প্রিয় ট্রেডার ভাই, আপনি যখন কোন ট্রেড শুরু করেন তখন একটি লট ব্যবহার করে থাকেন উদাহরন স্বরুপ-০.০১ লট। তখন এই লট থেকে একটি কমিশন আমাদের ব্রোকার গ্রহন করে থাকে আর একটি কমিশন আপনার আই.বি গ্রহন করে থাকে। আর আমরা অনেকে জানি না আমাদের আই.বি কে। সুতরাং আমাদের আই.বি গন আমাদের কোন কমিশন ফেরত দেয় না। যেটা কিনা আমাদেরই প্রাপ্য ছিল। আজ আমি আপনাদের কমিশন এর ৫০% আপনাদেরকে ফেরত দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আপনারা অনেকে আবার আপনার আইবির সাথে যোগাযোগ করেও কমিশন গ্রহন করে থাকেন কিন্তু তাদের শর্তগুলি খুবই কঠিন। তারা আপনাকে ১০ ডলারের নীচে পেমেন্ট দিবে না। আরও অনেক জটিল ঝামেলা আমাদের পোহাতে হয়। আর আমি আপনাদের কমিশন এর পরিমান যাই হোক না কেন মাস শেষে আপনি সেটা নিতে পারবেন। এমনকি আপনি এটা আপনার স্ক্রিল, নেটেলার অথবা বিকাশে পেমেন্ট নিতে পারবেন। আপনার কমিশন যদি মাস শেষে ১০ টাকা ও হয় তাহলে ও আপনি সেটা মোবাইল রিচার্জ হিসাবে নিতে পারবেন। সুতরাং আমাদের কষ্টের টাকা কেন আমরা বাইরের দেশের আইবিদের দিয়ে দিব।
কমিশন প্রোগ্রামে অংশগ্রহনের নিয়ম
আপনাকে উক্ত কমিশন পাওয়ার জন্য অবশ্যয় আমাদের প্রদত্ত লিংক থেকে একটি ট্রেডিং একাউন্ট খুলতে হবে এবং সেখানে ট্রেড করতে হবে। তাহলে আপনি মাস শেষে আপনার কমিশন তুলতে পারবেন। এক্ষেত্রে আমাদের সাইটে আপনাকে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করার পর আমরা আপনাকে মেইল করে একটি ট্রেডিং একাউন্ট খোলার লিংক প্রদান করব। আমাদের প্রদত্ত লিংক থেকে আপনি একটি ট্রেডিং একাউন্ট খুলে ট্রেড করতে থাকুন এবং মাস শেষে কমিশন উত্তোলনের নিয়ম অনুযায়ী আমাদেরকে মেইল করে আপনার কমিশনটি বুঝে নিন।