Welcome to
চিত্রকলা
Chitrakola Art School
House-594/A,( Flat-1C )
Afroza Begum Road, Block- i ,
Bashundhara R/A
Since-2012
চিত্রকলা
Chitrakola Art School
House-594/A,( Flat-1C )
Afroza Begum Road, Block- i ,
Bashundhara R/A
Since-2012
চিত্রকলায় (মানে শিশুদের ভুবনে) আপনাকে স্বাগতম এবং ধন্যবাদ । ধন্যবাদ এ জন্য যে শিশুদের স্বর্গে আপনিও অংশিদার হতে চাচ্ছেন । আমরা অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে আমাদের সমস্ত তথ্য আপনার জন্য উন্মুক্ত করেছি । মোবাইলের কর্নারে থ্রি লাইন বা উপরের ''ন্যাভিগেশন বার'' এ ক্লিক করে সব তথ্য সহজে দেখে নিন ।
আর্টে ভর্তি হলে
হাতের লেখা কোর্স
Free
১- নিরাপদ-সুন্দর-খোলামেলা-শৈল্পিক ও শিশু বান্ধব পরিবেশ।
২- প্রত্যেক শিশুকে হাতে ধরে -স্টেপ পদ্ধতিতে আঁকা শেখানো হয় ।
৩-কোয়ালিটির ক্ষেত্রে ১০০% নিশ্চয়তা ।
৪- পরীক্ষায় সর্বোচ্চ মার্কস এর নিশ্চয়তা।
৫- ক্র্যাফট-অরিগামি-ক্লে মডেলিং (Free ) এবং প্রোজেক্ট করানো হয়।
৬- O Level - A Level এর শিক্ষার্থীদের জন্য স্পেশাল ব্যাচ আছে
৭- শিশুদের বয়স ও মানসিক অবস্থা বুঝে- আনন্দ দিয়ে আঁকা শেখানো হয় ।
৮- আমাদের শিক্ষকগণ চারুকলা থেকে (Drawing and Painting এ ) গ্র্যাজুয়েট ।
৯- গার্ডিয়ানদের জন্য ওয়েটিং রুম আছে ।
১০- সমস্ত ক্লাস রুম শীতাতপ নিয়ন্ত্রিত ।
১১- খেলার জায়গা আছে ।
১২- আর্ট কম্পিটিশন নিয়ে যাওয়া/ ব্যবস্থা করা হয় ।
১৩- ছবি আঁকার সাথে সাথে লেখাপড়া সহ মানসিক ও আচরণগত উন্নতির জন্য মোটিভেশন দেয়া হয় ।
১৪- কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হয়
১৫- আজীবন ফ্রী সার্ভিস সার্টিফিকেট প্রাপ্ত স্টুডেন্টরা বছরে ৮ টি ক্লাস ফ্রী করতে পারবে।
(তবে-একসাথে বা একই মাসে
২ টির বেশি না)
বেতন ও ভর্তি ফি —
# # সার্টিফিকেট কোর্স (২৪ মাস)
(১) কেজি টু থেকে ক্লাস ফাইভ -
২০০০/=(মাসিক)
(২) ক্লাস সিক্স থেকে ক্লাস এইট(৮ম)-
২৫০০/=(মাসিক)
(৩) ক্লাস নাইন(৯ম) থেকে কলেজ +(পেইন্টিং কোর্স)-
৩০০০/=(মাসিক)
(৪) নার্সারি থেকে কেজি-
৩০০০/=(মাসিক)
রেজিস্ট্রেশন ফি
(১ ,২,৩,৪ এর রেজিস্ট্রেশন ফী
৩০০০/=
(৫) যারা স্কুলে ভর্তি হয়নি এবং প্লে গ্রুপ -
মাসিক বেতন ৪০০০/=
