স্থাপিত- ২০১৯
গ্রাম ও পোঃ- রঘুনাথপুর, থানা- কালিয়াগঞ্জ, জেলা- উত্তর দিনাজপুর, পিন- ৭৩৩১২৯,
পরিচালনায়- আল ফাজলে এডুকেশনাল ট্রাস্ট
রেজি নং- IV-1804-00006/2019
এটি একটি শিক্ষা, সংস্কৃতি, নৈতিক, মনোন্নয়ন, সু-নাগরিক গঠন ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান। চলতি শিক্ষাবর্ষে দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। এটি একটি সম্পূর্ণরূপে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে বালক ও বালিকাদের পৃথক হোস্টেল এর মাধ্যমে শিক্ষার ব্যবস্থা থাকছে।
প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্যঃ
* শরীয়তী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর ইহলৌকিক ও পরলৌকিক জীবনে মহান আল্লাহর রেজামন্দি হাসিল।
* আধুনিক শিক্ষার মাধ্যমে যোগ্যতা অর্জন করে শিক্ষার্থীর নিজের ও সমাজের সচ্ছলতা বৃদ্ধি করা।
* আধুনিক বিজ্ঞানসম্মত জ্ঞান চর্চার মাধ্যমে সুনাগরিকত্ব অর্জন করে দেশের সেবা করা।
* খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে দেহ ও মনের বিকাশ ঘটানো।
* নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা ও বিধি বা আইনের প্রতি শ্রদ্ধাশীলতার মাধ্যমে সাবলম্বী হওয়া।
প্রতিষ্ঠানের পাঠ্যক্রম /সিলেবাসঃ
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ ও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুযায়ী। তাছাড়া প্রয়োজন ভিত্তিক ইসলামী শিক্ষা প্রদান যা পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা পর্ষদের অনুরূপ।
MAP LOCATION