Short stories

Short stories:

Me: "Meghna what are you writing?"

Meghna: "I have a homework on how islands were formed"

As soon as I started to tell her the scientific facts she stopped me.

Meghna: "Ma, I have to write my own myth about how islands were formed, not scientific facts.

Me: "Cool, very good creative writing project!"

Meghna: "Why don't you write your own myth with illustration"

I had no other option than to pen down my first story (that too in english!!) with illustration.


Story of Islands

A long time ago, our planet Earth was significantly different from today. There were continents and oceans; but there were no traces of islands! Indeed there were no islands at that time and oceans were filled with sweet water.

In that deep water of the oceans there was a kingdom of beautiful mermaids. They were very gentle and gifted musicians. On every full moon they used to swim up to the nearest seashore and sing beautiful songs. Everything was spellbound!

But alas, greedy humans used to live on that land. When they got to know about the mermaids they planned to capture them.

On one moonlit night, the mermaids swam up to the seashore with their beautiful princess, “Jalpari”. The greedy humans attacked them and imprisoned the princess. They took her to their king who was not only greedy but was also very jealous of Jalpari’s sweet voice. He ordered his court to execute her the next morning.

All the mermaids were in an incredible amount of sorrow. They cried their hearts out with their queen. The ocean water turned salty from their tears.

The ocean god could not bear their pain anymore, he was angry and his whole body started shaking vigorously in anger. He shot out red-hot lava from beneath the sea through cracked ocean floor.

He then formed an extremely powerful colonel, he called his colonel “Tsunami” and sent him to rescue Jalpari. Tsunami won the battle against the wicked king and his greedy people and rescued Jalpari. The mermaids were bursting with joy and showered Tsunami with many precious gifts.

Tsunami was very pleased and to keep the mermaids safe from the greedy humans he created many islands far away from the land and gifted these to Jalpari and made them invisible to the greedy people.

Since then mermaids swim up to the island shore on full moon and sing their heavenly songs. People with golden hearts are the only ones that can see them enjoy their music on full moon.




Meghna got a violin

It was 2017. Meghna and her parents were visiting Andaman and Nicobar islands in her summer vacation. It’s a beautiful island midst of Indian Ocean. They were staying in cottages so near the seashore that she could hear the sound of the ocean waves even from her room.

Everyone was asleep after the day long journey. But sleep was far away from Meghna. She woke up and opened the door silently and tip toed outside. She was mesmerized to see nature’s beauty---she saw a big full moon above her head and all she could see was flooded with silvery moon light. Despite the roaring and harsh waves she could hear a melodious voices coming from the seashore. She gathered all her courage and walked towards the melancholy sounds.

To her surprise, she found a golden mermaid singing the heavenly music. After sometime the mermaid felt the presence of Meghna and turned towards her.

“I am Meghna, who are you?” said Meghna.

“You must be the one having a golden heart! Glad to meet you! I am Jalpari, princess of mermaids.”

Two of them became friends in no time. They continuously discussed about their friends and their homes. The two friends departed as dawn slowly approached.

The next day Meghna woke up late and spent whole day with her parents surfing the majestic waves. Life was so good! She had never seen such a spectacular sunset! It made her day!

They had dinner early and soon went to bed.

In the middle of the night Meghna heard the melody, she had heard Jalpari singing yesterday. She came out of her cottage and walked towards the seashore. Jalpari was sitting on a rock doing her usual singing. Meghna sat by her and took in that heavenly music.

Jalpari gave Meghna a beautiful blue pearl and said,” keep this always with you. It will save you from all dangers.”

In the middle of the conversation Jalpari expressed her desire to have wings so that she can see the outer space. Meghna also had the same desire. But alas, none of them have wings!

Jalpari suggested to go to the sea god and pray for wings. Meghna had learnt swimming before so she agreed to the plan and dived into the deep blue ocean.

Meghna could never know that the underwater world is so colorful if she had not come here with Jalpari. The sea god was sitting on a throne made of white pearls. Two big gold fishes were standing next to him and mermaids were singing and dancing all around.

Meghna and Jalpari bowed down before him and expressed their desire to have wings. The sea god was very pleased to see them but he told them that any ordinary wings like birds would not help them to fly in outer space—they need special wings! He then dug up some precious materials from under the sea bed and made wings for them. Meghna and Jalpari were very happy and thanked the sea god. Their journey to outer space began!

As soon as they passed Earth’s atmosphere the space above them became black though they could still see the magnificent blue planet beneath them. Their speed increased as they zoomed past the solar system! Oh, so many stars around and they are in so many different colors and sizes---some are blue, some are red, some yellow too! As if someone has scattered colorful marbles all around!

They crossed the Milky Way and headed straight with high speed. Look, our home is a spiral---so beautiful! “I wish our moms and dads could see this,” said Meghna.

