“ডিসিপ্লিন কোড”
একটি অনুরোধ-
নিচের লেখা পড়ে প্লিজ কষ্ট পাবেন না বা বিরক্ত হবেন না । কারণ মান সম্মত-সুন্দর-গ্রহনযোগ্য একটি সিস্টেম এদেশে রান করা কতটা কঠিন বা চ্যালেঞ্জিং তা নিজে ফেইস না করলে বুজবেন না। অনেকে সবার কথা চিন্তা না করে ( কেবল তার নিজের) ব্যক্তিগত সুবিধা নিতে চান। কিন্তু আমরা আমাদের সকল স্টুডেন্ট এবং গার্ডিয়ানদের সমান ও পর্যাপ্ত সার্ভিস দেয়ার জন্য ''ডিসিপ্লিন কোড'' অনুসরণ করি ।
১- (মা বাবা ছাড়া ক্লাসে থাকতে পারে এবং ছবি আঁকায় আগ্রহ আছে এমন) শিশু সহ সব বয়সের শিক্ষার্থীদের ভর্তি নেয়া হয়
২। প্রথম মাসে ভর্তির ক্ষেত্রে মাসের মাঝামাঝি বা শেষ দিকে ভর্তি হলে , সে মাসের বেতন হবে প্রতি ক্লাস ৩০০ টাকা ।
বিঃদ্রঃ- একসাথে একাধিক বেবি ভর্তি হলে, ভর্তি ফী অনার করা যাবে ।
কিন্তু বেতন ফিক্সট
৩। বেতন দিতে হবে রানিং মাসের ৭-১০ তারিখের মধ্যে ।
৪। কয়কটি ক্লাসে অনুপস্থিত থাকলে বা কোন মাসে না আসলে আগে/ পরে মেকাপ করে নিবেন এবং বেতন পরিশোধ করতে হবে। আর্ট ক্লাসে না আসতে চাইলে অবশ্যই ১ মাস আগে ভর্তি বাতিল করতে হবে। ২ মাস গ্যাপ দিয়ে আর্ট ক্লাসে যোগ দিলে রি-এডমিশন নিতে হবে । পূর্বের টাইম-শিডিউল থাকবেনা ।
৫। প্রোজেক্ট ওয়ার্ক স্পেসাল টাইমে করা হয় ।
ক্র্যাফট/ প্রোজেক্ট ফি-
১- A4/A3 সাইজ ড্রয়িং = ফ্রী
২- A4 সাইজ সিঙ্গেল ক্র্যাফট =ফ্রী
৩- ৩০*৪০ ইঞ্চ আর্ট পেপারে ড্রয়িং-কালারিং(গ্রুপ ওয়ার্ক)- ১৫০০/=
৪- ছোট প্রোজেক্ট ( ২/৩ টি মডেল বানিয়ে) -৩০০০/=
৫- বড় গ্রুপ প্রোজেক্ট ( ৮/১০ ধরনের মডেল বানিয়ে) - ৮০০০/=
৬। আর্ট ক্লাস চলাকালীন সময়ে “ক্লাসের ভেতর বাবা-মা/ভাইবোন এবং ভর্তি ছাড়া বেবি এলাউ না । এক স্টুডেন্টের জন্য কেবলমাত্র এক জন (ওয়েটিং রুমে) ওয়েট করতে পারবেন।
প্রি-স্কুল , প্লে এবং নার্সারির বেবিদের মা-বাবা ওয়েট করতে পারবেন না। কারণ এই বেবিদের মা-বাবা ওয়েটিং রুমে থাকলে বারবার বাচ্চারা ক্লাস থেকে বেড়িয়ে যায়।
ভর্তি ছাড়া বেবি /ভাইবোন একাডেমীতে আনা যাবেনা
৭। চিত্রকলা আর্ট অ্যাকাডেমিতে শিশুদের মোটিভেশন ও ভালোবাসা দিয়ে এবং সাইকোলজি ডেভেলপ করে ছবি আঁকা শেখানো হয় । পাশাপাশি সৎ-সুন্দর-সুখি-সফল মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা সদা জাগ্রত ।
৮। পরামর্শ বা অভিযোগ-যাইহোক… লিখে কমপ্লেইন্ট বক্সে বা হোয়াটস অ্যাপে লিখে জানাতে পারেন। সমাধানের ১০০% নিশ্চয়তা দিচ্ছি ।
৯- প্রথমে ৩ টি (অবজারভেশন) ক্লাস এর পর গার্ডিয়ান এবং একাডেমী কর্তৃপক্ষ ভর্তি বাতিল করতে পারবেন।
(৩ টি ক্লাসের মধ্যে গার্ডিয়ানদের সিদ্ধান্ত ফিক্সড করতে হবে;
কারণ এরপর গার্ডিয়ান ভর্তি বাতিল করতে পারবেন না)
৯ এর নোট
১- আমাদের পরিবেশ, পরিচালনা এবং শিক্ষাদান পদ্ধতি গার্ডিয়ানদের পছন্দ না হলে ;
২-বেবি যদি ক্লাসে না বসে ( বারবার ক্লাস থেকে বেরিয়ে আসে) ।
৩- ছবি আঁকতে না চায়(কান্নাকাটি বা চিৎকার করে)
৪- অন্য বাচ্চাদের ডিস্টার্ব করে, মারে বা খামচি দেয়/গালি দেয়; তাহলে ভর্তি বাতিল হবে।
ভর্তি বাতিল হলে; ৩টি অবজারভেশন ক্লাস ফি বাবদ ১০০০ টাকা চার্জ রেখে বাকি টাকা ফেরত দেয়া হবে। ৫ এর অধিক ক্লাস করার পরে ভর্তি বাতিল হলে শুধু ভর্তি ফি ফেরত দেয়া হবে ।