আমি নিচে ৪টি ওয়েবসাইটের লিংক দিয়ে রেখেছি। প্রতিটা ওয়েবসাইটে গিয়ে ১ মিনিটের টাইপিং টেস্টে অংশগ্রহণ করবেন। প্রতিটা ওয়েবসাইট থেকে একটি সার্টিফিকেট পাবেন, যেখানে আপনাদের WPM (ওয়ার্ড পার মিনিট) লেখা থাকবে। এখানে WPM কত আসলো এটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। কারণ এই ওয়েবসাইট গুলোতে আপনার অসংখ্য বার টাইপিং টেস্টে অংশগ্রহণ করতে পারবেন। এবং এগুলো সম্পূর্ণ ফ্রি।
লাস্ট ডেটঃ নেক্সট ক্লাসের আগে পর্যন্ত। ১২ মে, ২০২৩। যদিও প্রতিটা ওয়েবসাইটে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। ৫-১০ মিনিটে কাজ শেষ হয়ে যাবে।
যাইহোক সকলের জন্য রইলো শুভকামনা।
আমি নিচে ১টি ওয়েবসাইটের লিংক এবং একটি অ্যাপস এর লিংক দিয়ে রেখেছি। ওয়েবসাইটে গিয়ে পাবেন ক্যুইজের লিংক। ১০টি স্টেপ অতিক্রম করলে ওয়েবসাইট থেকে চারটি সার্টিফিকেট পাবেন। অংশগ্রহণের কোন লিমিটেশন নেই। অসংখ্যবার অংশগ্রহণ করতে পারবেন। এবং এগুলো সম্পূর্ণ ফ্রি।
লাস্ট ডেটঃ নেক্সট ক্লাসের আগে পর্যন্ত। ১৯ মে, ২০২৩। চারটি সার্টিফিকেট নিয়ে একটি পিডিএফ ফাইল তৈরী করে গ্রুপে সাবমিট করবেন।
যাইহোক সকলের জন্য রইলো শুভকামনা।
আমি নিচে ১টি ওয়েবসাইটের লিংক দিয়ে রেখেছি। ওয়েবসাইটে গিয়ে পাবেন ক্যুইজের লিংক। ২০টি স্টেপ অতিক্রম করলে ওয়েবসাইট থেকে ১টি সার্টিফিকেট পাবেন। অংশগ্রহণের কোন লিমিটেশন নেই। অসংখ্যবার অংশগ্রহণ করতে পারবেন। এবং এগুলো সম্পূর্ণ ফ্রি।
যাইহোক সকলের জন্য রইলো শুভকামনা।
Chapter 04 এ পড়ার বা অনুশীলনের কোন কিছু নেই। যেহেতু মিডটার্মের আগে আর মাত্র একটি ক্লাস রয়েছে, এজন্য
মিডটার্মের প্রশ্ন কেমন হবে?
উত্তর কেমন ভাবে লেখা যেতে পারে?
এবং মিডটার্মের সাজেশন রয়েছে।
প্রশ্নগুলোর উত্তর খুঁজতে সহায়তার জন্য একটি বইয়ের পিডিএফ দিয়েছি। আশাকরি, সকলে চেক করে দেখবেন।
যাইহোক পরীক্ষার জন্য রইলো শুভকামনা।
<!DOCTYPE html>
<html>
<body>
<h1>Shahani Rajib</h1>
<p>My first paragraph.</p>
<img src="https://avatars.worldcubeassociation.org/uploads/user/avatar/2019SHAH54/1602306517.jpg"alt="Shahani Rajib">
<p style="color: Red">Shahani Rajib</p>
<a href>"https://www.worldcubeassociation.org/persons/2019SHAH54"</a href>
</body>
</html>
<i>Rajib Shahani</i>
<u>Rajib Shahani</u>
<b>Rajib Shahani</b>
Chapter 09 এ পড়ার বা অনুশীলনের কোন কিছু নেই। যেহেতু Final Exam এর আগে আর মাত্র একটি ক্লাস রয়েছে, এজন্য
Final Exam এর প্রশ্ন কেমন হবে?
উত্তর কেমন ভাবে লেখা যেতে পারে?
এবং Final Exam সাজেশন রয়েছে।
যাইহোক পরীক্ষার জন্য রইলো শুভকামনা।