আজ থেকে বছর চারেক আগে পর্যন্ত আমি ভাবিনি যে গুছিয়ে দু-পাতা বাংলা লিখতে পারব। আজও তেমন ভাবে লিখতে পারি না। তবু যেটুকু লিখি সবটাই সম্ভব হয়েছে কয়েকজন ভালো বন্ধু, দাদা-দিদিদের উৎসাহে। এখনও আমি নিয়মিত লিখতে পারি না। অপেক্ষায় থাকি, কখন আমার মন পাড়ি জমাবে কল্পনার জগতে, হাতের মুঠোয় নিয়ে আসবে টুকরো টুকরো বর্ণনা আর সেইগুলোই সাজিয়ে তুলবো ফোনের স্ক্রিনে, বাংলা হরফে। তবে আমার মন আজকাল আর তেমন যেতে চায় না কল্পনা রাজ্যে, সেখানে কোনো নতুনত্ব খুঁজে পায় না। তাই আর তেমন লেখা হয় না। এমনকি পুরনো লেখাগুলোও আজ লুপ্তপ্রায়, তাই ভয় হয়; আমি তো ডাইরিতে লিখি না, যদি হারিয়ে যায়! তাই ভাবলাম একটা ডিজিটাল ডাইরি তৈরি করি। সেই উদ্দেশ্যে লেখাগুলো এই পিডিএফ ফাইলবন্দি করলাম।
এই ফাইলটি বানানোর আগে আরও অনেক কিছু লিখব ভেবেছিলাম, এখন আর মাথায় আসছে নাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। আশীর্বাদ করুন যেন ভবিষ্যতে এইরকম আরও ডিজিটাল ডায়েরি তৈরী করতে পারি। ধন্যবাদ।