এটি একটি শিক্ষা, সংস্কৃতি, নৈতিক, মনোন্নয়ন, সু-নাগরিক গঠন ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান। চলতি শিক্ষাবর্ষে দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। এটি একটি সম্পূর্ণরূপে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে বালক ও বালিকাদের পৃথক হোস্টেল এর মাধ্যমে শিক্ষার ব্যবস্থা থাকছে।
প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্যঃ
* শরীয়তী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর ইহলৌকিক ও পরলৌকিক জীবনে মহান আল্লাহর রেজামন্দি হাসিল।
* আধুনিক শিক্ষার মাধ্যমে যোগ্যতা অর্জন করে শিক্ষার্থীর নিজের ও সমাজের সচ্ছলতা বৃদ্ধি করা।
* আধুনিক বিজ্ঞানসম্মত জ্ঞান চর্চার মাধ্যমে সুনাগরিকত্ব অর্জন করে দেশের সেবা করা।
* খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে দেহ ও মনের বিকাশ ঘটানো।
* নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা ও বিধি বা আইনের প্রতি শ্রদ্ধাশীলতার মাধ্যমে সাবলম্বী হওয়া।
প্রতিষ্ঠানের পাঠ্যক্রম /সিলেবাসঃ
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ ও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুযায়ী। তাছাড়া প্রয়োজন ভিত্তিক ইসলামী শিক্ষা প্রদান যা পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা পর্ষদের অনুরূপ।
Class Room For Boys
Running Race for Girls
15th August
Prayer Line
ইমামবাড়া
ইমামবাড়ায় RPS mission এর ছাত্র/ছাত্রীরা
কাটগলা বাগানবাড়ি
কাটগলা বাগানবাড়িরতে RPS mission এর ছাত্র/ছাত্রীরা