Suddenly there was a bang! When Jalpari and Meghna opened their eyes they saw a different world around them! All the creatures around them look similar to Earth’s but they were changing their forms continuously. They saw a human being transformed to a cat and in a next second to a dog and then to a peacock….and so on! Everything was beyond their understanding! But the place was filled will music. The most interesting thing was that they could listen and understand what the other creatures were talking even though none of them were speaking verbally!

Suddenly a saint-like-human appeared in front of them.

“Don’t get perplexed! We have a universal binary language,” said the saint.

Meghna’s parents are scientists and spend most of their time on computers. So Meghna was aware of binary codes…0 and 1. The saint immediately read her mind and interrupted her. “Darling, our binary code consists of love and trust, and we can express our feelings using these. Our hearts communicate through this. It’s a very easy language—it can express emotions too. In ancient times people used 1 and 0 but those were not able to express emotions.”

“But I cannot understand how you all are changing your identities instantaneously?” said Meghna.

“It’s a long story. At the beginning there was nothing, not even light! Everything was created afterwards and all of us are made of the same particles,” replied the saint.

At this point Meghna nodded her head, she had heard of protons, neutrons, electrons from her dad.

The saint continued, “When you use love and trust binaries to communicate you will see all the same, just with different sequences of those particles. When you feel it you can transform yourself to what form you want by an empathy transformation!”

“What about the joyous music?” asked Meghna.

“My child, this universe is filled with joy, it is filled with music…everything is music! You have a golden heart therefore I will give you an instrument to take home,” he smiled.

He gave Meghna a violin…not any ordinary one; it’s a special violin whose strings are love, trust, honesty and empathy! It produces heavenly music. It has special powers.

“Everyone who will listen this music will be turned into a golden hearted person.”

Meghna thanked the saint and with that violin she returned to Earth with Jalpari.

The next morning she woke up and found that violin next to her pillow. As soon as she bowed it, everything around her started changing……birds started singing with her, butterflies flattered their colorful wings to her melodious playing…a big rainbow appeared in the clear scorching sky! Everything was so musical and joyous! Her heart was filled with love for everything around her.





অনন্ত-প্রাণ

প্রায় একমাস হয়ে গেলো নতুন এপার্টমেন্ট-এ এসেছি - মেঘনাদ ৭০৪। সুন্দর বাড়ি, মনের মতো সাজিয়েছি। তবে আমার প্রিয় জায়গা হলো একফালি পশ্চিমের বারান্দা। বিকালের আলো সেখানে লোহার রেলিং এর ফাঁক দিয়ে সাদা-কালো আল্পনা এঁকে যায়। কান পাতলে আরব-সাগরের ঢেউ-এর আওয়াজ ও শোনা যায় । সব ছাপিয়ে সামনে দাঁড়িয়ে বিশাল এক বটগাছ - অসংখ্য তার শাখা-প্রশাখা, চতুর্দিক দিয়ে নেমেছে ঝুরি। কত যে পাখী আর কাঠবেড়ালী বাসা বেঁধেছে ! নিস্তব্ধ দুপুরে বারান্দায় বসে চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখি, মনে পারে যায় ফেলে আসা ছোটবেলার দিনগুলো । তিন-পাহাড়ের সেই বটগাছ -- যার ঝুরি ধরে ঝুলতে ঝুলতে বন্ধুরা টারজান-টারজান খেলতাম। না, TIFR -এর কোনো বাচ্ছা কে ঝুরি ধরে ঝুলতে দেখি নি কখনো । মনে মনে আমি এই বটগাছ টার নাম দিয়েছি অনন্ত-প্রাণ। প্রাচীন ঝুরি-কে মাটিতে গেঁথে দিয়ে নিজেকে ছাড়িয়ে দিয়েছে নিজের চারদিকে। এক-পা এক-পা করে এগিয়ে গেছে- জীবনের রস আর রসদ জোগাড় করেছে চারদিক হতে। মহীরুহ সে- আশ্রয় দিয়েছে, ছায়া দিয়েছে, কত পশু পাখীকে। নীরব সাক্ষী বহু ঘটনার।

আজ রবি বার, সবার ছুটি। রোজকার অভ্যেস মতো ঘুম ভেঙে গেলো খুব সকালে। হাতে তেমন কোনো কাজ নেই, এক কাপ চা নিয়ে বসে পড়লাম আয়েশী-চেয়ার এ। সকাল হচ্ছে, পাখীদের ঘরকন্না শুরু হচ্ছে সেই তালে। মেয়ের ঘুম থেকে উঠতে অনেক দেরি। চা শেষ করে নেমে এলাম নীচে, বটগাছ তলায়। চারি দিকে কিচির মিচির করছে পাখী । তার মাঝে গাছের একটা নিচু ডালে এসে বসলো এক বাজপাখী । রাজকীয় তার চেহারা। ঘাড় ঘুরিয়ে যখন তাকালো আমার দিকে, তারিফ না করে পারলাম না। জোয়ারের সময় মাছ ধারার জন্যে চক্রাকারে আকাশে উড়তে দেখেছি একে বহুবার ।

