READING MATERIALS 02
BANGLADESH AFFAIRS : PRIMARY JOB PREPARATION
PART 02
LEARN FROM HOME ; SAVE MONEY
BANGLADESH AFFAIRS : PRIMARY JOB PREPARATION
PART 02
আপনার পেজ টি অডিও শুনতে এখানে ক্লিক করুন
Dear learners
welcome you all to our Primary job Preparation audio-video book .
আপনার পেজ টি অডিও শুনতে এখানে ক্লিক করুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বাংলাদেশ সাধারণ জ্ঞান বিষয়ে ৫০টি সঠিক উত্তরসহ ব্যাখ্যাসহ MCQ দেওয়া হলো: Practice sheet
চলুন তাহলে "বাংলাদেশ সাধারণ জ্ঞান (Primary Tutor Appointment Exam)" এর জন্য মোট ৫০টি সঠিক উত্তর ও ব্যাখ্যাসহ MCQ বাংলায় দেওয়া হচ্ছে — প্রথম ৫০টি একসাথে:
আপনার কাংখিত জব পেতে বেশি বেশি প্রাকটিস করুন । আমাদের ওয়েব সাইটে www.massbd.org আপনি সকল জব প্রস্তুুতির ভিডিও বুক পেয়ে যাবেন কম খরচে । তাই কোন প্যারা নেয়ার দরাকার নাই । বসায় বসেই নিজে কে প্রস্তুুত করুন
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যা দরাকার সবাই পচ্ছেন এই অডিও ভিডিও বুকেএবং সাথে টিউটর সাপোর্ট অনলাই পরীক্ষা তো থাকছেই । সমগ্র অডিও ভিডিও বুকটিতে কন্ঠ দিবেন এম ডি হোসেন স্যার এবং সাথে আমি তো থাকছি আপনাদের সাথেই ।আপানর যেকোন প্রশ্ন ও উত্তর পেতে হোটস অ্যাপ করুন ০১৯৫৫৩৭৫৫০১/০১৮৫৪৫৫০১৮৪
Lets Start now!!!!
One thing you sholud remember no coaching no extra support will be required for the Exam preparation if you have this Audio Video book
আজকের ওরাল টেস্টটি বাংলাদেশ অ্যাফিয়ারস এর উপর । সব থেকে ভালো হবে আপনি প্রথমে প্রতিটি প্রশ্ন ও উত্তর গুলো পড়ে নিন এবং ভিডিও বা অডিও টি শুনে নিন তাহলে বেশি দিন মনে থাকবে এবং স্যার রিভিশন দিবার যে মেমরী টেকনিক বইটিতে শেয়ার করছে তা মেনে চলুন । সফল আপনি হবেনই ইনশাল্লাহ!!!
১. বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন কে?
ক) শেখ মুজিবুর রহমান
খ) জিয়াউর রহমান
গ) তাজউদ্দীন আহমদ
ঘ) মওলানা ভাসানী
✅ সঠিক উত্তর: খ) জিয়াউর রহমান
ব্যাখ্যা: ২৬ মার্চ ১৯৭১ তারিখে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন।
২. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক) শেখ মুজিবুর রহমান
খ) খন্দকার মোশতাক আহমদ
গ) তাজউদ্দীন আহমদ
ঘ) সৈয়দ নজরুল ইসলাম
✅ সঠিক উত্তর: গ) তাজউদ্দীন আহমদ
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালে প্রবাসী মুজিবনগর সরকারে তিনি প্রধানমন্ত্রী ছিলেন।
৩. বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত?
ক) ৩:২
খ) ৪:২
গ) ৫:৩
ঘ) ১০:৬
✅ সঠিক উত্তর: ক) ঘ) ১০:৬
ব্যাখ্যা: বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩:২।
৪. বাংলাদেশের সংবিধান গৃহীত হয় কত সালে?
ক) ১৯৭১
খ) ১৯৭২
গ) ১৯৭৩
ঘ) ১৯৭৫
✅ সঠিক উত্তর: খ) ১৯৭২
ব্যাখ্যা: ১৯৭২ সালের ৪ নভেম্বর সংবিধান গৃহীত হয় এবং কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২।
৫. বাংলাদেশের জাতীয় ফুল কোনটি?
