"যদি তারে নাই চিনি গো" অবলম্বনে লালিকা -

"যদি তারে নাই চিনি গো" অবলম্বনে লালিকা -


যদি করো নারে নাই চাহি গো সে কি আমায় দেবে ছেড়ে

তার ঘন আলিঙ্গনের থেকে - জানি নে জানি নে।।

সে কি আমার শ্বাসের পথে লবে বাসা বুকের মাঝে,

পরাণ আমার নেবে জিনে এই নব সংকটের দিনে -

জানি নে, জানি নে।।

সে কি কৃপা ভরে প্রাণ ফিরাবে।

সে কি শুভ যোগে ঘর ফিরাবে।

পড়শী আমার নতুন রূপে হঠাৎ দেখা দেবে কি বার,

লগুড় হাতে দেবে ঠেলে সেই দূর লোকালয়ের পারে -

জানি নে , জানি নে।।

দীপক কুমার মুখার্জ্জী

৩১শে জুলাই, ২০২০