(৬ মাস পরে ৩০০০/= করা হবে)
রেজিস্ট্রেশন ফি
৫০০০/=
নোট- ভর্তির দিন রানিং মাসের বেতন সহ ভর্তি ফি জমা দিতে হবে ।
# # ফাস্ট কোর্স (১২ মাস)
কেজি থেকে ক্লাস ফাইভ - ৩০০০/=(মাসিক)
প্লে থেকে নার্সারি - ফাস্ট কোর্স হয়না
ক্লাস সিক্স থেকে কলেজ (A Level) - ৪০০০/=(মাসিক)
রেজিস্ট্রেশন ফি
৫০০০/=
বিঃদ্রঃ এমন স্টুডেন্ট যাদের
(ছবি আঁকা উদ্দেশ্য নয়) ;
স্পিস ডিলে, কমিউনিকেশন গ্যাপ,সহজে বোঝে না , অস্থির -চঞ্চল স্বভাবের অথবা স্কুলে ভর্তি করাবে তাই প্রি-স্কুলিং প্র্যাকটিস অথবা মায়ের থেকে আলাদা করার প্র্যাকটিস উদ্দেশ্য ; তাদের আর্ট ক্লাসে ভর্তি করালে রেগুলার( নির্ধারিত) বেতনের সাথে ১০০০ টাকা বেশি হবে ।
ক্র্যাফট/ প্রোজেক্ট ফি-
১- A4/A3 সাইজ ড্রয়িং = ফ্রী
২- A4 সাইজ সিঙ্গেল ক্র্যাফট =ফ্রী
৩- ৩০*৪০ ইঞ্চ আর্ট পেপারে ড্রয়িং-কালারিং(গ্রুপ ওয়ার্ক)- ১৫০০/=
৪- ছোট প্রোজেক্ট ( ২/৩ টি মডেল বানিয়ে) -৩০০০/=
৫- বড় গ্রুপ প্রোজেক্ট ( ৮/১০ ধরনের মডেল বানিয়ে) - ৮০০০/=
“ডিসিপ্লিন কোড”
একটি অনুরোধ-
নিচের লেখা পড়ে প্লিজ কষ্ট পাবেন না বা বিরক্ত হবেন না । কারণ মান সম্মত-সুন্দর-গ্রহনযোগ্য একটি সিস্টেম এদেশে রান করা কতটা কঠিন বা চ্যালেঞ্জিং তা নিজে ফেইস না করলে বুজবেন না। অনেকে সবার কথা চিন্তা না করে ( কেবল তার নিজের) ব্যক্তিগত সুবিধা নিতে চান। কিন্তু আমরা আমাদের সকল স্টুডেন্ট এবং গার্ডিয়ানদের সমান ও পর্যাপ্ত সার্ভিস দেয়ার জন্য ''ডিসিপ্লিন কোড'' অনুসরণ করি ।
১- (মা বাবা ছাড়া ক্লাসে থাকতে পারে এবং ছবি আঁকায় আগ্রহ আছে এমন) শিশু সহ সব বয়সের শিক্ষার্থীদের ভর্তি নেয়া হয়
২। প্রথম মাসে ভর্তির ক্ষেত্রে মাসের মাঝামাঝি বা শেষ দিকে ভর্তি হলে , সে মাসের বেতন হবে প্রতি ক্লাস ৩০০ টাকা ।
বিঃদ্রঃ- একসাথে একাধিক বেবি ভর্তি হলে, ভর্তি ফী অনার করা যাবে ।
কিন্তু বেতন ফিক্সট
৩। বেতন দিতে হবে রানিং মাসের ৭-১০ তারিখের মধ্যে।
৪। কয়কটি ক্লাসে অনুপস্থিত থাকলে বা কোন মাসে না আসলে আগে/ পরে মেকাপ করে নিবেন এবং বেতন পরিশোধ করতে হবে। আর্ট ক্লাসে না আসতে চাইলে অবশ্যই ১ মাস আগে ভর্তি বাতিল করতে হবে। ২ মাস গ্যাপ দিয়ে আর্ট ক্লাসে যোগ দিলে রি-এডমিশন নিতে হবে । পূর্বের টাইম-শিডিউল থাকবেনা ।
