কথা ও সুর-সুশান্ত কুমার রায়তাল-কাহারবামাও বড় ধন, ধন বন্ধুরেমাওয়ে সকল আশামাও হইলো জগত জননী-মাওয়ে ভরসা রেমাও বড় ধন, ধন বন্ধু রে।।মাওয়ের ভাষায় সপন দ্যাখিআরো বলি কতা,মাওয়ের কোলোত নিন্দো যাই-মাওয়ে যথাতথা রে।।দশ মাস দশ দিন জঠরে ধরিজন্ম দিলো মাও কষ্ট করি,ও মোর জননী-মাও জননী ধন রে।।গানটি শুনতে নিচে ক্লিক করুন -soundcloud.com/attarsanniddhe-1/sushanta-bhaoaya1-niti-rani-30-11-2015কথা-সুশান্ত কুমার রায়সুর-সুভাষ চন্দ্র রায়তাল-তেওরাসোনার লাঙ্গল রূপার ফালমোর কুড়–য়ায় জুড়িছে হাল,(ও তাঁয়) ফলায় সোনার সোনা রে-সোনার লাঙ্গল রূপার ফাল রে।সোনার দ্যাশের সোনার ধানমাঝিমাল্লা আর জারি গান,ভাটির দ্যাশের ভাটিয়ালী-জুড়িয়া যায় মন প্রাণ।।হামার দ্যাশের মাটি খাঁটিআরো খাঁটি জল,ইতিহাস আর অতীত স্মৃতি-রূপে ঝলমল।। গানটি শুনতে নিচে ক্লিক করুন -soundcloud.com/attarsanniddhe-1/bhaoaya-subas-chandro-07-02-2016কথা-সুশান্ত কুমার রায়সুর-সুভাষ চন্দ্র রায়তাল-কাহারবাআজি ভবের খেলার, রঙ্গ মেলায় রেভবের খেলায় রঙ্গ মেলা রে।সব হারাইয়া কান্দিএকূল-ওকূল দুইকূল গেলো-একলা বসি কান্দি রে।ভবের খেলায়, রঙ্গ মেলা রেভব নদীর তটে,অচিন দ্যাশের, অচিন পুরের-কোনবা নাওয়ের নাইয়্যা রে।।ভবের খেলায়, রঙ্গ মেলা রেওইন্যা ভব তরী,আমি নাইয়্যা একলা বসিমাঝ দরিয়ায় পড়িরে। গানটি শুনতে নিচে ক্লিক করুন -soundcloud.com/attarsanniddhe-1/subhash-chandra-roy-2-aji-vober-khelay-rango-melay-re-sangroho-08-08-2016 বন্দী বন্দী আমি- শেকলে বাধা আমার হাত-পা, শৈশবের দুরন্তপনা আমাকে মুক্তির কথা স্মরণ করিয়ে দেয়।বন্দী আমি- অফিসে, বাড়িতে, সন্তান-সন্ততি ও সহধর্মিনীর কাছে, তারুণ্যে ভরা কৈশোর আমাকে মুক্তির কথা স্মরণ করিয়ে দেয়।বন্দী আমি- শেকলে বাধা আমার মন ও মনন, পরিবার, সমাজ, রাষ্ট্র কার কাছে যাবো আমি?বন্দী আমি- মুক্তমত প্রকাশের স্বাধীনতা আমার খর্ব- প্রতিবন্ধকতা-বাধাবিপত্তি সংকীর্ণতার দেয়ালের গন্ডি পেরিয়ে- মুক্তির উল্লাসে আমি মানবতার গান গাইতে চাই।কিন্তু বন্দী আমি- নিজেই নিজের বিবেকের কাছে, বিবেক বড়ই পীড়াদায়ক, ব্যাথিত করে তুলেছে আমায়- আর পেরে উঠতে পারিনা আমি-দুঃসহ জ্বালা যন্ত্রণায় উম্মাদ আমি।বন্দী আমি- বন্দী আমি শত জনম ধরে, যতসব নিয়ম-নীতি আর শেকলের বেড়ে- বন্দী আমি শত জনম- হাজার জনম ধরে।কবিতাটি শুনতে নিচে ক্লিক করুন - soundcloud.com/attarsanniddhe-1/fs75961xskr4