ক) রজনীগন্ধা
খ) শাপলা
গ) বেলি
ঘ) গোলাপ
✅ সঠিক উত্তর: খ) শাপলা
ব্যাখ্যা: শাপলা (Water Lily) বাংলাদেশের জাতীয় ফুল এবং এটি পানিতে জন্মায়।
৬. বাংলাদেশের রাজধানী কোথায়?
ক) খুলনা
খ) চট্টগ্রাম
গ) ঢাকা
ঘ) রাজশাহী
✅ সঠিক উত্তর: গ) ঢাকা
ব্যাখ্যা: ঢাকা হলো বাংলাদেশের রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র।
৭. বাংলাদেশের জাতীয় সংগীত কে রচনা করেন?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) লালন শাহ
ঘ) জসীমউদ্দীন
✅ সঠিক উত্তর: ক) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা: “আমার সোনার বাংলা” গানটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন, যা বাংলাদেশের জাতীয় সংগীত।
৮. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কত দিন স্থায়ী ছিল?
ক) ৬ মাস
খ) ৯ মাস
গ) ১ বছর
ঘ) ৩ মাস
✅ সঠিক উত্তর: খ) ৯ মাস
ব্যাখ্যা: ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ৯ মাস ব্যাপী স্বাধীনতা যুদ্ধ চলে।
৯. বাংলাদেশের জাতীয় কবি কে?
ক) সুকান্ত ভট্টাচার্য
খ) জসীমউদ্দীন
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) সুধীন দত্ত
✅ সঠিক উত্তর: গ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয়।
১০. বাংলাদেশের সংসদের নাম কী?
ক) গণপরিষদ
খ) জাতীয় সংসদ
গ) সংসদ ভবন
ঘ) গণভবন
✅ সঠিক উত্তর: খ) জাতীয় সংসদ
ব্যাখ্যা: বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা হলো "জাতীয় সংসদ"। এটি একক কক্ষবিশিষ্ট।
১১. বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে?
ক) ১৬ ডিসেম্বর
খ) ২৬ মার্চ
গ) ২১ ফেব্রুয়ারি
ঘ) ১৭ এপ্রিল
✅ সঠিক উত্তর: খ) ২৬ মার্চ
ব্যাখ্যা: ২৬ মার্চ ১৯৭১ তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়, এটি স্বাধীনতা দিবস।
১২. বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি?
ক) চট্টগ্রাম
খ) রংপুর
গ) কক্সবাজার
ঘ) দিনাজপুর
✅ সঠিক উত্তর: ক) চট্টগ্রাম
ব্যাখ্যা: আয়তনের দিক থেকে চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে বড় জেলা।
১৩. জাতিসংঘে বাংলাদেশ কোন সালে সদস্যপদ লাভ করে?
ক) ১৯৭১
খ) ১৯৭২
গ) ১৯৭৪
ঘ) ১৯৭৩
✅ সঠিক উত্তর: গ) ১৯৭৪
ব্যাখ্যা: ১৯৭৪ সালে বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে।
১৪. বাংলাদেশের জাতীয় ফল কী?
ক) আম
খ) কাঁঠাল
গ) লিচু
ঘ) কলা
✅ সঠিক উত্তর: খ) কাঁঠাল
ব্যাখ্যা: কাঁঠাল হলো বাংলাদেশের জাতীয় ফল। এটি গ্রীষ্মকালীন ফল।
১৫. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
ক) সাকা হাফং
খ) চিম্বুক
গ) তাজিংডং
ঘ) কেওক্রাডং
✅ সঠিক উত্তর: ক) সাকা হাফং
ব্যাখ্যা: সাকা হাফং বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে গৃহীত, উচ্চতা প্রায় ৩৪৮৮ ফুট।
উচ্চতা: প্রায় ৩,৪৮৮ ফুট বা ১,০৬৪ মিটার
অবস্থান: বান্দরবান জেলার রুমা উপজেলার সীমান্তবর্তী এলাকায়, মিয়ানমার সীমান্তে অবস্থিত
স্থানীয় নাম: অনেকে একে "মোদাক মউ" নামেও চেনেন
বিশেষত্ব: এটি দীর্ঘদিন ধরে বিতর্কিত ছিল কারণ কেউ কেউ কেওক্রাডং বা তাজিংডং-কে সর্বোচ্চ শৃঙ্গ মনে করতেন। তবে আধুনিক GPS প্রযুক্তি ব্যবহার করে মাপার মাধ্যমে সাকা হাফং-ই সর্বোচ্চ প্রমাণিত হয়েছে।
১৬. ‘মহান শহীদ দিবস’ কবে পালিত হয়?