৫। প্রোজেক্ট ওয়ার্ক স্পেসাল টাইমে করা হয় ।
ক্র্যাফট/ প্রোজেক্ট ফি-
১- A4/A3 সাইজ ড্রয়িং = ফ্রী
২- A4 সাইজ সিঙ্গেল ক্র্যাফট =ফ্রী
৩- ৩০*৪০ ইঞ্চ আর্ট পেপারে ড্রয়িং-কালারিং(গ্রুপ ওয়ার্ক)- ১৫০০/=
৪- ছোট প্রোজেক্ট ( ২/৩ টি মডেল বানিয়ে) -৩০০০/=
৫- বড় গ্রুপ প্রোজেক্ট ( ৮/১০ ধরনের মডেল বানিয়ে) - ৮০০০/=
৬। আর্ট ক্লাস চলাকালীন সময়ে “ক্লাসের ভেতর বাবা-মা/ভাইবোন এবং ভর্তি ছাড়া বেবি এলাউ না । এক স্টুডেন্টের জন্য কেবলমাত্র এক জন (ওয়েটিং রুমে) ওয়েট করতে পারবেন।
প্রি-স্কুল , প্লে এবং নার্সারির বেবিদের মা-বাবা ওয়েট করতে পারবেন না। কারণ এই বেবিদের মা-বাবা ওয়েটিং রুমে থাকলে বারবার বাচ্চারা ক্লাস থেকে বেড়িয়ে যায়।
ভর্তি ছাড়া বেবি /ভাইবোন একাডেমীতে আনা যাবেনা
৭। চিত্রকলা আর্ট অ্যাকাডেমিতে শিশুদের মোটিভেশন ও ভালোবাসা দিয়ে এবং সাইকোলজি ডেভেলপ করে ছবি আঁকা শেখানো হয় । পাশাপাশি সৎ-সুন্দর-সুখি-সফল মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা সদা জাগ্রত ।
৮। পরামর্শ বা অভিযোগ-যাইহোক… লিখে কমপ্লেইন্ট বক্সে বা হোয়াটস অ্যাপে লিখে জানাতে পারেন। সমাধানের ১০০% নিশ্চয়তা দিচ্ছি ।
৯- প্রথমে ৩ টি (অবজারভেশন) ক্লাস এর পর গার্ডিয়ান এবং একাডেমী কর্তৃপক্ষ ভর্তি বাতিল করতে পারবেন।
(৩ টি ক্লাসের মধ্যে গার্ডিয়ানদের সিদ্ধান্ত ফিক্সড করতে হবে;
কারণ এরপর গার্ডিয়ান ভর্তি বাতিল করতে পারবেন না)
৯ এর নোট
১- আমাদের পরিবেশ, পরিচালনা এবং শিক্ষাদান পদ্ধতি গার্ডিয়ানদের পছন্দ না হলে ;
২-বেবি যদি ক্লাসে না বসে ( বারবার ক্লাস থেকে বেরিয়ে আসে) ।
৩- ছবি আঁকতে না চায়(কান্নাকাটি বা চিৎকার করে)
৪- অন্য বাচ্চাদের ডিস্টার্ব করে, মারে বা খামচি দেয়/গালি দেয়; তাহলে ভর্তি বাতিল হবে।
ভর্তি বাতিল হলে; ৩টি অবজারভেশন ক্লাস ফি বাবদ ১০০০ টাকা চার্জ রেখে বাকি টাকা ফেরত দেয়া হবে। ৫ এর অধিক ক্লাস করার পরে ভর্তি বাতিল হলে শুধু ভর্তি ফি ফেরত দেয়া হবে ।
উত্তর – হ্যাঁ, এখানে ছবি আঁকা শেখানো হয় ।
প্রশ্ন ২।আপনারা বাচ্চাদের কোন মেথডে আঁকা শেখান ?
উত্তর - আমরা বাচ্চাদের বেসিক থেকে স্টেপ পদ্ধতি অনুসারে শেখাই
প্রশ্ন ৩। কোন বয়সের স্টুডেন্ট ভর্তি করানো হয়?
