TIPS IN BENGALI
সহজে রেকর্ড করুন skype কল
ইন্টারনেট থেকে ইন্টারনেটে ফ্রীতে কল করতে skype একটি অতুলনীয় সফটওয়্যার। ইন্টারনেট ব্যাবহার করেন কিন্তু skype সম্পর্কে জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তাই skype সম্পর্কে কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করিনা। আমাদের অনেক সময় কল রেকর্ড করতে হয়, তাই আজ আমি কিভাবে skype কল রেকর্ড করবেন সেটা নিয়ে আলোচনা করবো।
যাদের skype নেই , তারা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
http://www.skype.com/intl/en-us/get-skype/on-your-computer/windows/
http://voipcallrecording.com/MP3SkypeRecorder.zip
আপনি চাইলে রেকর্ডিং কোয়ালিটি ও পরিবর্তন করে নিতে পারেন recording mode: এবং Recording BitRate পরিবর্তন করে।
অটোম্যাটিক সিস্টেমে ফেসবুকের ছবি দিয়ে ভিডিও মুভি তৈরি করুন টাইমলাইনে
একটি চমৎকার ফেসবুক 3dr পার্টি অ্যাপ্লিকেশান দিয়ে আপনি একদম সহজে সম্পূর্ণ অটোম্যাটিক সিস্টেম দিয়ে ফেসবুকের সমস্থ ছবি দিয়ে ভিডিও মুভি তৈরি করে নিতে পারবেন। আপনার ছবি এ্যালবাম গুলো সলেক্ট করে দিলেই শুরু হয়ে যাবে মুভি তৈরি করা। তবে শুরুতে বলে নিচ্ছি যেহুতু এটি একটি 3dr পার্টি অ্যাপ্লিকেশান তাই সিকুরিটির দায়ভার আমি নিচ্ছি না। ইচ্ছা হলে করেন ভয় থাকলে দূরে থাকেন (তবে ফেক আইডি দিয়ে ট্রাই করতে পারেন আগে যদি ভয় পান, তবে রিস্ক নেই আমি নিজেও ট্রাই করছি রিয়েল আইডি দিয়ে।)
ধাপ ১) ফেসবুকে লগইন করুন যেই একাউন্ট এর ছবি দিয়ে মুভি তৈরি করতে চান।
ধাপ ২) প্রথমে এই সাইটে যেতে হবে। এখানে
৩) মেক ইয়উর মুভি তে ক্লিক করেন।
৪)
ধাপ ৫)
ধাপ ৬) (যদি টাইম লাইন না থাকে টাইম লাইন একটিভ করতে হবে) যদি টাইম লাইন থাকে তাহলে ধাপ ৭ দেখুন।
ধাপ ৭) মুভি তৈরি করা জন্য অবশ্যই আপনার সর্বনিম্ন ৫০টি ছবি থাকার প্রয়োজন। না থাকলে অ্যাড more photos এ ক্লিক করে অ্যাড করে নিলেই কাজ শুরু এবং এক সময় মুভি তৈরি হয়ে যাবে।
আপনার ক্যামেরা মোবাইল আছে? তাহলে সেটি দিয়ে তৈরি করুন তারবিহীন ওয়েবক্যাম
আপনার কি একটি সিম্বিয়ান অথবা এন্ড্যেড মোবাইল সেট আছে? তাহলে ভার আর চিন্তা নাই আপনার মোবাইল এর সেই ক্যামেরা দিয়ে আপনি দিব্বি একটি তারবিহীন ওয়েবক্যাম তৈরি করতে পারেন। এ বিষয়ে অনেক পোস্ট আছে আমি জানি তবুও কাজে আসবে নতুনদের জন্য এই ভেবেই করেছি আবারো।আরেকটা কথা হচ্ছে মোবাইল এর মাঝে ব্লুটুথ থাকতে হবে।
প্রথমে একটি সফটওয়্যার আপনার পিসিতে ডাউনলোড করুন এখন থেকে।
তারপরে ইন্সটল করে ফেলুন ঝটপট করে।
এবার আপনি এখান থেকে আপনার মোবাইল এর উপযুক্ত মোবাইল সফটওয়্যার টি ডাউনলোড করে মোবাইল ইন্সটল করুন।
এবার আপনি সফটওয়্যার টি ওপেন করে ফাইল থেকে সেটিং এ গিয়ে ব্লুতুথ সিলেক্ট করে দিন।
তারপরে আপনি ব্লুতুথ দিয়ে পিসি থেকে মোবাইল এ কানেক্ট করুন।
এবার আপনি ইয়াহু ওপেন করুন ওয়েবক্যাম চালানোর জন্য আপনি প্রস্তুত এখন।
Android Mobile এর মজার কিছু ফ্রী আপ্লিকেশন
০১ঃ
যেমন যদি আপনার মোবাইল আপনার সাথে কথা বলে ত কেমন হবে। আপনি যখন মোবাইল কে ডাক দিলেন তখন সে Yes Dear ? বলে সাড়া দিল, আপনি জানতে চাইলেন what time ? সে সময় বলল। কাউকে ফোন করতে বললেন ফোন করল । এস এম এস পড়ে শোনাতে বললেন পড়ে শোনাল ।এস এম এস করতে বললেন এস এম এস করল তবে মজা হতনা ?
