বইয়ের নাম- চিরঞ্জীব বনৌষধি- প্রথম খণ্ড প্রচ্ছদ- আইয়ুব আল আমিন প্রকাশনী- এবং মানুষ যোগাযোগ
সুশান্ত কুমার রায়
সুশান্ত কুমার রায়
সম্পাাদক
উত্তরায়ণ (সাহিত্য-সংস্কৃতি ও শিল্প ভাবনার ছোট কাগজ)
সোনালী প্রান্তর
লেখক সরণি, মাতৃ আরাধনা অঙ্গন
থানাপাড়া, লালমনিরহাট, বাংলাদেশ।
ইমেইল- sk_roy11@ yahoo.com
বনৌষধি প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে জীবের মঙ্গলার্থে বিশেষ করে রোগ যন্ত্রণার উপশমের জন্য।`তদেব ভৈষভং যা আরোগ্য কল্পতে’ অর্থাৎ যে দ্রব্য আরোগ্য দান করে বা রোগ নিরাময় করে তাই ভেষজ। আমাদের দেশে বিভিন্ন রোগের ওষুধ হিসাবে উদ্ভিদের ব্যবহার অনেক আগে থেকেই। অভিজ্ঞতালব্ধ জ্ঞানের উপর ভিত্তি করে ঔষধি হিসাবে নানা ধরনের উদ্ভিদ ব্যবহার হয়ে আসছে । এমন কোনো উদ্ভিদ নেই যার কোনো ভেষজ অথবা ঔষধি গুণ নেই।
আকন্দ,আমলকি,বেল,শ্বেতদ্রোণ,হরিতকী, কালমেঘ, তুলসী, বাসক, থানকুনি, ঘৃতকুমারী, ব্রাহ্মী, সর্পগন্ধা, অশ্বগন্ধা, শতমূলী, হলুদ, শিউলি, গুলঞ্চ ও নিম প্রভৃতি নানা ধরনের অনেক উদ্ভিদ ব্যবহার হয়ে আসছে মানুষের মঙ্গলার্থে। এছাড়াও আরও বেশ কিছু গাছ-গাছড়া রয়েছে যেগুলোর ওষুধিগুণ রয়েছে। রোগ প্রতিরোধ ও রোগ নিরাময়ের ক্ষেত্রে এই সমস্ত উদ্ভিদের উপকারি ভূমিকা অনস্বীকার্য।