Misc.

Songs I love:

(1) মোরা সিন্ধু–জোয়ার কল–কল মোরা পাগলা–ঝোরার ঝরা জল...হাসি গান শ্যাম উচ্ছল...(মোরা) বন্ধনহীন জন্ম–স্বাধীন, চিত্ত মুক্ত শতদল।

(2) সদগুরু যার , ভয় কিবা তার, জীবন পথে চলতে

Youtube link 

(3) সবারই মা হয়ে আজি কে তুমি ধরাতে এলে 

Youtube link 

(4) Rabindrasangeet

(5) গান বাজনা ইশকের গাজা করলে হয় রুহু তাজা না করলে পাই সাজা

(6) আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’

ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল।

আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা,

(7) আজ সৃষ্টি সুখের উল্লাসে–

মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে

             আজ সৃষ্টি-সুখের উল্লাসে।

Youtube link 

(8) রেখো, মা, দাসেরে মনে, এ মিনতি করি পদে।

Youtube link 


(9) ঊষার দুয়ারে হানি’ আঘাত

আমরা আনিব রাঙা প্রভাত

আমরা টুটাব তিমির রাত

বাধার বিন্ধ্যাচল।


(10) ফুল যে আসে দিনে দিনে   বিনা রেখার পথটি চিনে,

এই-যে ভুবন দিকে দিকে পুরায় কত সাধ--

          তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ ॥







Pics: