"আমি কান পেতে রই" অবলম্বনে লালিকা

"আমি কান পেতে রই" অবলম্বনে লালিকা


আমি প্রাণ ভয়ে রই, ও তোমার গোপন হাতের পরশ লাভে ক্ষণে ক্ষণে।

কোন অচিনবাসীর মারণ ব্যাধির ধেয়ে আসা হুঁশিয়ারে - ভেসে ভেসে

(প্রাণ) ভ্রমর হেথা হয় বিদেহী নিভৃতাবাস ছাড়ার লাগি রে,

কোন কোভিড কণা ভিন প্রজাতির সংক্রমণের অস্ত্রাঘাতে বারে বারে।।

ও রে মন কে না জানে, কিছু আজ দেখি আশা,

প্রতিষেধ রূপায়ণে, বুঝি তার হটবে থাবা।

ধীরে ধীরে তার ক্ষমতা বিদায় নেবার দেয় কি দিশা রে,

ও যে মুখোশ পরি পৃথক থাকি সবার সাথে প্রাণের টানে দেশে দেশে।।


দীপক কুমার মুখার্জ্জী

২৯ শে এপ্রিল, ২০২০