উত্তর – হ্যাঁ, এখানে ছবি আঁকা শেখানো হয় ।
প্রশ্ন ২।আপনারা বাচ্চাদের কোন মেথডে আঁকা শেখান ?
উত্তর - আমরা বাচ্চাদের বেসিক থেকে স্টেপ পদ্ধতি অনুসারে শেখাই
প্রশ্ন ৩। কোন বয়সের স্টুডেন্ট ভর্তি করানো হয়?
উত্তর- প্রি-স্কুল থেকে A Level (কলেজ) পর্যন্ত । যারা মা-বাবা ছাড়া ক্লাসে বসতে পারে এবং ছবি আঁকতে ভালোবাসে ।
প্রশ্ন ৪। কি কি শেখান ?
উত্তর- ৬ টি লেভেলের মধ্যে আপনার বেবিকে বেসিক ড্রয়িং , প্যাস্টেল কালার , স্কেচ , ওয়াটার কালার, এক্রেলিক পেইন্টিং শেখান হবে । প্রতি মাসে ক্র্যাফট , অরিগামি , ক্লে মডেলিং , প্রোজেক্ট বানানো হয় ।
প্রশ্ন ৫। ভর্তি ফি কত ?
উত্তর- ভর্তি ফি ৩০০০ টাকা
প্রশ্ন ৬। মাসিক বেতন কত ?
উত্তর - মাসিক বেতন
(ক) প্রি-স্কুল, প্লে এবং নার্সারি = ৩০০০
(খ) কেজি থেকে ক্লাস ফাইভ = ২০০০
(গ) ক্লাস সিক্স থেকে কলেজ = ২৫০০
প্রশ্ন ৭। ভর্তি ফি এবং বেতন কি ফিক্সট ?
উত্তর – এক সাথে ২ বাচ্চা ভর্তি হলে – একজন ভর্তি ফ্রী কিন্তু বেতন ফিক্সট ।
প্রশ্ন ৮। একজন স্টুডেন্টকে সপ্তাহে কয়দিন আর্ট শেখান ?
উত্তর- ২ দিন
প্রশ্ন ৯। কোন কোন দিন শেখান ?
উত্তর- (সকাল) শুক্র+শনিবার ৯ টা থেকে ১ টা
(বিকেল) বৃহস্পতি+শুক্র+শনি+রবিবার ৩ টা থেকে ৭ টা
এই চার দিনের মধ্যে যেকোনো ২ দিন
প্রশ্ন ১০। কত ঘণ্টা আর্ট ক্লাস হয় ?
উত্তর – স্ট্যান্ডারড টাইম ১ ঘণ্টা + -
স্টুডেন্টের গ্রহন ক্ষমতার উপর সময় কম-বেশি নির্ভর করে
প্রশ্ন ১১। কখনো নির্ধারিত দিনে ক্লাস মিস হলে ঐ ক্লাস মেকাপ নেয়া যাবে ?
উত্তর- হ্যাঁ , মেক-আপ ক্লাস করার বাবস্থা আছে
প্রশ্ন ১২। গার্ডিয়ানের জন্য ওয়েটিং রুম আছে ?
উত্তর- হ্যাঁ , আমরা গার্ডিয়ান ওয়েটিং রুমের ব্যবস্থা রেখেছি।
প্রশ্ন ১৩। আমার বেবি আমাকে ছাড়া থাকতে পারেনা - আমি কি ক্লাসে(বেবির সাথে) বসতে পারবো?
উত্তর- না । ক্লাসে গার্ডিয়ান এলাউ না। এমনকি ; প্রি-স্কুল , প্লে এবং নার্সারির বেবিদের মা-বাবা ওয়েটিং রুমে ওয়েট করতে পারবেন না। কারণ এই বেবিদের মা-বাবা ওয়েটিং রুমে থাকলে বারবার বাচ্চারা ক্লাস থেকে বেড়িয়ে যায়।
প্রশ্ন ১৪। কত দিন শিখতে হবে ?
উত্তর- ২ বছরের কোর্স । ২ বছরে ৬ টি লেভেলে আপনার বেবিকে আর্টে সরবচ্চ দক্ষ করে তোলা হবে
প্রশ্ন ১৫। স্কুলের সিলেবাস করানো হয় ?
