Wet Processing
Wet Processing
ওয়েট (Wet) শব্দের অর্থ ভিজা, আর প্রসেস (Process) শব্দের অর্থ হল পদ্ধতি বা প্রক্রিয়া।
অর্থাৎ, ওয়েট প্রসেস অর্থ হল ভিজা প্রক্রিয়া, মানে টেক্সটাইল দ্রব্য, (আশ, সুতা, কাপড়, ইত্যাদি) কে পানির সহযোগে বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে আশ, সুতা, কাপড় ইত্যাদিকে ব্যবহার উপযোগী করাই ওয়েট প্রসেসিং।
ওয়েট প্রসেসিং প্রক্রিয়ার ভাগসমূহ (Types of wet processing)
ওয়েট প্রসেসিং প্রক্রিয়া সমূহকে সংক্ষিপ্ত আকারে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে।
প্রিট্রিটমেন্ট (Pretreatment)
ডাইং ও প্রিন্টিং (Dyeing And Printing)
ফিনিশিং (Finishing)
গ্রে কাপড়কে ফিনিশড কাপড়ের পরিণত করাই ওয়েট প্রসেসিং এর মূল উদ্দেশ্য। আর এজন্যই কাপড়ের সৌন্দর্য বিকাশিত হয় কাপড় ব্যবহারের উপযোগী হয়। ওয়েট প্রসেসিং প্রক্রিয়া দ্বারা মানুষের চাহিদা বাজারের চাহিদা অনুযায়ী কাপড়েকে মানসম্পন্ন ও আকর্ষণীয় করে তোলা হয়। টেক্সটাইল ওয়েট প্রসেসিং এর গুরুত্ব অপরিসীম।