প্রথম ক্লাসে মাইক্রোসফট এক্সেলের যে টপিকগুলো আলোচনা করেছি সেগুলো হলো:
Data Validation, Data Formatting,
Filtering,
Trim, Vlookup,
Sum, Sumif,
Count, Countif,
আপাতত Trim এবং Data Validation এর ভিডিও এখানে দিলাম। পরে অন্যান্যগুলোর ভিডিও দিয়ে দিবো।
নেক্সট ক্লাসে সকলে আপনাদের সিভি নিয়ে আসবেন এবং পার্সোনাল ডক্যুমেন্ট যেভাবে লিখে আনার জন্য জানিয়েছিলাম সেটা নিয়ে আসবেন।
ধন্যবাদ
আমি নিচে ৪টি ওয়েবসাইটের লিংক দিয়ে রেখেছি। প্রতিটা ওয়েবসাইটে গিয়ে ১ মিনিটের টাইপিং টেস্টে অংশগ্রহণ করবেন। প্রতিটা ওয়েবসাইট থেকে একটি সার্টিফিকেট পাবেন, যেখানে আপনাদের WPM (ওয়ার্ড পার মিনিট) লেখা থাকবে। এখানে WPM কত আসলো এটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। কারণ এই ওয়েবসাইট গুলোতে আপনার অসংখ্য বার টাইপিং টেস্টে অংশগ্রহণ করতে পারবেন। এবং এগুলো সম্পূর্ণ ফ্রি।
লাস্ট ডেটঃ নেক্সট ক্লাসের আগে পর্যন্ত। 17 May, 2024। যদিও প্রতিটা ওয়েবসাইটে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। ৫-১০ মিনিটে কাজ শেষ হয়ে যাবে।
যাইহোক সকলের জন্য রইলো শুভকামনা।
আমি নিচে ১টি ওয়েবসাইটের লিংক দিয়ে রেখেছি। ওয়েবসাইটে গিয়ে পাবেন ক্যুইজের লিংক। ২০টি স্টেপ অতিক্রম করলে ওয়েবসাইট থেকে ১টি সার্টিফিকেট পাবেন। অংশগ্রহণের কোন লিমিটেশন নেই। অসংখ্যবার অংশগ্রহণ করতে পারবেন। এবং এগুলো সম্পূর্ণ ফ্রি।
আজই সকলে রেজিস্ট্রেশন করে রাখবেন। আগামীকাল ক্লাসে এই বিষয় নিয়ে আলোচনা করবো।
যাইহোক সকলের জন্য রইলো শুভকামনা।