হাদিস কাকে বলে ?
হাদিস কাকে বলে ?
হাদিস একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে, বাণী বা বার্তা। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর কথা, কাজ, অনুমোদন ও মৌনসম্মতকে হাদিস বলে।
নবী করীম সা: বলেছেন,
“আমার কথা (অন্যদের নিকট) পৌছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়।” সহীহ বুখারীঃ ৩২১৫
”আল্লাহ্ তায়ালার নিকট প্রিয় ঐ আমল যা নিয়মিত করা হয়; যদিও তা অল্প হয় “ ( সহীহ বুখারী - ৪১,৬০২০)
“কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ঠ যে, সে যা শোনে (যাচাই ব্যতীত) তাই বলে বেড়ায়” সহীহ মুলিম