About Shahani
About Shahani
আমি রাজ; কালো একটি ছেলে। হলুদ পাঞ্জাবি পড়ে রাতের পর রাত রাস্তায় ঘুরি। ইঞ্জিনিয়ারিং পড়েছি কোন সেমিষ্টারে বই না কিনে/ বই কেনার টাকায় কিনেছি গল্পের বই! ঘরের দেওয়ালে রঙিন কালি দিয়ে কবিতা লিখি। কাগজে-ক্যানভাসে ছবি আঁকতে ইচ্ছা করে না বলে শার্টে গেঞ্জিতে ছবি আঁকি। লজিক যদিও ভালো বুঝি না তবুও হাতে সারাদিন রুবিক্স কিউবি ঘুরাই। ভুত ভালো লাগলেও অদ্ভুত কিছু ভালো লাগে না বলে মাথায় পতাকা বেঁধে ম্যাজিক দেখিয়ে বেড়াই। নিশিপাওয়া রাতে সাদা-কালো ছক সামনে নিয়ে ভাবি সিসিলিয়ান ডিফেন্সে একটা নাইট কম হলে কিভাবে চেক-মেট দেয়া যাবে!
আর এখন? রাজত্ব বির্ষজন দিয়ে যাবজ্জীবন অজ্ঞাতবাস! নাগরিক ঢাকা শহরে আহত সাদা ঘোড়া নিয়ে খুঁজে চলেছি জাদুর প্রদীপ!!!
নিজের সম্পর্কে এভাবেই বলেন শাহানী রাজীব। ব্যাক্তিগত জীবনে চাকুরীরত আছেন আকিজ গ্রুপে প্রজেক্ট ম্যানেজার হিসাবে। একই সাথে শিক্ষকতা করছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে। ঊনচল্লিশ রকম কলা জানা এই পলিম্যাথের সংগ্রহে রয়েছে হাজারখানেক রুবিক্স কিউব। পাঁচ শতাধিক পেপার কাপ এবং ম্যাববক্স। লেখালেখি করছেন ছেলেবেলা থেকেই। প্রথম আলো, কালের কন্ঠ, আজকের কাগজ, সমকাল জাতীয় দৈনিক ছাড়াও লিখেছেন মাসিক রহস্য পত্রিকা, কম্পিউটার জগত, ভারত বিচিত্রা ও অবসর ম্যাগাজিনে।