তাহলে এখনি গুগ্লের Market থেকে ডাউনলোড করুন Start Talk .
Setup নিয়ম প্রথমে Install করে রান করুন । এখন মোবাইল এর একটি নাম দিন যেমন (লিখুন) Hell০ My Android , এখন উত্তর কি দিবে তা লিখুন যেমন yes dear? এখন hello my android
বলে ডাক দিলে সে yes dear ? (ডিফল্ট নারী কণ্ঠ ) সাড়া দিবে। কি কি জানতে চাইলে কি বলতে হবে তা লক্ষ করুন । Lets Fun…………..
https://market.android.com/details?id=com.adelavoice.android&feature=search_result
০২ঃ
Spring Zen HD . এটি একটি HD live Wallpaper অসাধারন মায়াবি
এটি ফ্রী না তবে ফ্রী লিঙ্ক ঃ
www.mediafire.com/?5i79811pcw0diez
০৩ঃ Elixir এটি একটি অসাধারন মোবাইল হার্ডওয়ার মনিটরিং এপ্লিকেশন ।
এটিও Android Market থেকে
https://market.android.com/details?id=bt.android.elixir&feature=search_result
০৪ঃ
MoboPlayer যাদের মোবাইল HD Display সাপোর্ট করে তাদের ভিডিও দেখার অভিজ্ঞতাই বদলে দিবে যদি HD video চালান। তবে সবাই এটা ব্যাবহার করতে পারবেন । মজার ব্যাপার হল এটাতে প্রায় সব ফরমেট সাপোর্ট করে।
http://moboplayer.com/moboplayer_en.html
05:
Talking Tom
এটি একটি funny এপ্লিকাশন । এখানে আপনি টম কে যা বলবেন সে তা প্রতি উত্তর করবে, আদর করতে পারবেন , মারতে পারবেন , খোঁচা দিতে পারবেন , আরও মজার মজার সব কাণ্ড ‘
এটিও Android Market ফ্রী
https://market.android.com/details?id=com.outfit7.talkingtom2free&feature=search_result
আপনার ল্যান এর স্পীড বাড়িয়ে নিন এখনই……
এই টিপস দিয়ে আপনিও আপনার ল্যান (লোকাল এরিয়া নেটওয়্যার্ক) এর স্পীড বাড়িয়ে নিতে পারবেন। আর তা করতে হলে নিচের স্টেপগুলো অনুসরণ করুন।
সহজেই আপনার কম্পিউটারের ফোল্ডারকে ইন্টারনেটের মাধ্যমে শেয়ার করুন
ইন্টারনেটের মাধ্যমে বড় বড় ফাইল শেয়ার করা বেশ ঝামেলার। কাউকে বড় কোন ফাইল পাঠাতে চাইলে বিভিন্ন ফ্রি হোষ্টিং সাইটে আগে আপলোড করতে হয় এবং ডাউলোডের লিংক দিতে হয়। কিন্তু আপনি জিব্রিজ দ্বারা সহজেই আপনার কম্পিউটারের ফোল্ডারকে ইন্টারনেটের মাধ্যমে শেয়ার দিতে পারবেন। ফলে আপনাকে কষ্ট করে বড় বড় ফাইল আপলোড করতে হবে না। প্রাপক অনেকটা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মতো আপনার কম্পিউটারে থেকে ফোল্ডার বা ফাইল ডাউনলোড করে নিতে পারবে।
১। এজন্য উভয়কে জিমেইল একাউন্ট এবং জিব্রিজ সফটওয়্যারটি থাকতে হবে।২.০২ মেগাবাইটের ফ্রি এই সফটওয়্যাটি www.gbridge.com থেকে ডাউনলোড করতে পারবেন।
২। এবার সফটওয়্যারটি ইনষ্টল করে জিমেইল আইডি দ্বারা জিব্রিজ লগইন করুন।
৩। কোন জিমেইল ব্যবহারকারীকে আমন্ত্রণ করতে চাইলে Invite Friend বাটনে ক্লিক করে জিমেইল ব্যবহাকারীদের আমন্ত্রণ জানাতে পারেন।
৪। এরপরে কোন জিমেইল ব্যবহাকারী অনলাইনে থাকলে তা বোঝা যাবে। কারো সাথে চ্যাটিং করতে চাইলে উক্ত আইডির উপরে মাউস দ্বারা ক্লিক করে Chat… এ ক্লিক করলে চ্যাটিং উইন্ডো থেকে স্বাভাবিকভাবে চ্যাটিং করতে পারবেন।
১। আপনার কম্পিউটারের যেকোন ফোল্ডার আপনি নির্দিষ্ট কোন ইউজারকে বা সবাইকে শেয়ার দিতে পারেন।