শান্তিনিকেতনে প্রকৃতির কোলে মানুষ হওয়ার জন্যে আমার গায়েও হয়তো গাছ-পালার গন্ধ। পাখি, কাঠবেড়ালী ভয় পায় না আমায়। এই সক্কাল বেলা তাদের ঘর-গেরস্থালীর মধ্যে আমার এসে বসায় তাদের কোনো আপত্তি নেই। একটু পারে বাজপাখীটা উড়ে গেল খাবারের সন্ধানে, ফিরে এলো মুখে করে একটা ছোট্ট কাঠবেড়ালী র ছানা নিয়ে। সাথে সাথে কো থা থেকে দৌড়ে এলো একটা বড়ো কাঠবেড়ালী। এ যে ঐ হতভাগ্য ছোট্ট কাঠবেড়ালীর মা, বুঝতে দেরি হলো না । কিন্তু বাজপাখীর সাথে লড়াই করার সাধ্য কি তার! কাঠবেড়ালী -টা ঘাড় উঁচু করে আমায় দেখলো, ক্ষণকাল চুপকরে কি ভাবলো। তারপর এগিয়ে এলো আমার দিকে। তার করুন চোখে চোখ পড়তে আমার বুঝতে বাকি রইলো না সে কি চায়। আমি পায়ের কাছে পরে থাকা একটা ঢিল কুড়িয়ে ছুড়লাম বাজপাখীর দিকে। পরপর আরো কয়েকটা। বিব্রত বাজপাখী উড়ে গেলো-- ফেলো গেলো অর্ধভুক্ত শিশু কাঠবেড়ালির রক্তাক্ত অবশেষ । সেই দিকে ছুটে গেলো মা কাঠবেড়ালী । আমি ও গিয়ে দাঁড়ালাম পাশে। নিজের ভাষায় জীবনের নশ্বরতা নিয়ে দু-একটা কথা আওড়ে মন-ভার লাঘবের চেষ্টা করলাম। নিষ্ফল তা, মাতৃ-হৃদয় জ্ঞান -গর্ভ দার্শনিক বাক্য চায় না। অসহায় আমি চোখ ফিরিয়ে তাকালাম অন্য দিকে। একটু দূরে সেই বাজপাখী অদ্ভুত ভাবে তাকিয়ে আছে আমার দিকে। চোখে তার তীব্র অভিযোগ, সকালের প্রাতরাশ কেড়ে নিয়েছি তার। হাতছাড়া তার শিকার, বাসায় অভুক্ত তার শাবক। সত্যি বলছি আমি ভাবি নি, আমি এভাবে তো ভাবি নি! বাজপাখি সে, নিজধর্ম পালন করেছে। বোধ-বিবেক, ন্যায়-অন্যায় সব যেন কেমন গুলিয়ে গেলো। জীবন চলেছে নিজের নিয়মে, উচিত হয়নি হয়তো আমার হস্তক্ষেপ করা। উপরে তাকিয়ে দেখলাম বিরাট সেই বটবৃক্ষ, নিস্পৃহ জিতেন্দ্রিয়। শ্রদ্ধায় মাথা নতো করে প্রণাম জানালাম সেই অনন্ত-প্রাণ কে।।

গার্গী সাউ

সু-সমাপ্তি

ছোট-বেলা থেকেই রাতে গল্প শুনে শোয়ার অভ্যেস মেঘনার। শোনা গল্প, পড়া গল্প-র ভাড়ার প্রায় ফুরিয়ে এসেছে- আজ-কাল তাই আমি নিজেই বানিয়ে বানিয়ে গল্প শোনাই!

তবে আজ ঠিক করেছি পঞ্চতন্ত্রের একটা গল্প শোনাবো-

“সে অনেক দিন আগের কথা, একটা লোক কাঁধে করে একটা ছাগল নিয়ে গ্রামের আঁকা বাঁকা পথ ধরে বাড়ি ফিরছিলো। গায়ে তার অতি সাধারণ জামা কাপড়, দেখেই বোঝা যায় লোকটি খুব সাধারণ ভালো মানুষ। গ্রামের একদল মস্তান লোক পথের ধারে গাছতলায় বসে গল্প করছিলো। ছাগল টা দেখে তাদের খুব লোভ হলো, কচি পাঁঠার স্বাদ-ই আলাদা। নিজেদের মধ্যে শলাপরামর্শ করে একজন এগিয়ে গেলো লোকটির দিকে।