ক) ১৬ ডিসেম্বর
খ) ২৬ মার্চ
গ) ২১ ফেব্রুয়ারি
ঘ) ১লা মে
✅ সঠিক উত্তর: গ) ২১ ফেব্রুয়ারি
ব্যাখ্যা: ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালিত হয়।
১৭. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
ক) শেখ মুজিবুর রহমান
খ) তাজউদ্দীন আহমদ
গ) খন্দকার মোশতাক আহমদ
ঘ) সৈয়দ নজরুল ইসলাম
✅ সঠিক উত্তর: ঘ) সৈয়দ নজরুল ইসলাম
ব্যাখ্যা: ১৯৭১ সালে বঙ্গবন্ধু বন্দী থাকাকালে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন।
১৮. বাংলাদেশ কবে প্রথম বিশ্বকাপে (ক্রিকেট) অংশগ্রহণ করে?
ক) ১৯৯৯
খ) ১৯৯৬
গ) ২০০৩
ঘ) ১৯৯৫
✅ সঠিক উত্তর: ক) ১৯৯৯
ব্যাখ্যা: বাংলাদেশ প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণ করে ১৯৯৯ সালে।
১৯. বাংলাদেশের সবচেয়ে বড় নদী কোনটি?
ক) মেঘনা
খ) পদ্মা
গ) যমুনা
ঘ) ব্রহ্মপুত্র
✅ সঠিক উত্তর: খ) পদ্মা
ব্যাখ্যা: পদ্মা নদী বাংলাদেশের সবচেয়ে বড় নদী হিসেবে গণ্য।
২০. জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা' গীত হয়েছে কোন রাগে?
ক) বিলাবল
খ) দেশ
গ) ভৈরবী
ঘ) যামিনী
✅ সঠিক উত্তর: খ) দেশ
ব্যাখ্যা: 'আমার সোনার বাংলা' গানটি 'দেশ' রাগে রচিত হয়েছে।
২১. বাংলাদেশের কোন শহর ‘শিল্প নগরী’ নামে পরিচিত?
ক) খুলনা
খ) ঢাকা
গ) নারায়ণগঞ্জ
ঘ) চট্টগ্রাম
✅ সঠিক উত্তর: ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা: চট্টগ্রাম হলো বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর ও শিল্পনগরী।
২২. বাংলাদেশের মুদ্রা কোনটি?
ক) টাকা
খ) রুপি
গ) ডলার
ঘ) পয়সা
✅ সঠিক উত্তর: ক) টাকা
ব্যাখ্যা: বাংলাদেশের সরকারী মুদ্রার নাম “বাংলাদেশি টাকা (BDT)”।
২৩. কোন তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়?
ক) ১৫ আগস্ট ১৯৭৫
খ) ২৬ মার্চ ১৯৭১
গ) ২১ ফেব্রুয়ারি ১৯৫২
ঘ) ১৭ এপ্রিল ১৯৭১
✅ সঠিক উত্তর: ক) ১৫ আগস্ট ১৯৭৫
ব্যাখ্যা: এই দিনে বঙ্গবন্ধু ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়।
২৪. বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক) শেখ হাসিনা
খ) খালেদা জিয়া
গ) ফজিলাতুন নেছা
ঘ) রওশন এরশাদ
✅ সঠিক উত্তর: খ) খালেদা জিয়া
ব্যাখ্যা: ১৯৯১ সালে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন।
২৫. “সোনার বাংলা” গানটি কোন সালে জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়?
ক) ১৯৭১
খ) ১৯৭২
গ) ১৯৭৪
ঘ) ১৯৭৩
✅ সঠিক উত্তর: খ) ১৯৭২
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানে ১৯৭২ সালে এ গানকে জাতীয় সংগীত হিসেবে গৃহীত করা হয়।
২৬. বাংলাদেশের জাতীয় পশু কী?
ক) রয়েল বেঙ্গল টাইগার
খ) হাতি
গ) চিতা
ঘ) ভালুক
✅ সঠিক উত্তর: ক) রয়েল বেঙ্গল টাইগার
ব্যাখ্যা: সুন্দরবনের বাঘ – রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু।
২৭. বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি?