উত্তর- প্রি-স্কুল থেকে A Level (কলেজ) পর্যন্ত । যারা মা-বাবা ছাড়া ক্লাসে বসতে পারে এবং ছবি আঁকতে ভালোবাসে ।
প্রশ্ন ৪। কি কি শেখান ?
উত্তর- ৬ টি লেভেলের মধ্যে আপনার বেবিকে বেসিক ড্রয়িং , প্যাস্টেল কালার , স্কেচ , ওয়াটার কালার, এক্রেলিক পেইন্টিং শেখান হবে । প্রতি মাসে ক্র্যাফট , অরিগামি , ক্লে মডেলিং , প্রোজেক্ট বানানো হয় ।
প্রশ্ন ৫। ভর্তি ফি কত ?
উত্তর- ভর্তি ফি ৩০০০ টাকা
প্রশ্ন ৬। মাসিক বেতন কত ?
উত্তর - মাসিক বেতন
(ক) প্রি-স্কুল, প্লে এবং নার্সারি = ৩০০০
(খ) কেজি থেকে ক্লাস ফাইভ = ২০০০
(গ) ক্লাস সিক্স থেকে কলেজ = ২৫০০
প্রশ্ন ৭। ভর্তি ফি এবং বেতন কি ফিক্সট ?
উত্তর – এক সাথে ২ বাচ্চা ভর্তি হলে – একজন ভর্তি ফ্রী কিন্তু বেতন ফিক্সট ।
প্রশ্ন ৮। একজন স্টুডেন্টকে সপ্তাহে কয়দিন আর্ট শেখান ?
উত্তর- ২ দিন
প্রশ্ন ৯। কোন কোন দিন শেখান ?
উত্তর- (সকাল) শুক্র+শনিবার ৯ টা থেকে ১ টা
(বিকেল) বৃহস্পতি+শুক্র+শনি+রবিবার ৩ টা থেকে ৭ টা
এই চার দিনের মধ্যে যেকোনো ২ দিন
প্রশ্ন ১০। কত ঘণ্টা আর্ট ক্লাস হয় ?
উত্তর – স্ট্যান্ডারড টাইম ১ ঘণ্টা + -
স্টুডেন্টের গ্রহন ক্ষমতার উপর সময় কম-বেশি নির্ভর করে
প্রশ্ন ১১। কখনো নির্ধারিত দিনে ক্লাস মিস হলে ঐ ক্লাস মেকাপ নেয়া যাবে ?
উত্তর- হ্যাঁ , মেক-আপ ক্লাস করার বাবস্থা আছে
প্রশ্ন ১২। গার্ডিয়ানের জন্য ওয়েটিং রুম আছে ?
উত্তর- হ্যাঁ , আমরা গার্ডিয়ান ওয়েটিং রুমের ব্যবস্থা রেখেছি।
প্রশ্ন ১৩। আমার বেবি আমাকে ছাড়া থাকতে পারেনা - আমি কি ক্লাসে(বেবির সাথে) বসতে পারবো?
উত্তর- না । ক্লাসে গার্ডিয়ান এলাউ না। এমনকি ; প্রি-স্কুল , প্লে এবং নার্সারির বেবিদের মা-বাবা ওয়েটিং রুমে ওয়েট করতে পারবেন না। কারণ এই বেবিদের মা-বাবা ওয়েটিং রুমে থাকলে বারবার বাচ্চারা ক্লাস থেকে বেড়িয়ে যায়।
প্রশ্ন ১৪। কত দিন শিখতে হবে ?
উত্তর- ২ বছরের কোর্স । ২ বছরে ৬ টি লেভেলে আপনার বেবিকে আর্টে সরবচ্চ দক্ষ করে তোলা হবে
প্রশ্ন ১৫। স্কুলের সিলেবাস করানো হয় ?
উত্তর- হ্যাঁ- স্কুলের সিলেবাস এবং আমাদের পাঠ পরিকল্পনা অনুযায়ী ক্লাস সাজানো হয় ।
প্রশ্ন ১৬। আপনাদের টিচারদের কোয়ালিফিকেশন কি ?
