Apparel Manufacturing
Apparel Manufacturing
একটি সম্পূর্ণ পোশাক তৈরি হওয়ার জন্য তাকে অনেক প্রক্রিয়া সম্মুখীন হতে হয়। বায়ার থেকে অর্ডার পাওয়ার পর তা খুব সহজেই সম্পন্ন করার জন্য একটি ফ্লোচার্টের প্রয়োজন হয়। তাছাড়াও একটি গার্মেন্টস ফ্লোচার্ট থেকে খুব সহজে ধারণা নেওয়া যায় যে কাপড় থেকে কিভাবে পোশাকে রূপান্তরিত হয়।
ডিজাইন/স্কেচ (Design/Sketch)
প্যাটার্ন মেকিং (pattern Making)
স্যাম্পল মেকিং (sample making)
প্রোডাকশন প্যাটার্ন মেকিং (production pattern making)
গ্রিডিংস (Grading)
মার্কার মেকিং (Marker making)
ফেব্রিক স্প্রেডিং (Fabric speeding)
ফেব্রিক কাটিং (Fabric Cutting)
কাটিং পার্টস সর্টিং অর বান্ডেলিং (Cutting parts sorting or Bundiling)
সুইং (Swing)
গার্মেন্টস ইনস্পেকশন (garments inspection)
গার্মেন্টস আয়রনিং এন্ড ফিনিশিং (garments ironing and finishing)
ফাইনাল ইনস্পেকশন (final inspection)
গার্মেন্টস প্যাকিং (garments packing)
বক্সিং (boxing)
শিপমেন্ট (shipment)
গার্মেন্টস ইনস্পেকশন এর ফ্লোচার্ট এর প্রতিটি ধাপ নিয়ে নিচে আলোচনা করা হলো
ডিজাইন অর্থ হলো নকশা।
কাপড়ে কি রকম ডিজাইন হবে তা সম্পূর্ণ বায়ারের উপরে ডিপেন্ড করে। বায়ার যে রকম ডিজাইন মার্চেন্ডাইজার কী দিবে ঠিক হুবহু ডিজাইন থেকে তৈরি হবে পোশাক।
এই প্রক্রিয়াটি কম্পিউটার/ম্যানুয়ালি দুইভাবে সম্পন্ন করা যায়।
প্রযুক্তিগত শীট এবং শিল্পকর্ম অনুসরণ করে একটি পোশাকের প্রতিটি অংশ অবিকল সমতল শক্ত কাগজ দ্বরা কেটে তৈরি করাকে প্যাটার্ন মেকিং বলে।
পোশাক শিল্পে ব্যবহৃত প্যাটার্ন কে দুইটি ধাপে তৈরি করা হয়।
ব্ল্যাক প্যাটার্ন
গার্মেন্টস প্যাটার্ন
স্যাম্পল মেকিং (Sample Making)
একটি পোশাক তৈরি করার পূর্বে তার একটি নমুনা পোশাক তৈরি করা হয় তাই হল স্যাম্পল।
গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে স্যাম্পল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। বাজার অর্ডার কনফার্ম করার পূর্বে ক্রেতার রিক্রুটমেন্ট অনুযায়ী সিম্পল তৈরি করে দিতে হয়, নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করে।(এই প্রক্রিয়াটি ম্যানুয়ালি ভাবে সম্পন্ন করা হয়)
পোশাকশিল্পে স্যাম্পল অনেক ধরনের হয়ে থাকে:
প্রোটো স্যাম্পল
কাউন্টার স্যাম্পল
সেলসম্যান স্যাম্পল
ফ্যাশন সো স্যাম্পল
প্রোডাকশন স্যাম্পল
শিপমেন্ট স্যাম্পল
স্যাম্পল মেকিং এরপরে স্যাম্পল বায়ারের কাছে কনফার্ম হওয়ার পরে প্রোডাকশন প্যাটার্ন মেকিং এর কাজ শুরু করা হয়।
