পেখম
Peacock feather
পেখম বলতেই প্রথমে মনে আসে, শ্রীকৃষ্ণ, জাতীয় পাখি, প্রেম, পাতার ভাজে পুরানো পালক বা পেখম ইত্যাদি। ১০/১২ টি ছবির মাধ্যমে এই ভাবগুলো ধরতে চাই। দেখি এই করতে করতে যদি ঐ 'ইত্যাদি'র মধ্যে থেকে আরও কোন ভাব পেয়ে যাই।
আর্য্য
পরিচয়।
তোমায় খুঁজি এক ঝলক।
কখনো পাই, কখনো পাইনা।
সেদিন সকালবেলা দেখলাম তোমায়।
বলছি তোমায় ঐ দিকে যেওনা!
কার সাথে জানি কথা বলো!
মনটা আজ সাদা আর কালো।
ভেবে কথা বলি এখন।
জীবনটা গুছিয়ে নিচ্ছি দুজনেই,
তবে আলাদা আলাদা করে।
Loading more.....