"ও আমার দেশের মাটি" অবলম্বনে - করোনা -র প্রতি

"ও আমার দেশের মাটি" অবলম্বনে -

করোনা -র প্রতি

ও সবার

তোমাতে

তুমি

তুমি

তোমার ওই


বলো না,



তুমি

তুমি

তুমি যে


করুণা,

তবু

তোমার

আমি

তুমি



প্রাণের ঘাতী, তোমার তরে ঘামাই মাথা।

বিশ্বগ্রাসীর, তোমাতে বিশ্বত্রাসের কাঁপন সাধা ।।

এসেছো কোন দেশের থেকে,

ঢেলেছো বিষ দেহে প্রাণে,

আগুনবরণ লোলুপদৃষ্টি মর্মে গাঁথা।।


কাহার থেকে জনম তোমার, মরণ তোমার কিসে।

তোমার তরে ভাবনা আমার সকাল সাঁঝে।।


মৃত্যু বহে এনে দিলে,

জীবন দীপ নিভাইলে,

সকল আশা সকল দিশা নিকেশ করা।।


অনেক তোমার পেয়েছি গো, অনেক দেখেছি তা-

জানি নে যে কী ই বা তোমার ঠেকায় থাবা।

শমন আসে তোমার পিছে,

ঘুচানু ভয় সবার সাথে-

হেথা আমার দ্বন্দ্বী হলে সৃষ্টিনাশা।।


- দীপক কুমার মুখার্জ্জী

২৫ শে মার্চ, ২০২০