Teacher's Meeting
বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক) যুগোপযোগী মানসম্পন্ন একটি উন্নতমানের বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। দক্ষ ও অভিজ্ঞ সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় । সর্বাধিক সংখ্যক উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ ফুলটাইম শিক্ষক দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।অভিজ্ঞ ও উচ্চ শিক্ষাবিদগণ রাজধানী পলিটেকনিক এন্ড টেক্সটাইল কলেজ-এর উপদেষ্টামন্ডলী, পরিচালক ও কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন। আধুনিক শিক্ষা উপকরণের মাধ্যমে ক্লাস পরিচালিত হয়। পর্ব সমাপনী পরীক্ষায় ভাল ফলাফলের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হয় । প্রতি সেমিষ্টারের ফি তুলনামূলকভাবে কম নেওয়া হয় এবং কিস্তিতে পরিশোধ করার সুযোগ আছে । কম্পিউটার, ইলেকট্রিক্যাল, সিভিল, টেক্সটাইল ও গার্মেন্টস টেকনোলজির জন্য আধুনিক যন্ত্রপাতি দ্বারা সুসজ্জিত ল্যাব ও ওয়ার্কসপ সমূহ বিদ্যমান । ইন্টারনেট সুবিধাসহ আধুনিক আইটি ল্যব । সর্বাধিক গুরুত্বসহ গ্রুপ করে সকল প্র্যাকটিক্যাল ক্লাস গ্রহণ করা হয় । রাজনীতি ও ধুমপানমুক্ত ক্যাম্পাস । অভিভাবকদের সাথে অব্যাহত যোগাযোগ রক্ষার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তাদের সংযুক্ত রাখা এবং পোষ্যদের শিক্ষার অগ্রগতি জানানো । শিক্ষার মাধ্যমে আত্ন বিশ্বাস ও মানবিক গুণাবলির বিকাশ এবং দেশপ্রেমবোধ জাগ্রত করা । ছাত্র-ছাত্রীদের নিয়মিত কাউন্সিলিং এবং গাইড-এর ব্যবস্থা রয়েছে । দেশ-বিদেশের খ্যাতিসম্পন্ন লেখকদের প্রণীত রেফারেন্স ও টেক্সট বই সমৃদ্ধ লাইব্রেরী আছে । ভাল জিপিএ, মুক্তিযোদ্ধার সন্তান/পোষ্য, মেয়েদের ও আদিবাসীদের জন্য বেতনের উপর বিশেষ ছাড় আছে । নিয়মিত ক্লাস মনিটরিং করা হয় । বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট, এছাড়া সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা মুখরিত। ভবনের প্রতিটি ফ্লোরে সুপরিসর ও সুসজ্জিত ক্লাসরুম, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ কম্পিউটার ল্যাব, বিজ্ঞান ল্যাব, ফিটিং ওয়র্কসপ, ইলেকট্রিক্যাল ল্যাব, ইলেকট্রনিক্স ল্যাব, সিভিল সপ, টেক্সটাইল ও গার্মেন্টস ল্যাব, লাইব্রেরি কাম রিডিং রুম নিয়ে বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক) শিক্ষা পরিবেশ ।