Islamic Studies
General Knowlege
Arabic
English
Islamic History
পরম করুনাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
আমাদের জীবনের সর্ব মুহুর্তে আমরা কাজ-কর্ম শুরু ও শেষ করার মধ্য দিয়েই ব্যস্ত থাকি। যেমন আমরা ঘুমানোর জন্য ঘুম শুরু করি অতপর ঘুম ভাঙ্গার মাধ্যমে আমরা ঘুমানোর কার্যক্রম শেষ করি। এরকম আমাদের জীবনের প্রতিটি শুরু ও শেষ হতে থাকে। তো প্রতিটি বিষয় বা কাজ শুরু করার আগে মহান আল্লাহর নাম নিয়ে শুরু করাই সর্বোত্তম এবং একটি সুন্নতও বটে। তাই আমাদের উচিত প্রতিটি কাজ আল্লাহর নাম দিয়ে শুরু করা। এতে করে আল্লাহ খুশি হবেন। এবং আমাদের কাজের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে।
মুসলিম হওয়া মানে আপনার কোন সমস্যা থাকবে না এমনটা নয়। তবে আপনার সাথে থাকবে সকল সমস্যার সমাধান দেওয়ার একমাত্র উৎস আল্লাহ সুবহানাহু তা’আলা।
"অভাবমুক্ত থাকতে কুরআনুল কারিমে বেশি বেশি ইসতেগফার তথা ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দেয়া হয়েছে। যার ফলে আল্লাহ তাআলা মানুষকে উত্তম রিজিকসহ অসংখ্য নেয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন-‘অতপর বলেছি- তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা কর। তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন। তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্তুতি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্যে উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্যে নদীনালা প্রবাহিত করবেন। (সুরা নুহ : আয়াত ১০-১২)
Islamic Content - মুসলিম হওয়া মানে আপনার কোন সমস্যা থাকবে না এমনটা নয়!