মানি ম্যানেজমেন্ট
আমার মতে মানি ম্যানেজমেন্ট হল এর মুল মন্ত্র। আপনি যদি ১০০ ডলার দিয়ে ট্রেড করতে যান আর .৫০ লট ব্যবহার করেন তাহলে এটা আপনার জন্য অনেক ঝুকি। তাই আপনি যদি ৫০০ ডলার দিয়েও ট্রেড করে তবুও ০.০১ লট ব্যবহার করেন দেখবেন লস হলেও কম হবে। আপনি যদি একটি ট্রেড করেন তাহলে মার্কেট আপনার বিপরীতে গেলেও সেটা আবার ফিরে আসে তাই যদি কম লটে ট্রেড করেন তাহলে বেশি সময় একটি ট্রেড ধরে রাখা যাই ফলে লস হয় না। আর যদি বড় লট ব্যবহার করেন তাহলে কম সময়ে অনেক বেশি লস হয়। তাই এটা মেনে ট্রেড করে দেখুন কমপক্ষে ১ মাস এরপর ফলাফল আপনার চোখের সামনে।
ঘন ঘন ট্রেড না করা
আমরা একটি জিনিস বার বার ভুল করি আর সেটা হল ঘন ঘন ট্রেড করা। মার্কেট সম্পর্কে না জানা সত্বেও একাউন্টে যতক্ষন ফ্রি মার্জিন থাকবে ততক্ষন ট্রেড করতেই থাকি। আর যখন মার্জিন মাইনাসে যায় তখন একটি ভাল ট্রেড করতে চাইলেও করতে পারি না। তাই সব সময় কিছু মার্জিন ফ্রি রেখে ট্রেড করতে হবে। তাহলে যখন একটি লাভবান ট্রেড পাবেন তখন ট্রেড টি ধরতে পারবেন। তাই ঘন ঘন ট্রেড করা থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং যখনই একটি ভাল লাভবান ট্রেড পাবেন কেবলমাত্র তখনই ট্রেড ওপেন করবেন। তাহলে প্রতি ট্রেডে লাভ করা যাবে বলে আমি মনে করি।