Student Notice

Please read the notices carefully and do accordingly

Notice No. 109/ 2018-19 / DT.08/04/2019

This is to inform all concerned students that the admission process of 2nd & 3rd year has opened and the registration will remain open till 11/04/2019 upto 3pm and the payment link will remain active till 13/04/2019 up to 11pm . Those who have registered and received the ID and password and have not paid yet, are instructed to take admission through payment using Malda College Mobile App or College website immediately.

Those who have NOT registered yet are instructed to do it immediately and this is the last phase of admission for 2nd and 3rd year Honours/General students for the session 2018-19.

PAYMENT LINK

REGISTRATION LINK

Symposium on

Music as a Therapy

An initiation of IQAC, Malda College for emotional development of students

Date: 06/04/2019 Time: 11:00am Venue : Durgakinkar Sadan

All students are informed to participate in the symposium positively. Principal and teachers will be present there.

About Symposium:

গানের ভিতর দিয়ে ভুবনখানি দেখলে, অনেকটাই প্রশমিত হয় দৈনন্দিনের গ্লানি আর ক্লান্তি।

যে অদ্ভূত অন্ধকার সময়ের সামনে আমরা দাঁড়িয়ে তার মধ্যে শান্তি কম। শ্রান্তি বেশি। হতাশা নামক মারণব্যাধি আর একাকীত্ব নামক মহামারী সমাজকে গ্রাস করছে। দিনে দিনে এই অনিশ্চিত পৃথিবীর কঠিন আঘাতের শিকার হচ্ছে ছাত্রসমাজ। ব্যাহত হচ্ছে মনোসংযোগ।

তবে কি কোনো নিরাময় নেই? নিরাপত্তা নেই?

আছে। আছে সংগীতের সুর, তাল, ছন্দে। আছে গানের কথায়। যে রবীন্দ্রসংগীতের কথা আর তার ভাব আমাদের সমস্ত সুখ,দুঃখের সাথী,প্রাণের আরাম,আত্মার শান্তি,আমরা সেই গানের কাছে আজ নতজানু ।

মালদা কলেজের ব্যবস্থাপনায় , আজকের উদ্যোগ

রবীন্দ্রনাথের গান: আরোগ্যসংগীত।

ঈশিতা মুখোপাধ্যায় এবং দেবশ্রী নন্দী আপনাদের কাছে নিয়ে আসবেন সংগীতের একটি অনন্য অধ্যায়: মিউজিক থেরাপি। আরোগ্যসংগীত।

এপ্রিলের ছয় তারিখে ,দুর্গাকিংকর সদনে আসুন।

দুপুর এগারোটা থেকে দুটো পর্যন্ত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে গানে গানে সব বন্ধন টুটে যাক।

শুধুমাত্র একদিন নয়, আমাদের দৈনন্দিনকে পূর্ণ করে রাখে যে গান, তাই হতে পারে আমাদের হতাশার নিরাময়, আমাদের মনোসংযোগের কেন্দ্র, আমাদের বেদনার আরোগ্য। শিল্পীরা কথা বলবেন, গান গাইবেন, দেবেন শক্তির সন্ধান আর তাঁদের সঙ্গে গলা মিলিয়ে গাইবার অনুরোধ থাকলো আপনাদের কাছেও।

Resource persons of this Symposium

Ishita Mukhopadhyay

Trainer, performer , Rabindra Sangeet & Motivator

Dr Debashree Nandi

Trainer, performer, Rabindra Sangeet & Motivator

Notice No. 105/ 2018-19 / DT. 22/03/2019

This is to inform that students of Hons courses will only sit for their Hons paper(s) only and not to sit for their General papers in the supplementary test examination 2019. General students will have to sit for supplementary test examination for general papers.

Date: 16/03/2019

'Basanta Utsav - 2019' will be held on 20th March, 2019 at 12 noon in the college campus. All the students are requested to particpiate for the same.