Educational Contents
Motivational Contents
পরম করুনাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
আমাদের জীবনের সর্ব মুহুর্তে আমরা কাজ-কর্ম শুরু ও শেষ করার মধ্য দিয়েই ব্যস্ত থাকি। যেমন আমরা ঘুমানোর জন্য ঘুম শুরু করি অতপর ঘুম ভাঙ্গার মাধ্যমে আমরা ঘুমানোর কার্যক্রম শেষ করি। এরকম আমাদের জীবনের প্রতিটি শুরু ও শেষ হতে থাকে। তো প্রতিটি বিষয় বা কাজ শুরু করার আগে মহান আল্লাহর নাম নিয়ে শুরু করাই সর্বোত্তম এবং একটি সুন্নতও বটে। তাই আমাদের উচিত প্রতিটি কাজ আল্লাহর নাম দিয়ে শুরু করা। এতে করে আল্লাহ খুশি হবেন। এবং আমাদের কাজের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে।
সব ধরণের বিপদ থেকে মুক্ত থাকার দোয়া এবং ঘর থেকে বের হওয়ার দোয়া : বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। অর্থ: ১ - আমি আল্লাহর নামে, আল্লাহরই উপরে ভরসা করলাম, ২ - আল্লাহর নামে বের হলাম, আল্লাহর উপর ভরসা করলাম।
হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি তার বাড়ী থেকে বের হওয়ার সময় উল্লেখিত দোয়াটি বলবে, তার হেদায়েত এবং হেফাজতের ব্যবস্থা করা হবে। শয়তান তার থেকে দুরে চলে যাবে।
সৃষ্টিকর্তা কাউকে ঠকান না!
হয়তো জিতিয়ে দেন!
নয়তো শিখিয়ে দেন!