লাইন বা রেখা ফোটোগ্রাফির অন্যতম গুরুত্বপূর্ণ দৃশ্যাঙ্গ। ফোটোগ্রাফি শেখার শুরুর দিনগুলো থেকেই প্রথম লাইন দেখার অভ্যেস তৈরি হয়।
তারপর থেকে যখনই ছবির কথা ভাবি, আগে লাইনের দিকেই চোখ যায়। এই কাজের সমস্ত ছবিই লাইনের রেওয়াজ। ছবি হয়ে ওঠার চেয়ে লাইনের বিভিন্ন অবস্থান নিয়ে পরীক্ষা করাই এই ছবিগুলির মূল উদ্দেশ্য।
কৌণিক রেখা ছবির গভীরতা প্রকাশে সহায়তা করে। সারফেস লাইনের সাথে কৌণিক রেখাগুলো ঠিকমতো মেলানো বেশ শক্ত কাজ। লাইন দেখার সময় কৌণিক রেখার ওপর সবসময়ই আলাদা গুরুত্ব দিতে হয়েছে।