বছর ঘুরে ১৯
দেখা হোক কিংবা না হোক ,একা কিংবা একসাথে থাকি , কথা হোক কিংবা না হোক ১৯ তো ফিরে আসবেই ,অস্তিত্ব না থাকলেও ১৯ এ আগস্ট ফিরে আসবেই , হাজারো ভুল আর কষ্ট ঐ দিন টা ভুলিয়ে দেয় । শুরুটা ১৯ আগস্ট ২০২২ এ হলেও শেষটা অসীম পর্যন্ত।এই ১৯ আর কখনো শেষ হবে না , হাজারো স্মৃতি নিয়ে প্রতিটা বছরেই ফিরে আসে এই ১৯।