ক) মংলা
খ) পায়রা
গ) চট্টগ্রাম
ঘ) কক্সবাজার
✅ সঠিক উত্তর: গ) চট্টগ্রাম
ব্যাখ্যা: চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দেশের প্রধান রপ্তানি-আমদানি কার্যক্রম সম্পন্ন হয়।
২৮. বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল রয়েছে?
ক) ৪টি
খ) ৫টি
গ) ৭টি
ঘ) ৮টি
✅ সঠিক উত্তর: গ) ৭টি
২৯. বাংলাদেশের মোট বিভাগ সংখ্যা কতটি?
ক) ৬
খ) ৭
গ) ৮
ঘ) ৯
✅ সঠিক উত্তর: গ) ৮
ব্যাখ্যা: বর্তমানে (২০২৫ পর্যন্ত) বাংলাদেশে ৮টি বিভাগ রয়েছে।
৩০. বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি?
ক) যমুনা
খ) মেঘনা
গ) পদ্মা
ঘ) ব্রহ্মপুত্র
✅ সঠিক উত্তর: ঘ) ব্রহ্মপুত্র
ব্যাখ্যা: ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের দীর্ঘতম নদীগুলোর একটি, তবে সম্পূর্ণ প্রবাহ হিসেবে এটি সবচেয়ে দীর্ঘ।
৩১. ভাষা আন্দোলনের মূল দাবি কী ছিল?
ক) বাংলাকে জাতীয় সংগীত করা
খ) বাংলাকে অফিসিয়াল ভাষা করা
গ) বাংলাকে রাষ্ট্রভাষা করা
ঘ) বাংলা বর্ণমালা সংরক্ষণ
✅ সঠিক উত্তর: গ) বাংলাকে রাষ্ট্রভাষা করা
ব্যাখ্যা: ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মূল দাবি ছিল বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া।
৩২. বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি?
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
গ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ঘ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
✅ সঠিক উত্তর: ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা: ১৯২১ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়।
৩৩. জাতীয় সংসদে মোট কতটি আসন রয়েছে?
ক) ৩০০
খ) ৩৫০
গ) ৩২৫
ঘ) ২৯০
✅ সঠিক উত্তর: খ) ৩৫০
ব্যাখ্যা: ৩০০টি সাধারণ ও ৫০টি সংরক্ষিত মহিলা আসনসহ মোট ৩৫০টি আসন রয়েছে।
৩৪. বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মূলনীতি কয়টি?
ক) ৩টি
খ) ৪টি
গ) ৫টি
ঘ) ২টি
✅ সঠিক উত্তর: খ) ৪টি
ব্যাখ্যা: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা—এই চারটি রাষ্ট্রের মূলনীতি।
৩৫. বাংলাদেশের কোন জেলাটি কয়লার জন্য বিখ্যাত?
ক) দিনাজপুর
খ) বরিশাল
গ) গোপালগঞ্জ
ঘ) ময়মনসিংহ
✅ সঠিক উত্তর: ক) দিনাজপুর
ব্যাখ্যা: দিনাজপুরের বরকূপা ও ফুলবাড়িতে কয়লার খনি রয়েছে।
৩৬. বাংলাদেশের প্রথম নারী পাইলট কে?
ক) নাসিমা হক
খ) কানিজ ফাতেমা রত্না
গ) মাহমুদা বেগম
ঘ) শারমিন আক্তার
✅ সঠিক উত্তর: খ) কানিজ ফাতেমা রত্না
ব্যাখ্যা: তিনিই প্রথম বেসামরিক নারী পাইলট হিসেবে বাংলাদেশের ইতিহাসে স্থান করে নেন।
৩৭. বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
ক) ১৯৭২
খ) ১৯৭৩
গ) ১৯৭৫
ঘ) ১৯৭১
✅ সঠিক উত্তর: খ) ১৯৭৩
ব্যাখ্যা: ৭ মার্চ ১৯৭৩ তারিখে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
৩৮. স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা আঁকেন কে?
ক) কামরুল হাসান
খ) সফিউদ্দিন আহমেদ
গ) কাইয়ুম চৌধুরী
ঘ) মোফাজ্জল হোসেন
✅ সঠিক উত্তর: ক) কামরুল হাসান
ব্যাখ্যা: কামরুল হাসান স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার।
৩৯. বাংলাদেশের সংবিধান ক’টি ভাগে বিভক্ত?
