আসসালামু আলাইকুম / আদাব 

আমি মোঃ হাসান মিয়া 

আমি প্রাইম মেডিকেল কলেজ, রংপুর এর এমবিবিএস শেষ বর্ষের একজন শিক্ষার্থী

আমার ছোট বেলা থেকে স্বপ্ন দেখেছিলাম একজন ভাল মানুষ  ও ডাক্তার হয়ে নিজ গ্রাম সমাজ তথা সমগ্র দেশের সেবা করা।তারোই ধারাবাহিকতায় আমি ২০২১ সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করি এবং প্রাইম মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগ পাই।

আপনি হয়ত লক্ষ্য করেছেন, আমি এখানে একটি লোগো অ্যাড করেছি "ডাঃ হাসান মিয়া ফাস্ট এইড ও টেলিমেডিসিন সেন্টার" নামে। আমার স্বপ্ন কোন একদিন এ ধরনের একটি প্রতিষ্ঠান সৃষ্টি করা। যাতে করে আমার গ্রাম সহ আমার এলাকার মানুষ আমার এবং  আমাদের থেকে খুব সহজে স্বাস্থ্য সেবা নিতে পারে।