"আরে মশাই, কুকুর কাঁধে চললেন কোথায়?" এমনতরো বিদ্ঘুটে প্রশ্ন শুনে লোকটি বললো, " ভায়া তোমার কি চোখ খারাপ, দেখছো না আমি ছাগল নিয়ে যাচ্ছি"! একটু এগিয়ে আবার অন্য একটি লোক সেই এক-ই প্রশ্ন করলো, " আরে মশাই, কুকুর কাঁধে চললেন কোথায়?" লোকটি এবার-ও এক-ই জবাব দিলো, তবে একটু আস্তে। পরপর পাঁচ বার এক-ই কথা শোনার পর লোকটির মনে সন্দেহ দানা বাঁধলো, "এটা কি তবে সত্য-ই কুকুর! এত লোক কি ভুল বলবে?" সে তখন ছাগল টা কে পথের ধরে নামিয়ে নিজের বাড়ির পথে এগিয়ে গেলো। নিজেদের সাফল্যে মস্তানদের আনন্দ আর ধরে না, বহুদিন পর কচি পাঁঠার ঝোল রেঁধে খেলো।"

গল্পের শেষে বেশ বিজ্ঞ মুখ করে মেঘনা কে বললাম, “দেখলে তো দুস্টু লোক গুলো বুদ্ধি করে কেমন বার বার মিথ্যে কথা বলে সেটা কে সত্যি বানিয়ে দিলো!"

আমার মেয়ে বেঁকে বসলো, এমন সমাপ্তি তার পছন্দের নয়।

বয়স অল্প, এখনো জগৎ দেখেনি, তাই বললে, " দুস্টু লোক গুলো আনন্দ করবে আর ওই সরল লোকটা বিনা দোষে দুঃখ পাবে, এটা কি রকম হলো? এ রকম শেষ আমি শুনবো না, তুমি অন্য ভাবে শেষ করো।"

“বিষ্ণু শর্মা-র গল্পে কাঁচি চালাতে বলছিস?”

মেয়ে বললে, " সে সব আমি জানি না, বাজে লোক কখনো জিততে পারে না- ছুরি , কাঁচি, কলম, তুলি যা পারো তুমি চাল-ও”|

আবার বলা শুরু করলাম।

“লোকটি তো বাড়ি পৌঁছে-ই নিজের গিন্নি কে পথের সমস্ত ঘটনা বললো। সংসারের হাল ধরে খেটে খেটে গিন্নির মাথায় বুদ্ধি কিছু বেশি। আসল ঘটনা বুঝতে তার দেরি হলো না। কিছু তো একটা উপায় করতে-ই হবে- কর্তা কে সাথে করে সে গেলো সেই গ্রামের পঞ্চায়েত প্রধান-এর কাছে সুবিচারের আশায়। প্রধান শুনলে সমস্ত-ই কিন্তু কাজের কাজ কিছু করলে না। করবে-ই বা কেমন করে. দুস্টু লোকগুলো যে তার আত্মীয়। মনের দুঃখে কর্তা -গিন্নি বাড়ি ফিরে এলো।”

মেয়ের ঠোঁট ওল্টানো দেখে বললাম- “দাঁড়া দাঁড়া, এখনো শেষ হয়নি তো!

তখন লোকে তো এতো বুঝতো না, তাই কেও বোঝে নি যে ছাগল টা ছিল অসুস্থ, ভিতরে ভিতরে ভীষণ অসুস্থ।

কচি পাঁঠার ঝোল খাওয়ার পর দিন থেকেই দুস্টু লোকগুলো-র শরীর খারাপ শুরু হলো। গায়ে সে কি বিভত্স কালো কালো দাগ, কথা বন্ধ, অসহ্য ব্যাথা! পঞ্চায়েত প্রধান পড়িমড়ি ছুটে গিয়ে ডেকে আনলে কবিরাজ কে। কবিরাজ বললে, " এ তো ভীষণ ছোঁয়াচে রোগ, এ রোগ সারাবার ওষুধ নেই আমার কাছে। নিজেদের যদি বাঁচাতে চাও তো এদের গ্রাম থেকে বের করে দাও"।

গ্রামের সবাই মেনে নিলে কবিরাজের কথা, গ্রাম থেকে দূর করে দিলে দুস্টু লোক গুলোকে।”

অন্যায়ের শাস্তি হাওয়া তে মেয়ে দেখলাম খুশি , আমি-ও হাফ ছাড়লাম।

মেয়ে কিন্তু বলে উঠলো, " পরের বার ভালো মানুষ-টা কে জিতিয়ে দিতে হবে কিন্তু।"

বিষ্ণু শর্মা সত্য-ই রাগ করবেন কিনা তাই ভাবতে ভাবতে মেয়ে কে বললাম- “অনেক রাত হলো-এবার ঘুমিয়ে পড়”।

গার্গী সাউ