উত্তর- হ্যাঁ- স্কুলের সিলেবাস এবং আমাদের পাঠ পরিকল্পনা অনুযায়ী ক্লাস সাজানো হয় ।
প্রশ্ন ১৬। আপনাদের টিচারদের কোয়ালিফিকেশন কি ?
উত্তর- আমাদের সব টিচার - চারুকলা থেকে গ্র্যাজুয়েট
প্রশ্ন ১৭। ভিন্ন ভিন্ন বয়সের বাচ্চা একসাথে ক্লাস নেন কিভাবে ? সবাই কি একই জিনিস শেখে ?
উত্তর- না । সবাই একই জিনিস শেখে না। কয়েকটি ক্লাস করার পরে আমরা বুজতে পারি কোন বাচ্চা কোন লেভেলে পরেছে । সে অনুযায়ী প্রোফাইল তৈরি করি- এবং পাঠ পরিকল্পনা অনুযায়ী ক্লাস নেই ।
প্রশ্ন ১৮। গার্ডিয়ানরা কি নিজেদের ইচ্ছেমতো ( যখন খুশি তখন ) /এক এক দিন ;এক এক সময় আর্ট ক্লাসে আসতে পারবে ?
উত্তর-না । ভর্তির সময়ে নির্ধারিত (দিন+টাইম) শিডিউল অনুযায়ী আর্ট ক্লাসে আসবে । শিডিউল চেইঞ্জ করতে চাইলে কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে ।
প্রশ্ন ১৯। ক্লাসে অনেক বাচ্চা; গরম লাগেনা ?
উত্তর- আমাদের ক্লাস রুম, ওয়েটিং রুমে AC আছে ।
প্রশ্ন ২০।এক ক্লাসে কত জন বাচ্চা থাকে? আপনাদের বাচ্চা কত জন?
উত্তর- ঠিক নেই । কিন্তু আমরা ৩ জন স্টুডেন্ট এর সাথে এক জন টিচার থাকি । স্টুডেন্ট বাড়লে ব্যাচ এবং টিচার বাড়বে ।
প্রশ্ন ২১। মেয়ে টিচার শেখান? নাকি ছেলে টিচার ?
উত্তর- আমাদের আর্ট স্কুলে মেয়ে টিচার বেশি এবং ছেলে টিচারও আছে। আপনি চাইলে আপনার বেবিকে মেয়ে টিচার শেখাবে সব সময়।
প্রশ্ন ২২। নিরাপত্তা বাবস্থা কেমন ?
উত্তর- নিরাপত্তা ১০০% নিশ্চিত । ক্লাস রুম, ওয়েটিং রুম সহ পুরা ফ্ল্যাট ( টয়লেট ছাড়া ) এমনকি সিঁড়ি , গ্যারেজেও CCTV ক্যামেরা লাগানো । ২০ দিন পর্যন্ত ভিডিও/অডিও রেকর্ড থাকে।
প্রশ্ন ২৩। মাঝে মাঝে আসতে চাইলে ? ধরুন ১ মাস করলাম আবার ১ মাস আসলাম না। পরীক্ষার আগে আসলাম পরীক্ষার পড়ে আর আলাম না এবং বেতন দিলাম না । এমন করা যাবে ?
উত্তর-না , এটা করা যাবেনা। সুন্দর ভাবে, কোয়ালিটি পূর্ণ ক্লাস নেয়া সহ সব কিছু সুন্দরভাবে পরিচালনার জন্য আমাদের সব সিস্টেম চালু রাখতে হয়। কিন্তু পরীক্ষার পরে, ছুটিতে, বৃষ্টিতে, শীতে , গরমে, রমজান মাসে বা ঈদ-কোরবানির মাসে ক্লাস/ বেতন বন্ধ রাখলে অর্থাৎ ইচ্ছেমত আসলে-গেলে আমাদের বেতন ওঠেনা । আমরা অর্থনৈতিক ক্রাইসিসে পরি । শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের অর্থনৈতিক ক্রাইসিস আপনার বাচ্চাকে ভালো কিছু দিতে পারবে ?