বিজ্ঞপ্তি
এতদ্বারা সকল ছাত্র-ছাত্রীকে জানানো যাচ্ছে যে আগামী ইংরেজি 9/4/2024 থেকে 19/4/2024 পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষে মিশন বন্ধ থাকবে। সুতরাং মিশন আগামী ইংরেজি 20/4/24 তারিখে যথাসময়ে খুলবে। ছাত্র-ছাত্রীদের আরও জানানো যাচ্ছে যে তাদের প্রথম ফরমেটিভ ইভালুশন টেস্ট 2024 আগামী ইংরেজি 23/4/24 তারিখে মিশন বন্ধ চালাকালীন সময়ে অনুষ্ঠিত হবে। তাছাড়া তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সাধারণ জ্ঞান এবং নবম ও দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের পরীক্ষা বিগত 6/4/24 তারিখে বিজ্ঞাপিত প্রোগ্রাম অনুযায়ী অনুষ্ঠিত হবে। ছাত্র-ছাত্রীদের ছুটি চলাকালীন সময়ে তাদের পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়ার জন্য উপদেশ দেওয়া হল।
NOTICE
Date: 23/12/2023
This is for general information that the classes for the academic year, 2024 will be started on and from the 5th January, 2024 at 8:00 am. The students are directed to attend the classes positively.
The Teacher's, students and all concerned are farther informed that the mission shall remain closed from the 24th December, 2023 to the 4th January, 2024. For the occasion after the annual examination, 2023.