উত্তর- আমাদের সব টিচার - চারুকলা থেকে গ্র্যাজুয়েট
প্রশ্ন ১৭। ভিন্ন ভিন্ন বয়সের বাচ্চা একসাথে ক্লাস নেন কিভাবে ? সবাই কি একই জিনিস শেখে ?
উত্তর- না । সবাই একই জিনিস শেখে না। কয়েকটি ক্লাস করার পরে আমরা বুজতে পারি কোন বাচ্চা কোন লেভেলে পরেছে । সে অনুযায়ী প্রোফাইল তৈরি করি- এবং পাঠ পরিকল্পনা অনুযায়ী ক্লাস নেই ।
প্রশ্ন ১৮। গার্ডিয়ানরা কি নিজেদের ইচ্ছেমতো ( যখন খুশি তখন ) /এক এক দিন ;এক এক সময় আর্ট ক্লাসে আসতে পারবে ?
উত্তর-না । ভর্তির সময়ে নির্ধারিত (দিন+টাইম) শিডিউল অনুযায়ী আর্ট ক্লাসে আসবে । শিডিউল চেইঞ্জ করতে চাইলে কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে ।
প্রশ্ন ১৯। ক্লাসে অনেক বাচ্চা; গরম লাগেনা ?
উত্তর- আমাদের ক্লাস রুম, ওয়েটিং রুমে AC আছে ।
প্রশ্ন ২০।এক ক্লাসে কত জন বাচ্চা থাকে? আপনাদের বাচ্চা কত জন?
উত্তর- ঠিক নেই । কিন্তু আমরা ৩ জন স্টুডেন্ট এর সাথে এক জন টিচার থাকি । স্টুডেন্ট বাড়লে ব্যাচ এবং টিচার বাড়বে ।
প্রশ্ন ২১। মেয়ে টিচার শেখান? নাকি ছেলে টিচার ?
উত্তর- আমাদের আর্ট স্কুলে মেয়ে টিচার বেশি এবং ছেলে টিচারও আছে। আপনি চাইলে আপনার বেবিকে মেয়ে টিচার শেখাবে সব সময়।
প্রশ্ন ২২। নিরাপত্তা বাবস্থা কেমন ?
উত্তর- নিরাপত্তা ১০০% নিশ্চিত । ক্লাস রুম, ওয়েটিং রুম সহ পুরা ফ্ল্যাট ( টয়লেট ছাড়া ) এমনকি সিঁড়ি , গ্যারেজেও CCTV ক্যামেরা লাগানো । ২০ দিন পর্যন্ত ভিডিও/অডিও রেকর্ড থাকে।
প্রশ্ন ২৩। মাঝে মাঝে আসতে চাইলে ? ধরুন ১ মাস করলাম আবার ১ মাস আসলাম না। পরীক্ষার আগে আসলাম পরীক্ষার পড়ে আর আলাম না এবং বেতন দিলাম না । এমন করা যাবে ?
উত্তর-না , এটা করা যাবেনা। সুন্দর ভাবে, কোয়ালিটি পূর্ণ ক্লাস নেয়া সহ সব কিছু সুন্দরভাবে পরিচালনার জন্য আমাদের সব সিস্টেম চালু রাখতে হয়। কিন্তু পরীক্ষার পরে, ছুটিতে, বৃষ্টিতে, শীতে , গরমে, রমজান মাসে বা ঈদ-কোরবানির মাসে ক্লাস/ বেতন বন্ধ রাখলে অর্থাৎ ইচ্ছেমত আসলে-গেলে আমাদের বেতন ওঠেনা । আমরা অর্থনৈতিক ক্রাইসিসে পরি । শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের অর্থনৈতিক ক্রাইসিস আপনার বাচ্চাকে ভালো কিছু দিতে পারবে ?
পিকচার গ্যালারি
বসুন্ধরা শাখা
House-594/A ,
Road- Afroza Begum ,
Block- i ( আই ) , Bashundhara R/A
যমুনা শাখা
Youtube -
Shimul Art Gallery