"আলোকের এই ঝর্ণাধারায়" অবলম্বনে লালিকা -






যে ভয়

তার

ওই





আজ



আমার

তার

তারে


"আলোকের এই ঝর্ণাধারায়" অবলম্বনে লালিকা -


করোনার এই অগ্নিধারা নিভিয়ে দাও।

আপনারে এই তরাসে ঢাকা, বন্দী রাখা ঘুচিয়ে দাও।।


সবার মনে জড়িয়ে আছে সকাল সাঁঝে

সেই আঁধারে ধীরে ধীরে আজ সকালে

সাহস রোদের জাদুর লাঠি বুলিয়ে দাও।


বিশ্ব-হৃদয় শঙ্কা ভরা প্রলয়-মাতন করোনা হাওয়া,

সেই হাওয়াকে পৃথ্থী হতে ভাগিয়ে দাও।।


উদ্যমের বহ্নিধারা জ্বালিয়ে দাও

মনের মাঝে সচেতনতা সচেষ্টতা জাগিয়ে দাও।


অতীত দিনে জড়িয়ে আছে অমিতজ্ঞান -

নাইকো সুপ্তি নাইকো অন্ত, নাইকো অবসান।

আজিকার এই মল্লভূমে জাগিয়ে দাও।

কালাজ্বরের প্রকোপ নাশা, প্লেগের দাপট গুঁড়িয়ে দেওয়া,

সেই গরবে হৃদয় আমার দুলিয়ে দাও।।


দীপক কুমার মুখার্জ্জী

১৭ ই এপ্রিল, ২০২০