আজকে ঈদ এর দিন ।
তুমি কথা বলা বন্ধ করার পর প্রতি টা দিন তোমাকে মিস করছি , কিন্তু এবার আর নিজ থেকে কিছু বলি নি , ভাবছিলাম যে তুমি আমাকে ফিরাও , প্রতি বার তো আমি কান্না করি , কত কথা বলি , পাগলামো করি , হয়তো তুমি আমার আমাকে দয়া করে ফিরে আসো, তাই এবার আর কোনো কিছু বলি নি , তাই বলে এবার আর তুমি এলেই না । তোমার আইডি টা একদিন ও চেক করা মিস দেই নি , কেন দেখি আমি ? তুমি আসবে না । আমি দেখি , তোমার করা পোস্ট গুলো আমাকে ঘৃনা করেই দেয়া ।
*আমার কাছে ফুল কিন্তু ভালোবাসার প্রতীক *
*আর তোমার আমার প্রতি এতো সহজে ইন্টারেস্ট চলে গেলো?*
*আমি কিন্ত তোমাকে ছেড়ে যাই নি *
*বেশি আগ্রহ দেখিয়েছো তাই সমস্যা ?*
তোমার স্টোরি টা আজকে দেখলাম কত বার চেক করছি , নিজেও জানি না । ঈদ এর দিন কান্না করতে হয় না তাই কাঁদি নি আজকে এখনো , রাত হলে হয়তো আবার তোমার চিঠি হাতে নিয়ে আবার কান্না করবো ।তোমার সমস্ত বন্ধু মহল এর কাছে আমাকে এমন ভাবে উপস্থাপন করলা? তুমি কিভাবে আমার সাথে ঝগড়া হওয়ার পর তানভির এর জন্মদিন উদযাপন করছো?😭যাকে তুমি মারতে বলছিলা তার জন্মদিন উদযাপন করলা? যেখানে ফারিয়াও ছিলো না ?
এতো দিন খেয়াল করি নি , আজকে সকালে দেখলাম তানভির আমাকে আনফ্রেন্ড করে দিছে । আমার সাথে তানভির এর কোনো কথাও হয় নাই ,জানি না কেনো করছে ?
আমি কেনো এগুলা লিখতেসি ?
তুমি কার ফ্রেন্ড , কাকে কি বলবা , আমি তো জানার কথা না , আমার তো সে অধিকার এ নাই ।
নিজেকে শুধু কষ্টই দিচ্ছি , আর কিছুই করতে পারছি না । নিজে এখন তোমার কাছে ফিরে গেলে হয়তো আবারো সমস্যা হবে ।
মাঝখানে কত ঘটনা ঘটে গেলো , কিছুই লেখা হয় নাই । দিন শেষে এতো কাহিনির পরে আমি ই দোষী রয়ে গেলাম , প্রতি কথার জবাব দেয়া যেত, দেই নি কোনো টার ই । আমি তোকে আসলে কখনো ভালইবাসি নি , না হলে এত কথা শুনার পরেও আমি কেনো তোরেই চাই ? মনে হয় আমি পাগল , এইটাও তো তুমি আগেই বলসিলাম । এখন আমি এমন একজন ছেলে যে তোমাকে পটানোর চেষ্টা করতেছে , তুমি চাইলে তাকে রাখতেও পারো ,আবার ফেলেও দিতে পারো । কত সুন্দর একটা হিসেব । তোমার কাসে তানভির এর জন্মদিন উদযাপন সাধারন হওয়ার কথা আগেই জানি , এই জায়গায় আমি তোকে ছেড়ে গিয়ে মিম / অন্য কারো জন্মদিন উদযাপন করতাম ? আর বলতাম ওর বয়ফ্রেন্ড অসুস্থ । যাই হোক আমি তো পাগল তাই এতো কিছুর পরেও তোর সব কথা মেনে নিসি, তোমার বন্ধুরা যে কি ? খুব ভালো করেই বুঝলাম । তুমি নাকি আমার এক্সপেরিয়েন্স , যারে কখনও আমি আমার ছাড়া কল্পনাই করতে পারি নাই , সে নাকি আমার এক্সপেরিএন্স । আমি যে হিসাবেই বলি বলসি তো ভুল আমার ই। তোর জন্য প্রতি টা দিন কান্না করাই আমার ভুল ছিলো ।