ক) ১০টি
খ) ১১টি
গ) ১২টি
ঘ) ১৩টি
✅ সঠিক উত্তর: গ) ১২টি
ব্যাখ্যা: সংবিধান ১২টি ভাগে বিভক্ত।
৪০. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি (২০২৫) কে?
(এই প্রশ্নটি সময়ভিত্তিক; সঠিক নাম এখনকার তথ্য অনুযায়ী দিন। যদি আপডেট চান, আমাকে বলুন)
৪১. বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর কোনটি?
ক) চাঁপাইনবাবগঞ্জ
খ) হিলি
গ) বেনাপোল
ঘ) দর্শনা
✅ সঠিক উত্তর: গ) বেনাপোল
ব্যাখ্যা: বেনাপোল স্থলবন্দর বাংলাদেশ-ভারতের মধ্যে সবচেয়ে বড় এবং ব্যস্ততম স্থলবন্দর।
৪২. 'একাত্তরের দিনগুলি' গ্রন্থটির লেখক কে?
ক) হুমায়ুন আজাদ
খ) শহীদুল্লা কায়সার
গ) জাহানারা ইমাম
ঘ) সেলিনা হোসেন
✅ সঠিক উত্তর: গ) জাহানারা ইমাম
ব্যাখ্যা: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনলিপি ভিত্তিক গ্রন্থ ‘একাত্তরের দিনগুলি’ জাহানারা ইমাম রচিত।
৪৩. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কোথায়?
ক) কলকাতা
খ) আগরতলা
গ) মুজিবনগর
ঘ) সিলেট
✅ সঠিক উত্তর: গ) মুজিবনগর
ব্যাখ্যা: মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় (বর্তমানে মুজিবনগর) অস্থায়ী সরকার গঠিত হয় ১৭ এপ্রিল ১৯৭১।
৪৪. 'জাতীয় শোক দিবস' কবে পালন করা হয়?
ক) ২১ ফেব্রুয়ারি
খ) ১৬ ডিসেম্বর
গ) ১৫ আগস্ট
ঘ) ২৬ মার্চ
✅ সঠিক উত্তর: গ) ১৫ আগস্ট
ব্যাখ্যা: এই দিনে জাতির পিতা শেখ মুজিবকে হত্যা করা হয়।
৪৫. বাংলাদেশের প্রথম নারী মহাসচিব কে?
ক) ফাহমিদা করিম
খ) শামসুন নাহার
গ) রওশন আরা বেগম
ঘ) সাফিয়া খাতুন
✅ সঠিক উত্তর: খ) শামসুন নাহার
ব্যাখ্যা: সরকারি প্রশাসনে প্রথম নারী সচিব ছিলেন শামসুন নাহার।
৪৬. বাংলাদেশের জাতীয় সঙ্গীত কত চরণের?
ক) ২
খ) ৪
গ) ১০
ঘ) ১
✅ সঠিক উত্তর: ঘ) ১
ব্যাখ্যা: 'আমার সোনার বাংলা' গানটির প্রথম চার লাইনের (প্রথম স্তবক) একটি চরণ জাতীয় সংগীত হিসেবে গীত হয়।
৪৭. বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া কোনটি?
ক) ক্রিকেট
খ) ফুটবল
গ) কাবাডি
ঘ) ভলিবল
✅ সঠিক উত্তর: ক) ক্রিকেট
ব্যাখ্যা: জনপ্রিয়তার বিচারে ক্রিকেট বাংলাদেশের শীর্ষ ক্রীড়া।
৪৮. জাতীয় সংগীতের প্রথম দুই চরণ কী?
✅ উত্তর: "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি"
ব্যাখ্যা: এই দুই চরণ জাতীয় সংগীত হিসেবে গীত হয়।
৪৯. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয় কত সালে?
ক) ২০১৬
খ) ২০১৭
গ) ২০১৮
ঘ) ২০১৯
✅ সঠিক উত্তর: গ) ২০১৮
ব্যাখ্যা: ২০১৮ সালের ১২ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়।
৫০. বাংলাদেশের জাতীয় পাখি কোনটি?
ক) দোয়েল
খ) শালিক
গ) কাক
ঘ) টিয়া
✅ সঠিক উত্তর: ক) দোয়েল
ব্যাখ্যা: দোয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি এবং এটি খুবই চঞ্চল ও সুরেলা।