উপজেলা ভিত্তিক কমিটির সদস্য হওয়ার বিজ্ঞপ্তি ।
সুপ্রিয় স্বেচ্চাসেবক বোনেরা,
নারী সেবা ও যুব উন্নয়ন সংস্থা (একটি সরকারী নিবন্ধিত নারী নেতৃত্বাধীন সংস্থা যাহার রেজি নং-০১০২) কক্সবাজার জেলার অন্যতম সক্রিয় সংগঠন । ২০২২ সালের জুন মাসে প্রতিষ্ঠালগ্ন থেকে সংস্থাটি কক্সবাজার জেলার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরি সহ সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে ২ বছর ধরে কাজ করে যাচ্ছে । সংস্থাটি ৭ টি উপজেলায় বিভিন্ন কর্মসুচী নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। যেহেতু সংস্থার কার্যপরিধি বাড়ছে সেহেতু পুরো জেলাব্যাপী কার্যক্রম পরিচালনা করতে বদ্ধপরিকর। তাই কক্সবাজার জেলার প্রত্যেক উপজেলা থেকে ৫-৯ সদস্যবিশিষ্ট উপজেলা ভিত্তিক কমিটি গঠন ও কার্যক্রম সক্রিয়করণের উদ্যেশ্যে এ বছর আমরা এ ব্যাতিক্রমী উদ্যোগ " আমার এলাকায় আমার কাজ" প্লাটফর্ম গঠন করেছি । নিম্নোক্ত শর্তাবলী অনুযায়ী আগ্রহী সকল স্বেচ্চাসেবী বোনদের কে নিজ নিজ দায়িত্বে আবেদন ফর্ম পুরণ করে সাবমিট করার জন্য সংস্থার পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে ।
শর্তাবলীঃ
১। ১৮ বছরের উর্ধে হতে হবে ।
২। নুনতম ৮ম শ্রেনী পাস হতে হবে ।
৩। আইডি/জন্ম নিবন্ধনধারী বাংলাদেশী নাগরিক হতে হবে ।
৪। নিজের এলাকায় কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন করার মানসিকতা থাকতে হবে ।
৫। রক্তদানে উতসাহী মাঠ পর্যায়ে রক্ত আদান-প্রদানে সচেতনতামুলক কর্মসুচি পরিচালনার মানসিকতা থাকতে হবে ।
৬। বড় প্রোগ্রামগুলোতে সংস্থার প্রয়োজনে প্রধান কার্যালয় কক্সবাজার আসার মানসিকতা থাকতে হবে ।
সুযোগ-সুবিধা:
১/ সংস্থার ইমেইল আইডি প্রদান করা হবে।
২/ কর্মসূচি বাস্তবায়নের জন্য ফান্ড দেওয়া হবে।
৩/ প্রোগ্রাম বা কর্মসূচির প্রয়োজনে যাতায়ত ভাতা প্রদান করা হবে।
৪/ টি-শার্ট ও ক্যাপ প্রদান করা হবে।
৫/ অফিসিয়াল কোটি/ভেস্ট প্রদান করা হবে।
৬/ আইডেন্টিটি কার্ড প্রদান করা হবে।
৭/ বিভিন্ন নেটওয়ার্ক ও এলায়েন্সের উচ্চতর প্রশিক্ষন, চাকরির সহযোগিতা করা হবে।
৮/ আমাদের সংস্থায় দাতা সংস্থার তহবিলে বিভিন্ন প্রকল্পে চাকরির সুযোগ দেওয়া হবে।
৯/ অন্যান্য সুযোগ সুবিধা নিয়ম অনুযায়ী প্রদান করা হবে।
আমাদের সংস্থা সম্পর্কে জানতে ভিজিট করতে পারেনঃ Official Website