নিজের কথা গুলো কখনো নিজে শুনে দেইখো কেমন লাগে , অনেক কষ্ট লাগে তিথি তোর প্রতি টা ভুলবুঝাবুঝিতে । আমি তোকে আসলে কোনো দিন ভালোবাসি নাই তাই না ? আমার মনে হয় না তোর সাথে যেই পরিমান আমি সময় দিসি অন্য কেউ তার প্রেমিকারে এতো সময় দিসে , কবে কথা বন্ধ ছিলো ,? আমি তো তোকে সময় দেই নাই , তাই তো , এই জন্য ছেড়ে গেসিলি , আমি ফিরাইনি তাও আমার দোষ । তোকে কিছু বলবো ? তাও পারবোনা । ভালো না লাগলে আমি তোর সাথে আছি কেন?এই গুলাইতো ?
নিজের কোনো কথাই শুনি নাই , শুধু তোকে হারাবো বলে , তুমি বলসিলা না তুমি রিয়ালাইজ করছো অনেক কিছু, তুমি যেইটা ১ মাসঃ পর বুঝছো , ঐ ফিলিংস্টা আমি ১ মাস আগে অনুভব করছিলাম , তাও আমি সব দোষ মাথায় নিয়ে তোর সামনে গেসি ।
তোমার ভালোবাসাকে কিছু বললে ওইটা মহাপাপ , আর আমার ভালোবাসাকে নাটক বল্লেও ভালো কথা ।
যে মানুষটা আসলেও পাগল , সে তার প্রিয়তমার কাছে সব থেকে সুস্থ মানুষ । আর আমি তোর কাছে মানষিক ভারসাম্যহীন ।
আমি তো কান্না করলেও নাটক , আসলেই এই নাটক টা শুধু তোর জন্য ই হয় । আর কারো জন্য হয় না ।
ছেলেরা সব করে আসলেই , তাই আমিও করতেছি । যুদ্ধে হাজার টা শত্রুকে পরজিত করা যোদ্ধা টাও দিন শেষে কারো সহানুভুতি চায় , কেউ তাকে বুঝুক এইটা চায় । ছেলেদের আসলে বড় দুর্বলতা এইটাই তারা সহানুভুতি চায় । তুমি আমাকে মারলেও আমি তোমার পায়ে পরে থাকতাম তোমার জন্য , কেননা আমি তো তোমার প্রতি আশক্ত । এমন যদি তুমি আগে বলতা আমি এমন এ থাকতাম , কিন্তু আমি ভাবসিলাম আমি একজন কে পাইসি যে কলার উচু করে দিয়ে প্রেরনা যোগাবে , আমার তিক্ত কথার মাহাত্য বুঝবে । আমাকে ঐ রকম পথে ঘোরা প্রেমিক হিসেবে চাইলে আমি তেমন ই হইতাম , আমি হয়তো এখানেও ভুল ছিলাম । তুই আমাকে রাস্থায় শুধু থাপ্পর কেনো , লাত্থি দিলেও হয়তো তোর পায়ে পরে থাকতাম , ।আমি আমার জীবনের এখন ১ সেকেন্ড দেয়া অন্য সময়ে ১০ দিন দেয়ার সমান , এই সময়টা আমি তোর জন্য দিচ্ছি , তাও হয়তো তোর কাছে দিন শেষে এইটাই কথা থাকবে যে - এতো অভিমান থাকলে ছিলি কেনো?
এই অপবাদ ও নয়তো মাথায় নিবো