যারা beginners তাদের এই মতামতটা চেঞ্জ হবে হয়তো বা অল্প হলেও হেল্পফুল হবে আজকাল বিষয়টা

1. Discipline

2. Entry Discipline

3. pair select entry and Discipline

4. lots Discipline

5. sessions Discipline

6. News Discipline

****এই সবগুলা ডিসিপ্লিন এক একটা বিশ্লেষণ করা যাক*****

1. Discipline :-

মার্কেটে ডিসিপ্লিনভাবে কাজ করতে হলে আপনার মনস্থির এডজাস্টমেন্ট করে নিতে হবে যেমন উদাহরণস্বরূপ,

ধরেন আপনি কোথাও ঘুরতে গেছেন তো আপনি সে জায়গাটা ভালোভাবে চিনেন না তো আপনি যদি আগে থেকে সবকিছু মেন্টেন করে সারা রাতভর চিন্তা করে যে আপনি কোথায় কোথায় যাবেন সেটা ভেবে রাখেন।  তাহলে আপনার সময়টা কিন্তু বেঁচে যাবে। আপনাকে চিন্তায় পড়তে হবে না যে, আমি এখন কোথায় যাবো  বা নেক্সট কোথায় যাবো।

আপনার ডিসিপ্লিনটাও কিন্তু এরকম এটা বলছি না আপনি হঠাৎ করে কোথাও ঘুরতে গেলেন সে জায়গাটা আপনি চিনলেন না কাউকে জিজ্ঞেস করে তারপর চিনবেন কিন্তু এখানে কিছু বিষয় আছে কিছু কিছু সুন্দর জায়গা অবশিষ্ট থেকেই যাবে। যদি আপনি আগে থেকে প্লেন না করেন।  তো এখানে আপনি যদি ডিসিপ্লিন ভাবে আগে থেকে সব মেইনটেইন করেন তাহলে কিন্তু আপনি পুরো এলাকা সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন অল্প সময়ের মধ্যে।

ঠিক মার্কেটে ট্রেনিং বিষয়টা এরকমই অচেনা একটা চারটে যদি আপনি আগে থেকে সব  চিন্তা করে রাখেন তাহলে পুরাটা সুন্দরভাবে মেনটেন করতে পারবেন মেন্টেন টা করতে হলে নিচের ধাপ গুলো আপনাকে জানতে হবে।   ↓

2. Entry Discipline

প্রথমে আপনাকে মার্কেটে সুন্দরভাবে এনালাইসিস পারতে হবে এটার কারণ হচ্ছে আপনি যখন মার্কেটে এন্ট্রি নিবেন আপনার মার্কেটে দশটা এন্ট্রি নিলে সেখানে আটটা এন্ট্রি success হতে হবে। তখন আপনি এন্ট্রি নিয়ে  success পাবেন। এখন এন্ট্রির মধ্যে ডিসিপ্লিন বলতে আমরা কি বুঝি

এন্ট্রি ডিসিপ্লিনটা বলতে আপনাকে ধৈর্যধারণ করতে হবে এবং আপনার এন্ট্রি গুলা কখন আসতেছে সেটার জন্য ওয়েট করতে হবে এন্ড অবশ্যই আপনাকে টার্গেট প্রফিট এন্ড স্টপ লস ইউজ করতে হবে।

আপনি রেগুলার এন্ট্রি থেকে দূরে থাকুন যেগুলা স্টপ লস কমে টার্গেট প্রফিট বেশি দেয় ওই এন্টিগুলার প্রতি মনোযোগ দেন।  আপনার Weekly চারটা থেকে পাঁচটা এন্ট্রি আসলো এটার জন্য আপনি ওয়েট করেন এবং ডিসিপ্লিন মেন্টেন করেন তাহলে  আপনি এন্ট্রি নিয়ে success পাবেন।

3. pair select entry and Discipline :-

pair সিলেক্ট করতে হলে আপনাকে দেখতে হবে কোন pair আপনার এনালাইসিস ভালোভাবে কাজ করছে। তাহলে সেটা আপনার আওতাভুক্ত করেন।  এখন pair সিলেক্টের বিষয়টা কিভাবে ডিসিপ্লিন করবেন।

