শোন ভাইয়ারা, আমাদের ইন্টার্নাল সমস্যা থাকে, মাঝে মাঝে ঝগড়া লাগে, কথা কাটাকাটি হয়, কথায় কথায় খোচা দেই, এফবিতে পোস্ট দিয়া চুলকাই, আমাদের মধ্যে সিজিপিএর ভেদাভেদ, কোডিং পারা না পারার ব্যাপার-স্যাপার , খিস্তি মারা তো আছেই।
কিন্তু...আমরা ঝগড়া লাগার কিছুক্ষণ পরেই আবার একসাথে বসে আড্ডা দেই, এফবিতে পোস্ট দিয়ে চুলকাচুলকি, খোচাখুচির পর আবার একসাথে বসে তাসও খেলি, এই গ্রুপের কথা ওই গ্রুপে লাগাইলেও টেন ইন্টেকের বাইরে কথা বের হয় না। সিজিপিএ-কোডিং এর ভেদাভেদ থাকলেও আমরা একসাথে খুব তাপাইতে পারি। বড় কোনো ডিসিশন নিতে হলে আমরা গ্রুপিং এর কথা ভুলে গিয়ে সবাই এক হয়ে যাই। আমাদের একত্রে নেয়া ডিসিশন সবসময়ই বেস্ট হয় সবার থেকে। আমরা একে অপরকে গাইলাগাইলি করে আবার ঘাড়ে হাত দিয়ে একসাথে চা-ও খাই, আমরা একসাথে পুরো ডিপার্টমেন্টকে চকচকা বানাইতে পারি। আমরা টেন ইন্টেক ♡ - কলাবাবা তানভীর
10th ইন্টেক হল পানির মত, যাকে ভাঙ্গা-ছেঁড়া-গুড়া করা পসিবল না। চাইলে... তুমি এই পানিকে বরফ বানিয়ে সাময়িকভাবে ভাঙ্গার চেষ্টা করতে পারো। উহু... লাভ নেই! আমাদের এন্ট্রপি (ভালবাসা) আবার সেই বরফকে গলে ফেলবে। এটা হয় আসলে আমাদের মধ্যে থাকা শক্ত বন্ধনের কারণে। জেনে রেখো- আমরা শুধু সেরাই না আমরা অনন্য, আমরা উদ্যমী, বড়দের কাছে ভালোবাসার নামান্তর - অসীম প্রান্ত