যশোর, খুলনা ও মাগুরা শহরে বিভিন্ন বাসা বাড়ি, মিল কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান , হোটেল রেস্টুরেন্ট ও বিভিন্ন প্রতিষ্ঠানে ইমার্জেন্সি সিকিউরিটি নিয়োগ দেয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি নিয়ে দ্রুত যোগাযোগ করতে অনুরোধ করা হইলো।
শিক্ষাগত যোগ্যতা :
১. HSC
২. SSC
৩. JSC (Minimum)
অভিজ্ঞতা :
১. বয়স ১৮ থেকে ৩৫ বছর
২. প্রার্থীদের শারীরিকভাবে ফিট ও শারীরিক কাজ সম্পাদনে সক্ষম হতে হবে।
৩. রাত ও দিনের শিফটে কাজ করার মানসিকতা থাকতে হবে।
দায়িত্ব ও প্রসঙ্গ :
১. রাতে ও দিনে ডিউটি করার মানসিকতা থাকতে হবে।
২. কর্মী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ।
৩. যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে প্রতিষ্ঠানের সম্পদ এবং অবকাঠামোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
৪. ঊর্ধতন কতৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্বসমূহ যথাযথভাবে সম্পাদন করা।
৫. কোন প্রকার সমস্যা দেখা দিলে তা তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো।
কাজের স্থান : যশোর,খুলনা,মাগুরা,চট্টোগ্রাম।
বেতন : ৮,০০০-১০,০০০ টাকা (পোস্ট ও শিফট অনুসারে)
ডিউটির সময় : ৮ থেকে ১২ ঘন্টা।
সুযোগ সুবিধা: থাকা সম্পূর্ণ ফ্রি। খাওয়া নিজের, তবে খাওয়ার সুব্যবস্থা রয়েছে। (পোস্ট অনুসারে)
অফিস ও যোগাোগের ঠিকানা : ছারা সুপার মর্কেট ১ম তলা, বকচর নয়ন চৌধুরী পাড়া, খুলনা রোড, যশোর।
অনলাইনে আবেদন করার লিংক: https://forms.gle/K64X1a3dw8gfQWDi7