সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই
সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই
তুমি ডুব দিওনা জলে কন্যা ঝিনুক খুঁজে পাইবানা
ও কি মইষাল রে
তুমি আমার কত চেনা
কি দিয়া মন কাড়িলা
মনটা যদি খোলা যেতো
পৃথিবীর যত সুখ
সবাই তো ভালোবাসা চায়
আমার বুকের মধ্যেখানে
আমার সাধ না মিটিলো
সবার জীবনে প্রেম আসে