তো প্রথমে এন্ট্রি নিতে হলে মূল ডিসিপ্লিনভাবে নিতে হবে ধরেন আপনি পাঁচটা প্লেয়ার সিলেক্ট করলেন সিলেক্ট করার পরে entry  নিলেন তো আপনি কোন প্লেয়ারে কয়টা এন্ট্রি নিবেন সেটা আপনি একটা Dairy মধ্যে সেখানে আপনি লিখে রাখুন। কোন pair এ কয়টা এন্ট্রি নিছেন, এবং কয়টার মধ্যে আপনি success পাইছেন। আবারো বলি আপনাকে কিন্তু দশটা এন্ট্রির মধ্যে আটটায় success হতে হবে এবং সাতটা হলেও চলবে।

Dairy মধ্যে লেখার কারণ হচ্ছে আপনি যেই pair এ লস করবেন সেই প্লেয়ার থেকে রিকভার করার ট্রাই করেন কারণ রেশিও গুলা ওই ফেয়ারের লসগুলোর সাথে মিলিয়ে নিবেন

4 .lots Discipline :-

ডিসিপ্লিন বলতে ধরেন আপনার অ্যাকাউন্টে দশ হাজার ডলার আছে তো সেখানে আপনি lots নেওয়ার ট্রাই করবেন 0.50  তো কারণ 10000 ব্যালেন্সের 0.50 টায় আপনার success রেট টা অনেক বেশি থাকবে এবং লসটা কম হবে। এত ব্যালেন্স থাকার পরেও কেন ০.৫০ lots নিবেন কারণ আপনার যখন লসটা একটু বেশি হবে তখন আপনার মাথা উল্টাপাল্টা কাজ করবে তো তাই lots কম নিবেন এটাই বড় কথা এখন এটার কারণ আপনি যদি চিন্তা করেন মার্কেটে আছেন এবং মার্কেটে প্রথম এন্ট্রি নিয়ে দশ হাজারকে বিশ হাজার বানিয়ে ফেলবেন তাহলে সেটা ভুল করবেন।

এখানে lots সাইজ same রাখার ট্রাই করেন একেক সময় একেক লোড নিবেন না।

আসলে ভেবে দেখুন আপনি মার্কেটে ইনকাম করতে আসছেন মার্কেটে জুয়া খেলতে নই। তো lots কম নিন ব্যালেন্স অনুযায়ী ধরেন আপনার  pips এর হিসাবটা যদি বুঝেন তাহলে আপনার জন্য ভালো।

তো আমি গোল্ড এর কথা বলছি ধরেন আপনি এন্ট্রি নিলেন সেখানে আপনার 50 pips এন্ট্রি তে success  পেলেন সেখানে 0.50 এ আপনার 250+ usd আসবে তো আপনি এখান থেকে আর কি চান তো এইগুলা মেনটেন করে চলতে হবে

এখানে সর্বোচ্চ জিরো পয়েন্ট 0.50 lots ধরা হয়েছে আপনি চাইলে আরো কম লট নিতে পারেন আপনার ভালোর জন্য।

5. sessions Discipline :-

এশিয়া সেশন লন্ডন সেশন নিউওয়ার্ক সেশন এই সেশন গুলার কাজ কি সেটা আপনাকে জানতে হবে এবং এই সেশনগুলা দিয়ে আপনি  এন্ট্রি গুলা মেন্টেন করার ট্রাই করবেন তাহলে আরো  success  রেট টা বেশি পাবে এবং আপনার এর জন্য ভালো হবে সেটা নির্ধারিতভাবে সিলেক্ট করা

6. News Discipline :-

হিউজ ডিসিপ্লিন বলতে এখানে সব নিউজের কথা বলা হয়নি। হাই ইম্প্যাক্ট নিউজ আপনাকে নিউজগুলোকে এভোয়েড করতে হবে।  যেগুলা হাই ইনপেক্ট নিউজ সেগুলো থেকে দূরে থাকুন এবং  আপনার সতর্ক অবস্থায় থাকতে হবে।

আপনাকে হাই ইম্প্যাক্ট নিউজগুলো কখন হয় সেটা জানতে হবে এবং নিউজ দেখতে হবে।

তো এই মেন্টেন গুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার সাইকোলজি অনেক শক্ত হয়ে যাবে। এই ডিসিপ্লিন গুলা মেন্টেন আপনি ১০০% success পাবেন।