২। এজন্য Create Secure Share বাটনে ক্লিক করুন। এবার যে ফোল্ডার শেয়ার দিতে চান সেটি নির্বাচন করে OK করুন।
৩। আপনি যদি নির্দিষ্ট কিছু ইউজারকে শেয়ার দিতে চান তাহলে উক্ত ইউজারগুলো নির্বাচন করুন।
৪। আর যদি সেভ থাকা সকল ইউজারদের শেয়ার দিতে চান তাহলে Allowed চেক করুন।
৫। যদি ভবিষ্যতে যুক্ত হবে এমন ইউজারসহ সকলকে শেয়ার দিতে চান তাহলে Allow all friends (include future new friends) নির্বাচন করুন।
৬। এরপরে OK করুন এবং পরবর্তী ম্যাসেজেও OK করুন।
৭। পূর্বে যদি কোন ইউজারকে নির্বাচিত করে থাকেন তাহলে তাদেরকে উক্ত ফোল্ডার দেখার আমন্ত্রণ জানানো হবে কিনা এমন ম্যাসেজ আসবে। যেখানে Yes Send Now করলে উক্ত ইউজারেররা নোটিফিকেশন পাবে, আর No করলে স্বাভাবিকভাবে শেয়ার সক্রিয় হবে এবং শেয়ার করা ফোল্ডারটি একটি ওয়েব লিংক হিসাবে ডিফল্ড ব্রাউজারে খুলবে।
৮। এখন যদি নির্দিষ্ট কাউকে শেয়ার করা ফোল্ডারের লিংকটি দিতে চান তাহলে উক্ত ইউজারের উপরে ক্লিক করে Chat… এ ক্লিক করলে চ্যাটিং উইন্ডো থেকে Send Share Link বাটনে ক্লিক করুন।
৯। এখানে উপরের মূল পেজ বা নিচের শেয়ার করা ফোল্ডারের উপরে ক্লিক করলে তা চ্যাটিং এর ম্যাসেজ হিসাবে লিংকটি পৌছে যাবে। আপনার লিংকটি পেয়ে উক্ত ইউজার ইচ্ছামত শেয়ার করা ফোল্ডারের তথ্য দেখতে বা ডাউনলোড করতে পারবে।
১। আপনি যদি আপনার ডেক্সটপ কোন জিব্রিজ ব্যবহারকারীতে শেয়ার পেতে চান তাহলে যার ডেক্সটপ দেখতে চান তার আইডির চ্যাটিংএ ম্যাসেজ পাঠান।
২। এবার উক্ত ব্যবহারকারী চ্যাটিং উইন্ডো থেকে Send Desktop Share Invitation এ ক্লিক করলে আপনি আমন্ত্রণ পাবেন যা একসেপ্ট করলে আপনি উক্ত ব্যবহারকারীর ডেক্সপট দেখতে পাবেন। যা আপনি নিয়ন্ত্রণ করতে পাববেন।
৩। এছাড়াও Options থেকে নেটওয়ার্ক ব্যান্ডউইথ নির্ধারণ করে দেয়া যাবে।
৪। জিব্রিজ থেকে সাইট আউট করতে Log Off মেনু থেকে Switch User or Change Log in Setting এ ক্লিক করলে লগআউট হবে।
এবার যে কোন ভিডিওকে বানান ডেস্কটপ ওয়ালপেপার
১. প্রথমত আপনার কম্পিউটারে VLC media player ইনস্টল করা থাকতে হবে। না থাকলে এখান থেকে download করে ইনস্টল করে নিন।
২. VLC media player ওপেন করুন। এবার উপরের মেনু বার থেকে Tools > Preferences এ যান।
৩. Preferences উইন্ডো থেকে বামদিকের video বাটনে ক্লিক করুন।
৪. এবার, Video Settings এর Output অংশে “DirectX video output” সিলেক্ট করুন এবং Enable wallpaper mode এর বামদিকের চেকবক্সটি সিলেক্ট করুন। Save করে বেরিয়ে আসুন।
৫. যে ভিডিওটি ওয়ালপেপার হিসেবে সেট করতে চান সেটিকে ভিএলসি প্লেয়ার দিয়ে ওপেন করুন। এরপর চলমান ভিডিওর উপর Right click করে Video > DirectX Wallpaper সিলেক্ট করুন।
৬. এখন VLC player মিনিমাইজ করে ডেস্কটপে দেখুন জাদু। ভিডিওটি চলছে ওয়ালপেপার হিসেবে।
বি:দ্র:
• ডেস্কটপে আগে থেকে কোন ওয়ালপেপার সেট করা থাকতে পারবে না। ওয়ালপেপার মুছে ফেলতে ডেস্কটপে Right click করে Properties > Desktop > None (Background) সিলেক্ট করে দিন।
• ডেস্কটপ Refresh করলে video wallpaper মুছে যাবে।