তিনি হলেন রঙ , তিনি অনেক আকর্শনীয় তবে নিজেকে প্রকাশ করতে পারেন ক্যানভাসে , যদিও তিনি যেখানে যাবেন সেখানেই সৌন্দর্য বৃদ্ধি করবেন তবে তিনি সবথেকে ফুটে উঠেন ক্যানভাসে ।তিনি যেহেতু রঙ তাই সব গুন ই আছে।কিছু রঙ অনেক কোমল ,কিছু রঙ অনেক কঠিন ।
মি.ক্যানভাস। জীবনে নিজের কোনো কৃতিত্ব নাই তবে রঙ এর ছন্দময়তায় নিজেকে অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারে । রঙ এর সংস্পর্শে অনেক দামি তিনি ।তবে তিনি রঙ এর স্পর্শে যেমন প্রফুল্ল তেমনি রঙ ছাড়া তিনি একদম প্রান হীন ,মূল্যহীন ।