বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) কর্তৃক অনুমোদিত বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক) একটি মানসম্পন্ন প্রাইভেট পলিটেকনিক (Private Polytechnic)। প্রযুক্তির দ্রুত বিস্তারের সাথে মানসম্মত শিক্ষার সমন্বয় না ঘটলে দক্ষ মানবসম্পদ গড়ে উঠে না। আর দক্ষ ও অভিজ্ঞ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষার (Technical Education) গুরুত্ব অনেক। সময়ের বিবর্তন আর প্রযুক্তির উন্নয়নে বিশ্বব্যাপী কারিগরি শিক্ষার (Technical Education) চাহিদা বাড়ছে। বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক) সেই চাহিদা পূরণে সচেষ্ট। আন্তরিক চেষ্টা ও দৃঢ় মনোবল নিয়ে ২০০৩ সাল হতে মাত্র টেক্সটাইল টেকনোলজি নিয়ে যাত্রা শুরু করে যা কিনা বাংলাদেশের সর্ব প্রথম বেসরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ । এটি পলিটেকনিক হিসেবে ৪ বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স ও ৬মাস মেয়াদি ও ১ বছর মেয়াদি সর্ট কোর্স পরিচালনা করে আসছে । প্রতিষ্ঠার প্রথম বছরেই অনুমোদিত আসন সংখ্যার সবকটি আসনেই শিক্ষার্থী ভর্তি করতে সক্ষম হয়। শুরুর চ্যালেঞ্জ মোকাবেলা করে ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষে থেকে আরও নতুন নতুন টেকনোলজি সিভিল, ইলেকট্রিক্যাল ও কম্পিউটার চালু করার মাধ্যমে অনেক বেশি আসনে শিক্ষার্থী ভর্তির অনুমোদন পায় প্রাইভেট এই পলিটেকনিক (Technical Education)। বর্তমানে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এসে ০৭ টি টেকনোলজিতে ৩৫০টি আসনে শিক্ষার্থী ভর্তির কার্য্ক্রম পরিচালিত হচ্ছে। আমাদের লক্ষ্য দেশের বেকারত্ব দুরীকরনে ও আর্থ সামাজিক মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখা, দক্ষ জনবল তৈরি করা ও ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা বদ্ধ পরিকর।