যা ভাবছি, যা বুঝছি ঠিক ঠিক সেটা লেখা যেমন কঠিন, ছবিও কি তাই নয়? যা দেখছি, যা বুঝছি ঠিক ঠিক তাই কি দেখাতে পারছি, বা অনেক সময় সেটাই কি দেখাতে চাইছি? প্রশ্নগুলো মাঝে মাঝেই সময় পেলে মাথা চাড়া দিয়ে ওঠে। সেদিন কলেজ স্ট্রিট মোড়ে কেমন যেন এক মন্ত্রে আবিষ্ট হয়ে দাঁড়িয়ে ছিলাম। ক্যামেরা চোখের সামনে তুলে আনতে পারছিলামনা। সামনে দিয়ে বাস যাচ্ছে, ট্যাক্সি যাচ্ছে, অটো যাচ্ছে, লোকে বিভিন্য রঙের পোশাক পরে রাস্তা পার হচ্ছে,কেউ বাহান থেকে নেমে হেঁটে চলেছে, পিছনে রং বে রং এর দোকানের পোস্টার। এসছি কিন্তু দেখার কাজই করতে, ছবি তুলতে। তবে এতসব একসাথে ঐ শান্ত এক রবিবারের দুপুরে ঘটে যেতে দেখে মাথা ঘোরাছছে। দেখা তো দূরের কথা, ভাবনাও পালিয়েছে দেখি কোন এক বাস চড়ে। কিঙ্করতব্যবিমুরহ অবস্থা। ঠিক ঐ সময়, ঐ রবিবারের দুপুরে বুঝলাম যে 'যা দেখছি, ঠিক ঠিক তাই কি দেখাতে পারছি' কথাটা বিরাট একটা প্রস্ন ছিনহ নিয়ে কলেজ স্ট্রিট দিয়ে বয়ে চলেছে।
সপ্তর্ষি দা, এগিয়ে এলেন আমার এ হেন রূপ দেখে। দু তিনটে কথা বললেন, গল্পের ছলে....