এ কে আজাদ

(কবি, গীতিকার ও প্রাবন্ধিক)

বাংলাদেশ


এ কে আজাদ একজন প্রাজ্ঞ কবি, মোহন গীতিকার এবং সচেতন প্রাবন্ধিক। জন্ম - ১৯৭৮ সালে। পড়াশুনা করেছেন ইংরেজি ভাষা ও সাহিত্যে; বি.এ. (অনার্স) এম.এ.।

ইংরেজি প্রভাষকের পদে চাকরি দিয়ে কর্মজীবন শুরু করলেও ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক “দি বাংলাদেশ টুডে” পত্রিকায় সাংবাদিকতা করেন তিনি। সময়ের প্রয়োজনে পেশা পরিবর্তন করে যোগদান করেন দেশের শীর্ষস্থানীয় একটি তফশীলী ব্যাংকে।


লেখালেখির নেশায় জড়িয়ে পড়েন স্কুল জীবনেই। নব্বই দশকের শেষ ভাগে বগুড়ার স্থানীয় পত্র পত্রিকায় আত্মপ্রকাশ ঘটে তার। তারপর থেকে জাতীয় ও স্থানীয় পত্রপত্রিকায় এবং বিভিন্ন ম্যাগাজিনে নিয়মিত লিখে চলেছেন। বর্তমানে নতুন প্রজন্মের একজন আত্মসচেতন সৃষ্টিশীল কবি, গীতিকার ও প্রাবন্ধিক হিসেবে সুপরিচিতি লাভ করেছেন তিনি।


দেশের বৃহৎ জনগোষ্ঠির বিশ্বাসের ধারক ও বাহক এই কবি ছড়া, কবিতা, গান, গল্প ও প্রবন্ধ সাহিত্যে রেখে চলেছেন তার সুদক্ষ হাতের আঁচড়। এছাড়া তার কয়েকটি নাটক এবং উপন্যাসও রয়েছে প্রকাশের অপেক্ষায়। শিশু সাহিত্যে তার সাবলীলতা সুবিদিত। প্রেম বিরহের পাশাপাশি সমাজ-বাস্তবতা তার কবিতাকে করেছে ঋজুপাঠ্য। উপমা-উৎপ্রেক্ষার সংমিশ্রণে ব্যঞ্জনামুগ্ধ ছন্দের ছান্দসিকতা এবং চিত্রকল্পের সফলায়তন উপস্থাপন তার ছড়া ও কবিতাকে করেছে ঋদ্ধ।


এ কে আজাদের প্রকাশিত সৃষ্টিসমূহঃ


একক

১. মায়ের আঁচল গাঁয়ের ছায়া (কিশোরকাব্য-২০০৯)

২. মৃত্যু তোমাকেই বলছি (কবিতা-২০১০)

৩. তুই কি আমার দুঃখ হবি (কবিতা-২০১০)

৪. ইষ্টি ছড়া মিষ্টি ছড়া (শিশুতোষ ছড়া- ২০১১)

৫. রক্তে লেখা সূর্য-হাসি (মুক্তিযুদ্ধ বিষয়ক কিশোরকাব্য- ২০১২)

৬. টিন টিনা টিন টিন (শিশুতোষ ছড়া-২০১৩)

৭. নদী নারী মাটির কাব্য (কবিতা-২০১৫)

৮. কালো রোদ্দুর লাল বৃষ্টি (কবিতা-২০১৫)

৯. বিমর্ষ ল্যাম্পপোস্ট (কবিতা- ২০১৯)


যৌথ:

১. ছড়ামাইট (যৌথ ব্যঙ্গ ছড়া-২০১১)

২. কাঁটাতার (যৌথ ব্যঙ্গ ছড়া-২০১১)

৩. মোশাররফ হোসেন খানের কবিতাঃ বিবিধ অনুসঙ্গ (যৌথ কাব্য আলোচনা-২০১১)

৪. স্বনির্বাচিত কবিতা (যৌথ কাব্য ২০১৮)


গান:

১. দমের ঘুড়ি (ফোক গানের অডিও এ্যালবাম-২০১০-লিরিক্স)

২. হৃদয় আমার বাঁশের বাঁশি (গীতিকাব্য-২০১১)

৩. মাটির ঘর (ভক্তিমূলক গানের অডিও এ্যালবাম-২০১২-লিরিক্স)

৪. তোমায় ডাকি (ভক্তিমূলক গানের অডিও এ্যালবাম-২০১২-লিরিক্স)

৫. বিদেশে না যাইও রে বন্ধু (ফোক গানের ভিডিও এ্যালবাম-২০১২ লিরিক্স -যৌথ)



সংকলনে অংশগ্রহণ:

১. প্রথম দশকের কবিতা (যৌথ কাব্য সংকলন- ২০১২)

২. কলম চলবে-১ম খণ্ড (দুই বাংলার কবিদের যৌথ কাব্য সংকলন, কোলকাতা থেকে প্রকাশ-২০১৭)

৩. জলমেঘ (পানসী'র বর্ষা কবিতা সংকলন ২০১৪)

৪. বাংলাদেশের সাম্প্রতিক কবিতা (২০১৬)


ডকুমেন্টারি স্ক্রিপ্ট রাইটিং:

১. স্কুল ব্যাংকিং (২০১৭)

২. লাইট ইঞ্জিনিয়ারিং (২০১৮)

৩. সোনাতলা-বগুড়া (২০১৮)


স্কুল ব্যাংকিং বিষয়ক নাটিকা:

১. মাটির ব্যাংক (রচনা -২০১৭)

২. স্বপ্নপূরণ (রচনা- ২০১৭)


সেমিনার পেপার:

১. নজরুল কাব্যে বিদ্রোহঃ প্রেক্ষিত সমকাল

(জাতীয় কবি কাজী নজরুল ইমলামের ১১২তম জন্মবার্ষিকী ২০১১ উপলক্ষে সেমিনারে উপস্থাপন ও প্রকাশ)


সম্পাদনা:

১. স্বদেশ (সাহিত্য সাময়িকী, ফেব্রুয়ারি- ২০০১)

২. কলম চলবে- ২য় খণ্ড (ভারত-বাংলাদেশের কবিদের যৌথ কাব্য সংকলন-২০১৮)

৩. সাধের খাতা (বিশ্বের বিভিন্ন দেশের বাংলাভাষী কবিদের যৌথ অণু কবিতা সংকলন -২০১৯)

৪. ওয়ারিদ (সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন, সিয়াম সংখ্যা ২০১৯)

৫. দর্পণ, কবিতা সংকলন-বইমেলা -২০২০


সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কবি এ কে আজাদ লাভ করেছেন

১. শিশু কবি রকি সাহিত্য পুরষ্কার -২০১০,

২. সৃষ্টিশীল লেখক সংঘ সম্মাননা-২০১১,

৩. বগুড়া সংস্কৃতিকেন্দ্র এ্যাওয়ার্ড-২০১২,

৪. রংপুর বিজয় উৎসব ও গুণীজন সম্মাননা-২০১২,

৫. ডিসিএল গুণীজন সম্মাননা-২০১৩,

৬. রবীন্দ্র-স্মৃতি পুরস্কার- ২০১৯ (মহাবঙ্গ সাহিত্য পরিষদ ট্রাস্ট, কলকাতা),

৭. ধূমকেতু সাহিত্য পদক-২০১৯।


ই-মেইল: akazadkobi@gmail.com