পদবী : সুপারভাইজার
বিভাগ : সিকিউরিটি
দায়িত্ব ও কর্তব্য :
কোম্পানীর নিয়ম-নীতি ও কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করা
ফ্যাক্টরীর সম্পদের উপর সার্বক্ষণিক কড়া নজর রাখতে হবে।
গার্ডদের দক্ষতা পর্যবেক্ষন করা এবং দক্ষতার উন্নতিতে সাহায্য করা ।
নির্দিষ্ট সময়ের পর কোন শ্রমিক এবং কর্মচারী কারখানায় প্রবেশ করলে বা বের হলে নিরাপত্তা প্রহরী নির্ধারিত রেজিষ্টার/ফরমে সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারীর নাম, পদবী ও কার্ড নম্বর লিখে সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রদান করবে।
বহিরাগতদের বা দর্শনার্থীদের পরিচয় ও সাক্ষাতের কারণ কর্তৃপক্ষকে অবশ্যই অবগত করতে হবে।
কর্তৃপক্ষের অনুমতি প্রাপ্ত প্রত্যেক দর্শনার্থী বা বহিরাগতদের প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য ও সাক্ষাতের কারণ ভিজিটর রেজিষ্ট্রারে লিপিবদ্ধ করতে হবে এবং নির্র্দিষ্ট কার্ড ইস্যু করতে হবে এবং দর্শনার্থীর সাথে একজন স্কট দিয়ে কাঙ্কিত ব্যক্তির সাথে সাক্ষাতের ব্যবস্থা করতে হবে।
যে কোন পন্য কারখানা থেকে বাহিরে যাওয়ার সময় ও কারখানায় প্রবেশ করার সময় গেট পাশ ও চালান সংরক্ষণ করতে হবে এবং বিস্তারিত বিবরন রেজিষ্ট্রারে লিপিবদ্ধ করতে হবে।
কন্টেইনার কারখানায় প্রবেশের পূর্বে এর ভিতর ও বাহির সঠিকভাবে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে দেখতে হবে কোথাও কোন বিষ্ফোরক দ্রব্য, দাহ্যপদার্থ, অবৈধ মালামাল ও যন্ত্রপাতি আছে কিনা। যদি অবৈধ কোন কিছু পাওয়া যায় তবে তা সাথে সাথে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
কোন প্রকার দুর্ঘটনা, অগ্নিকান্ড, হাঙ্গামা, হৈ চৈ ও ব্যক্তিগত বা কোম্পানীর ক্ষতিজনিত বিষয় তৎক্ষনাৎ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর কারখানার সর্বত্র পরিদর্শন করতে হবে।
চেকলিষ্ট ব্যবহার করে নিয়মিত ঝুঁকি চিহ্নিত করে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
সকল গার্ড ও কারখানার সকল স্বাস্থ্য ও নিরাপত্তা ইস্যু সম্পর্কে সচেতন থাকা ।
কারখানার সকল অগ্নি নিরাপত্তা সরঞ্জামাদি সর্বদা বাধামুক্ত আছে কিনা তা নিশ্চিত করতে হবে।
কাজের পুনরাবৃত্তি উপেক্ষা করতে সঠিক কর্মপদ্ধতিতে কর্ম পরিচালনা করতে হবে।
গার্ডদের অনুপস্থিতির হার কমানোর জন্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করা ।
প্রতিষ্ঠানের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন রাখতে বিশেষ ভূমিকা পালন করা ।
কর্মরত সকল গার্ডদের নিয়মিত পোলিং ও তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহিত করতে হবে।
দক্ষতা :
নেতৃত্ব দানকারী হতে হবে।
দায়িত্ব সম্পর্কে যথাযথ জ্ঞান থাকতে হবে ।
কাজের প্রতি মনোযোগী হতে হবে ।
নির্দিষ্ট সময়ের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার মানসিকতা থাকতে হবে।
ব্যক্তিত্ব :
নিরাপত্তা নীতি, হয়রানী ও উৎপীড়নমুক্ত নীতি সম্পর্কে যথেষ্ট জ্ঞান ও প্রশিক্ষণ থাকতে হবে।
সাধারণ গার্ড ও লেডী গার্ডদের যে কোন সমস্যা শোনার মত ধৈর্য্যশীল হতে হবে ।
সুবিচার ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে ।
ভদ্র, বিনয়ী ও আন্তরিক হতে হবে, যাতে অন্যান্য গার্ডরা যে কোন সমস্যা খোলাখুলি আলোচনা করতে পারে ।
কোন শ্রমিক এর সাথে খারাপ আচরণ, হয়রানী করা বা অপমান করা থেকে বিরত থাকতে হবে । সর্বদা সহযোগীতামূলক আচরণ করতে হবে ।
সকলের সাথে ( শ্রমিক ও কর্তৃপক্ষ ) পর্যাপ্ত যোগাযোগ বজায় রাখা।
কর্মরত অবস্থায় সর্বদা পরিচয়পত্র ও পোষাক পরিধান করবে।
যে কোন ধরণের পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা থাকতে হবে ।
কারখানার শ্রমিকদের কোন অবস্থাতেই শারীরিক বা মানসিক নির্যাতন, গালিগালাজ, হয়রানি এবং যৌনহয়রানী করা যাবে না।
নিরাপত্তা কাজে নিয়োজিত প্রহরী দৈনন্দিন সাধারন কাজ কর্ম সম্পাদনের ক্ষেত্রে পেশীশক্তি ব্যবহার করবে না। যদি কখনো করতে হয় তবে তা উপযুক্ত ব্যাখ্যা প্রদান করতে হবে।