প্রোডাকশন প্যাটার্ন মেকিং এর কাজ, কম্পিউটার এবং ম্যানুয়ালি দুইভাবে করা যায়।
বায়ারের কাছ থেকে একটি অর্ডার যখন কনফার্ম করা হয়, তখন বায়ারই গ্রেডিং সম্পর্কে পরামর্শ দেয়।
তাই বায়ারের পরামর্শ অনুযায়ী গ্রেড করা উচিত। এই গ্রেডিং পদ্ধতিটি কম্পিউটার এবং ম্যানুয়ালি দুই ভাবেই করা হয়।
মার্কার মেকিং হল একটি পাতলা কাগজে পোশাকের নির্দিষ্ট স্টাইল , সাইজ, বিভিন্ন অংশকে চিহ্নিত করে অংকন করা।মার্কার মেকিং করার কারণ ফেব্রিকে নির্দিষ্ট পরিমাণে কাটার জন্য মাইকিং করা হয়। মূলত এসব সাইজ স্টাইলের মেজারমেন্ট বায়ার থেকে আসে।
মার্কার মেকিং ম্যানুয়ালি অথবা কম্পিউটারাইজড দুইভাবে করা যায়।
ফেব্রিক স্প্রেডিং হলো একটি প্রসেস যার মাধ্যমে ফেব্রিকের স্তর করা হয়।
যখন কাটিং মেশিনে ফেব্রিক কাটা হয় তখন শুধু একটি কাপড় কাটা হয় না পুরো কাপড়ের স্তরকে কাটা হয়।
ফেব্রিক স্প্রেডিং প্রসেস ম্যানুয়ালি অথবা কম্পিউটারাইজড দুইভাবে করা যায়।
ফেব্রিক কে স্পেডিং করার পরে ফেব্রিকের স্তরের উপরে মার্ক যুক্ত পেপার বসিয়ে, পেপারে দেওয়া নির্দিষ্ট সাইজ অনুযায়ী ফেব্রিক কাটিং করতে হবে।
ফেব্রিক কাটিং প্রক্রিয়াটি ম্যানুয়ালি হয়।
কাটিং প্রসেস সম্পন্ন হবার পরে কাটা অংশগুলো বাছাই করে নাম্বারিং করতে হবে যাতে করে পরবর্তী প্রক্রিয়াতে কোন সমস্যা না হয়।
এই প্রক্রিয়াটি ম্যানুয়ালি করা হয়।
সুইং মানে হচ্ছে সেলাই। কাটিং করার পর ফেব্রিকের সবগুলো অংশ খুব ভালোভাবে জোড়া লাগিয়ে কাপড় তৈরি করা হচ্ছে সুইং এর কাজ।
এই সুইং প্রক্রিয়াটি সম্পন্ন ম্যানুয়ালি করা হয়।
গার্মেন্টস ইনস্পেকশন মানে গার্মেন্টস পরিদর্শন।
সুইং বা সেলাই করার পর যদি কাপড়ে কোন ফল্ট থাকে তাহলে ওই কাপড় কে রিজেক্ট করা হয়।
এটাই গার্মেন্টস ইনস্পেকশন এর কাজ।
এই প্রক্রিয়াটি সম্পন্ন ম্যানুয়ালি করা হয়।
প্রথমে কাপড় কে বাষ্পের মাধ্যমে কাপড়ের সমস্ত ডাস্ট পরিষ্কার করে। তারপর কাপড় কে আয়রন করা হয়।
ফিনাল ইনস্পেকশন মনে হচ্ছে চূড়ান্ত পরিদর্শন।
ফিনাল ইনস্পেকশন কাজ হচ্ছে সম্পূর্ণ পোশাক বায়ার এর নিকট পরিদর্শন করানো।
এ পদ্ধতিটি ম্যানুয়ালি করা হয়।
গার্মেন্টস প্যাকিং এর কাজ হলো পোশাক প্যাকিং করা। এক্ষেত্রে বায়ারের নির্দেশিত পলিব্যাগ ব্যবহার করে প্যাকিং কাজ সম্পন্ন করা হয়।
বক্সিং করার মূল উদ্দেশ্য হচ্ছে পোশাকে ক্ষয়ক্ষতি থেকে বাঁচানো।
সমস্ত পোশাক বায়ারের নির্দেশ অনুযায়ী বক্সিং করতে হবে।
শিপমেন্ট মানে চালান। বায়ারের সমস্ত প্রক্রিয়াগুলো শেষ করে পোশাক শিপমেন্ট করা হয়।