন্য যারা নতুন ট্রেডার আছেন তাদেরকে বলব একটি ট্রেড শুরু করার আগে কিছু নিয়ম কানুন মেনে ট্রেড শুরু করতে. তাহলে অবশ্যই প্রতি ট্রেড এ লাভ করতে পারবেন.

এনালিসিস করে ট্রেড করুন.

আমি অনেক ট্রেড ওপেন করছি এনালিসিস ছাড়া তাই অনেক লস ও হয়েছে আমার তাই অনেক খোজ খবর নিয়ে জানতে পারলাম এনালিসিস করে ট্রেড করলে লস হয়না. তাই আমি ইন্সটা ফরেক্স এ একটি সাইড এ এনালিসিস পোস্ট ফলো করে ট্রেড করছি আপনারা ও এটি ফলো করতে পারেন লিংক টি হলো-https://www.instaforex.com/forex_analysis

স্টপলস এর ব্যবহার

আপনার একাউন্টে যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে তাহলে আপনি প্রতিটি ট্রেড করে লাভ করতে পারবেন তবে সেই ট্রেডটি হতে হবে স্টপ লস ছাড়া ট্রেড। এ ট্রেড করার জন্য আপনাকে একটি রেঞ্জিং ট্রেন্ড খুজে বের করতে এর মানে হল প্রাইজ একটি নির্দিষ্ট প্রাইজ এ ওঠানামা করছে। এমন একটি ট্রেন্ড খুজে বের করার পর আপনি একটি ট্রেড নিবেন কোন স্টপলস ব্যবহার করবেন না। মার্কেট যদিও আপনার বিপরীতে চলে যাই সেটি আবার ফিরে আসবে আর যদি ট্রেডটি আপনার প্রতিকুলে আসে তাহলে তো প্রফিট করতে পারলেন। তবে যদি ট্রেডটি রেঞ্জ ভেঙ্গে উপরে বা নিচে যেতে থাকে তাহলে আর কোন ট্রেড না করে সকল ট্রেড ক্লোজ করে দিতে হবে। এভাবে ১০ টি ট্রেড করতে পারলে আপনি ৮টি ট্রেড এ লাভ করতে পারবেন।

ট্রেড করুন নিজের যোগ্যতায়

ফরেক্স ট্রেড এ অনেকে আছেন বিভিন্ন সিগনাল এর পিছনে ছুটতে থাকেন, বিভিন্ড ইন্ডিকেটর টাকার বিনিময়ে কিনে ট্রেড করতে থাকেন তবুও ভাল ইনকাম করতে পারছেন না কারন একটি ফরেক্স এ ভবিষ্যৎ মার্কেট কোনদিকে যাবে এটি ১০০% কেউ ই দিতে পারে না। তাই যদি হত তাহলে যারা এ সকল ইন্ডিকেটর বা সিগনাল বিক্রি করছে তারা তো প্রতিদিন ট্রেড করে কোটি কোটি টাকা আয় করতে পারবে তাহলে এত সিগনাল বিক্রির দরকার কিসের। তাই যারা নবীন বা পুরাতন ট্রেডারভাই আছেন নিজেকে ট্রেডিং এ পাকাপোক্ত করে ট্রেড করুন এ সব সিগনাল এর পিছনে সময় দিবেন না।